প্রতিনিধি, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রদের নির্মাণাধীন আবাসিক হল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে প্রতিষ্ঠানটির প্রশাসন ও পুলিশ। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার তদন্ত কর্মকর্তা এসআই নাসের হোসেন।
নিহত যুবকের নাম অলিউর রহমান (২৩)। তিনি ময়মনসিংহের তাইজুদ্দিন তাজুর ছেলে। বিশ্ববিদ্যালয়–সংলগ্ন গেরুয়ায় ইব্রাহিমের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।
এসআই নাসের বলেন, ‘আমরা প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ করছি। মৃত্যুর কারণ চিহ্নিত হয়নি।’
এদিকে নির্মাণাধীন ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠান নুরানী কনস্ট্রাকশনের ম্যানেজার খোকন মিয়া বলেন, ‘আজ সকালে ২২ নম্বর ছাত্র হলের মেঝেতে শ্রমিকেরা একটি মরদেহ দেখতে পান। আমাকে জানানোর পর সিসিটিভি ফুটেজ চেক করি। দেখা যায় বুধবার রাত ৩টার দিকে তিন ব্যক্তি ভাসানী হলের দেয়াল টপকে ২২ নম্বর হলে প্রবেশ করে। তারা লোহার কিছু সরঞ্জাম বাইরে রেখে পুনরায় প্রবেশ করে। পরে ৩টা ২৪ মিনিটের ফুটেজে দেখা যায়, মেঝেতে এক লোক পড়ে রয়েছে। বাকি দুজনের চেহারা সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়নি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে দেখি স্থানীয় লোকজন মৃতদেহ শনাক্ত করেছে। সিসিটিভি দেখে নিশ্চিত হয়েছি নিহত ব্যক্তি একটি সংঘবদ্ধ গ্রুপের অধীনে কিছু নির্মাণসামগ্রী ভবনের বাইরে নিয়ে যায়। পুনরায় ভেতরে প্রবেশের পর মেঝেতে পড়ে যায় নিহত অলিউর।’
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী নাছির উদ্দিন বলেন, ‘সিসিটিভির ফুটেজ থেকে জানতে পেরেছি ভোররাতে তিন ব্যক্তি দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। এর মধ্যে একজনকে সকালে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তি আমাদের নির্মাণাধীন ভবনের কোনো শ্রমিক নয়। পুলিশের ময়নাতদন্তের রিপোর্ট বের হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গত ২৭ মে একই ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণশ্রমিক নিহত হন। পরে তাঁর ক্ষতিপূরণ আদায় করে ঠিকাদারি প্রতিষ্ঠান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রদের নির্মাণাধীন আবাসিক হল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে প্রতিষ্ঠানটির প্রশাসন ও পুলিশ। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার তদন্ত কর্মকর্তা এসআই নাসের হোসেন।
নিহত যুবকের নাম অলিউর রহমান (২৩)। তিনি ময়মনসিংহের তাইজুদ্দিন তাজুর ছেলে। বিশ্ববিদ্যালয়–সংলগ্ন গেরুয়ায় ইব্রাহিমের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।
এসআই নাসের বলেন, ‘আমরা প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ করছি। মৃত্যুর কারণ চিহ্নিত হয়নি।’
এদিকে নির্মাণাধীন ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠান নুরানী কনস্ট্রাকশনের ম্যানেজার খোকন মিয়া বলেন, ‘আজ সকালে ২২ নম্বর ছাত্র হলের মেঝেতে শ্রমিকেরা একটি মরদেহ দেখতে পান। আমাকে জানানোর পর সিসিটিভি ফুটেজ চেক করি। দেখা যায় বুধবার রাত ৩টার দিকে তিন ব্যক্তি ভাসানী হলের দেয়াল টপকে ২২ নম্বর হলে প্রবেশ করে। তারা লোহার কিছু সরঞ্জাম বাইরে রেখে পুনরায় প্রবেশ করে। পরে ৩টা ২৪ মিনিটের ফুটেজে দেখা যায়, মেঝেতে এক লোক পড়ে রয়েছে। বাকি দুজনের চেহারা সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়নি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে দেখি স্থানীয় লোকজন মৃতদেহ শনাক্ত করেছে। সিসিটিভি দেখে নিশ্চিত হয়েছি নিহত ব্যক্তি একটি সংঘবদ্ধ গ্রুপের অধীনে কিছু নির্মাণসামগ্রী ভবনের বাইরে নিয়ে যায়। পুনরায় ভেতরে প্রবেশের পর মেঝেতে পড়ে যায় নিহত অলিউর।’
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী নাছির উদ্দিন বলেন, ‘সিসিটিভির ফুটেজ থেকে জানতে পেরেছি ভোররাতে তিন ব্যক্তি দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। এর মধ্যে একজনকে সকালে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তি আমাদের নির্মাণাধীন ভবনের কোনো শ্রমিক নয়। পুলিশের ময়নাতদন্তের রিপোর্ট বের হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গত ২৭ মে একই ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণশ্রমিক নিহত হন। পরে তাঁর ক্ষতিপূরণ আদায় করে ঠিকাদারি প্রতিষ্ঠান।

বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
২০ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
২৩ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন যুবদল নেতা আবুল বাশার বাদশাকে কুপিয়ে, পিটিয়ে দুই পা থেঁতলে দেওয়া হয়েছে। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁর গাড়ির গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগী ও স্বজনদের।
৪০ মিনিট আগে