উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব ও বিমানবন্দর এলাকা থেকে নাজমুল হাসান অভি এক বিএনপি নেতাকে আটকের অভিযোগ করেছেন স্বজনেরা।
উত্তরা ৯ নং সেক্টরের ১০ /এ সড়কের একটি বাসা থেকে গতকাল শনিবার (২৭ জুন) দিবাগত রাত ১টায় শিক্ষক আসিফ ও ওই দিন সকালে বিমানবন্দর থেকে নাজমুল হাসানকে আটক করা হয় বলে আজ রোববার বিকেলে আজকের পত্রিকার কাছে অভিযোগ করেন স্বজনেরা। নাজমুল হাসান অভি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
আসিফ মাহতাবের বোন নাফিসা তাসনিম আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার (২৭ জুন) দিবাগত রাত ১টার দিকে ১৫ জনের মতো ডিবি পুলিশ আসছে। তার মধ্যে তিনজন হয়তো হাই অফিসার ছিলেন। একজন সাদা পোশাকে ছিলেন। বাকিরা সবাই পোশাকে (ইউনিফরম) ছিলেন। সাদা পোশাকের অফিসার আমাদের সঙ্গে কথা বলে ভাইকে নিয়ে গেছেন।’
তিনি বলেন, ‘ভাইকে নিয়ে যাওয়ার সময় আমার মা তাদের বলেছিলেন, ওর (আসিফ) তো পাইলসে সমস্যা, পায়ে সমস্যা। ওর তো ওষুধ খাওয়া লাগে। তখন তাঁরা আসিফের ওষুধগুলোও নিয়ে গেছেন।’
আটকের কারণ প্রসঙ্গে জানতে চাইলে নাফিসা বলেন, ‘গ্রেপ্তারের কারণ প্রসঙ্গে আমরাও জিজ্ঞাসা করেছিলাম, তখন তাঁরা (ডিবি) বলেছিলেন, ওকেই (আসিফ) জিজ্ঞাসা করেন। পরে কিছু না বলেই তাঁরা নিয়ে গেছেন।’
অপরদিকে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অভির বড় ভাই নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নাজমুল হাসান অভি শনিবার (২৭ জুন) সকাল ৭টায় নেপালে যাওয়ার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিল। কিন্তু তারপর থেকেই তার মোবাইল নম্বর বন্ধ পাচ্ছি। বিভিন্ন মাধ্যমে শুনতে পারছি, তাকে বিমানবন্দর থেকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে।’
নজরুল ইসলাম বলেন, ‘আমরা থানা-পুলিশ, ডিবি কার্যালয়সহ সব জায়গায় খুঁজেছি। কিন্তু কেউ কিছু স্বীকার করছে না।’
এই দুই জনকে আটক করা হয়েছি কিনা জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বদরুজ্জামান জিলু আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁদের আটক বা গ্রেপ্তারের বিষয়ে আমার কিছুই জানা নেই। এ বিষয়ে আমি কিছু বলতে বলতে পারছি না।’

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব ও বিমানবন্দর এলাকা থেকে নাজমুল হাসান অভি এক বিএনপি নেতাকে আটকের অভিযোগ করেছেন স্বজনেরা।
উত্তরা ৯ নং সেক্টরের ১০ /এ সড়কের একটি বাসা থেকে গতকাল শনিবার (২৭ জুন) দিবাগত রাত ১টায় শিক্ষক আসিফ ও ওই দিন সকালে বিমানবন্দর থেকে নাজমুল হাসানকে আটক করা হয় বলে আজ রোববার বিকেলে আজকের পত্রিকার কাছে অভিযোগ করেন স্বজনেরা। নাজমুল হাসান অভি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
আসিফ মাহতাবের বোন নাফিসা তাসনিম আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার (২৭ জুন) দিবাগত রাত ১টার দিকে ১৫ জনের মতো ডিবি পুলিশ আসছে। তার মধ্যে তিনজন হয়তো হাই অফিসার ছিলেন। একজন সাদা পোশাকে ছিলেন। বাকিরা সবাই পোশাকে (ইউনিফরম) ছিলেন। সাদা পোশাকের অফিসার আমাদের সঙ্গে কথা বলে ভাইকে নিয়ে গেছেন।’
তিনি বলেন, ‘ভাইকে নিয়ে যাওয়ার সময় আমার মা তাদের বলেছিলেন, ওর (আসিফ) তো পাইলসে সমস্যা, পায়ে সমস্যা। ওর তো ওষুধ খাওয়া লাগে। তখন তাঁরা আসিফের ওষুধগুলোও নিয়ে গেছেন।’
আটকের কারণ প্রসঙ্গে জানতে চাইলে নাফিসা বলেন, ‘গ্রেপ্তারের কারণ প্রসঙ্গে আমরাও জিজ্ঞাসা করেছিলাম, তখন তাঁরা (ডিবি) বলেছিলেন, ওকেই (আসিফ) জিজ্ঞাসা করেন। পরে কিছু না বলেই তাঁরা নিয়ে গেছেন।’
অপরদিকে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অভির বড় ভাই নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নাজমুল হাসান অভি শনিবার (২৭ জুন) সকাল ৭টায় নেপালে যাওয়ার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিল। কিন্তু তারপর থেকেই তার মোবাইল নম্বর বন্ধ পাচ্ছি। বিভিন্ন মাধ্যমে শুনতে পারছি, তাকে বিমানবন্দর থেকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে।’
নজরুল ইসলাম বলেন, ‘আমরা থানা-পুলিশ, ডিবি কার্যালয়সহ সব জায়গায় খুঁজেছি। কিন্তু কেউ কিছু স্বীকার করছে না।’
এই দুই জনকে আটক করা হয়েছি কিনা জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বদরুজ্জামান জিলু আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁদের আটক বা গ্রেপ্তারের বিষয়ে আমার কিছুই জানা নেই। এ বিষয়ে আমি কিছু বলতে বলতে পারছি না।’

২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
৬ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
১২ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে
সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁদের উদ্ধারের তথ্য জানায় পুলিশ ও কোস্ট গার্ড। এর আগে মুক্তিপণের দাবিতে গত শুক্রবার তাঁদের অপহরণ করা হয়েছিল।
১ ঘণ্টা আগে