নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের ১০ দিনের ছুটি শেষ হচ্ছে আজ শনিবার। রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। আগামীকাল রোববার খুলছে সরকারি ও বেসরকারি অফিস। ফলে ছুটির শেষ দিনে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে কমলাপুর রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে।
কমলাপুর রেলস্টেশনে সরেজমিনে দেখা যায়, উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে ব্যাপক ভিড়। আসন না পেয়ে অনেক যাত্রী ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠেছেন। অতিরিক্ত যাত্রীর চাপে ট্রেনগুলো নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে কমলাপুর স্টেশনে পৌঁছাচ্ছে। ফলে বাড়তি ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছেন যাত্রীরা।
আজ রংপুর ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেন যথাক্রমে এক থেকে দুই ঘণ্টা বিলম্বে কমলাপুর স্টেশনে পৌঁছেছে। স্টেশন চত্বরে তীব্র ভিড়ের মধ্যে পরিবার নিয়ে ফিরতে দেখা গেছে অনেককেই।
রংপুর থেকে আসা যাত্রী আনোয়ার হোসেন কমলাপুর রেলস্টেশনে আজকের পত্রিকাকে বলেন, ‘টিকিট পাইনি। উঠেছি ছাদে। রোদের মধ্যে পুরো পথ আসতে কষ্ট হয়েছে। কিন্তু অফিস তো মিস করা যাবে না!’
আরেক যাত্রী আসমা আক্তার বলেন, ‘ঈদের ছুটি শেষ, তাই চাপ থাকবেই বুঝেছি। কিন্তু এত ভিড়, এত কষ্ট হবে ভাবিনি। ট্রেনও দেরিতে এসেছে। ট্রেনের মধ্যে এত মানুষ, পা ফেলার জায়গা ছিল না! গরমে ট্রেনের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে নারী ও শিশুরা।’
কমলাপুর রেলস্টেশনের এক কর্মকর্তা আজকের পত্রিকা বলেন, ‘অতিরিক্ত যাত্রীর কারণে কিছু ট্রেন দেরিতে পৌঁছাচ্ছে। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি আমাদের প্রথম অগ্রাধিকার হলেও ছাদে যাত্রী ওঠা পুরোপুরি ঠেকানো যাচ্ছে না।’
পথের ভোগান্তি নিয়ে সড়কপথে ও নৌপথে কর্মজীবী মানুষেরা যে যেভাবে পারছেন ঢাকায় ফিরছেন। ছুটি শেষে ঢাকায় ফেরা যাত্রীর চাপ আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

ঈদের ১০ দিনের ছুটি শেষ হচ্ছে আজ শনিবার। রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। আগামীকাল রোববার খুলছে সরকারি ও বেসরকারি অফিস। ফলে ছুটির শেষ দিনে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে কমলাপুর রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে।
কমলাপুর রেলস্টেশনে সরেজমিনে দেখা যায়, উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে ব্যাপক ভিড়। আসন না পেয়ে অনেক যাত্রী ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠেছেন। অতিরিক্ত যাত্রীর চাপে ট্রেনগুলো নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে কমলাপুর স্টেশনে পৌঁছাচ্ছে। ফলে বাড়তি ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছেন যাত্রীরা।
আজ রংপুর ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেন যথাক্রমে এক থেকে দুই ঘণ্টা বিলম্বে কমলাপুর স্টেশনে পৌঁছেছে। স্টেশন চত্বরে তীব্র ভিড়ের মধ্যে পরিবার নিয়ে ফিরতে দেখা গেছে অনেককেই।
রংপুর থেকে আসা যাত্রী আনোয়ার হোসেন কমলাপুর রেলস্টেশনে আজকের পত্রিকাকে বলেন, ‘টিকিট পাইনি। উঠেছি ছাদে। রোদের মধ্যে পুরো পথ আসতে কষ্ট হয়েছে। কিন্তু অফিস তো মিস করা যাবে না!’
আরেক যাত্রী আসমা আক্তার বলেন, ‘ঈদের ছুটি শেষ, তাই চাপ থাকবেই বুঝেছি। কিন্তু এত ভিড়, এত কষ্ট হবে ভাবিনি। ট্রেনও দেরিতে এসেছে। ট্রেনের মধ্যে এত মানুষ, পা ফেলার জায়গা ছিল না! গরমে ট্রেনের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে নারী ও শিশুরা।’
কমলাপুর রেলস্টেশনের এক কর্মকর্তা আজকের পত্রিকা বলেন, ‘অতিরিক্ত যাত্রীর কারণে কিছু ট্রেন দেরিতে পৌঁছাচ্ছে। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি আমাদের প্রথম অগ্রাধিকার হলেও ছাদে যাত্রী ওঠা পুরোপুরি ঠেকানো যাচ্ছে না।’
পথের ভোগান্তি নিয়ে সড়কপথে ও নৌপথে কর্মজীবী মানুষেরা যে যেভাবে পারছেন ঢাকায় ফিরছেন। ছুটি শেষে ঢাকায় ফেরা যাত্রীর চাপ আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে দ্রুততম সময়ে ১৬ দশমিক ১ কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেছেন সাইফুল ইসলাম রাসেল। ৪ ঘণ্টা ১৫ মিনিট সময় নিয়ে তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে পৌঁছে প্রতিযোগিতা শেষ করেন।
১৩ মিনিট আগে
রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে চলে যাওয়ার সময় পেট্রলপাম্পের কর্মী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন চালক কামাল হোসেন।
১ ঘণ্টা আগে
পাবনায় অনুকূল চন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা পাণ্ডে হত্যা ও মুন্তাজ চেয়ারম্যানের হাত কাটা মামলার অন্যতম আসামি জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় অস্ত্র, গুলিসহ অস্ত্র তৈরির সরঞ্জাম।
১ ঘণ্টা আগে
আলম হোসেন বলেন, উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালককে সভাপতি, সহকারী পরিচালককে সদস্যসচিব এবং উত্তরা জোনের উপসহকারী পরিচালক, উত্তরার জ্যেষ্ঠ স্টেশন...
১ ঘণ্টা আগে