উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব ও বিমানবন্দর এলাকা থেকে নাজমুল হাসান অভি এক বিএনপি নেতাকে আটকের অভিযোগ করেছেন স্বজনেরা।
উত্তরা ৯ নং সেক্টরের ১০ /এ সড়কের একটি বাসা থেকে গতকাল শনিবার (২৭ জুন) দিবাগত রাত ১টায় শিক্ষক আসিফ ও ওই দিন সকালে বিমানবন্দর থেকে নাজমুল হাসানকে আটক করা হয় বলে আজ রোববার বিকেলে আজকের পত্রিকার কাছে অভিযোগ করেন স্বজনেরা। নাজমুল হাসান অভি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
আসিফ মাহতাবের বোন নাফিসা তাসনিম আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার (২৭ জুন) দিবাগত রাত ১টার দিকে ১৫ জনের মতো ডিবি পুলিশ আসছে। তার মধ্যে তিনজন হয়তো হাই অফিসার ছিলেন। একজন সাদা পোশাকে ছিলেন। বাকিরা সবাই পোশাকে (ইউনিফরম) ছিলেন। সাদা পোশাকের অফিসার আমাদের সঙ্গে কথা বলে ভাইকে নিয়ে গেছেন।’
তিনি বলেন, ‘ভাইকে নিয়ে যাওয়ার সময় আমার মা তাদের বলেছিলেন, ওর (আসিফ) তো পাইলসে সমস্যা, পায়ে সমস্যা। ওর তো ওষুধ খাওয়া লাগে। তখন তাঁরা আসিফের ওষুধগুলোও নিয়ে গেছেন।’
আটকের কারণ প্রসঙ্গে জানতে চাইলে নাফিসা বলেন, ‘গ্রেপ্তারের কারণ প্রসঙ্গে আমরাও জিজ্ঞাসা করেছিলাম, তখন তাঁরা (ডিবি) বলেছিলেন, ওকেই (আসিফ) জিজ্ঞাসা করেন। পরে কিছু না বলেই তাঁরা নিয়ে গেছেন।’
অপরদিকে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অভির বড় ভাই নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নাজমুল হাসান অভি শনিবার (২৭ জুন) সকাল ৭টায় নেপালে যাওয়ার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিল। কিন্তু তারপর থেকেই তার মোবাইল নম্বর বন্ধ পাচ্ছি। বিভিন্ন মাধ্যমে শুনতে পারছি, তাকে বিমানবন্দর থেকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে।’
নজরুল ইসলাম বলেন, ‘আমরা থানা-পুলিশ, ডিবি কার্যালয়সহ সব জায়গায় খুঁজেছি। কিন্তু কেউ কিছু স্বীকার করছে না।’
এই দুই জনকে আটক করা হয়েছি কিনা জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বদরুজ্জামান জিলু আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁদের আটক বা গ্রেপ্তারের বিষয়ে আমার কিছুই জানা নেই। এ বিষয়ে আমি কিছু বলতে বলতে পারছি না।’

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব ও বিমানবন্দর এলাকা থেকে নাজমুল হাসান অভি এক বিএনপি নেতাকে আটকের অভিযোগ করেছেন স্বজনেরা।
উত্তরা ৯ নং সেক্টরের ১০ /এ সড়কের একটি বাসা থেকে গতকাল শনিবার (২৭ জুন) দিবাগত রাত ১টায় শিক্ষক আসিফ ও ওই দিন সকালে বিমানবন্দর থেকে নাজমুল হাসানকে আটক করা হয় বলে আজ রোববার বিকেলে আজকের পত্রিকার কাছে অভিযোগ করেন স্বজনেরা। নাজমুল হাসান অভি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
আসিফ মাহতাবের বোন নাফিসা তাসনিম আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার (২৭ জুন) দিবাগত রাত ১টার দিকে ১৫ জনের মতো ডিবি পুলিশ আসছে। তার মধ্যে তিনজন হয়তো হাই অফিসার ছিলেন। একজন সাদা পোশাকে ছিলেন। বাকিরা সবাই পোশাকে (ইউনিফরম) ছিলেন। সাদা পোশাকের অফিসার আমাদের সঙ্গে কথা বলে ভাইকে নিয়ে গেছেন।’
তিনি বলেন, ‘ভাইকে নিয়ে যাওয়ার সময় আমার মা তাদের বলেছিলেন, ওর (আসিফ) তো পাইলসে সমস্যা, পায়ে সমস্যা। ওর তো ওষুধ খাওয়া লাগে। তখন তাঁরা আসিফের ওষুধগুলোও নিয়ে গেছেন।’
আটকের কারণ প্রসঙ্গে জানতে চাইলে নাফিসা বলেন, ‘গ্রেপ্তারের কারণ প্রসঙ্গে আমরাও জিজ্ঞাসা করেছিলাম, তখন তাঁরা (ডিবি) বলেছিলেন, ওকেই (আসিফ) জিজ্ঞাসা করেন। পরে কিছু না বলেই তাঁরা নিয়ে গেছেন।’
অপরদিকে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অভির বড় ভাই নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নাজমুল হাসান অভি শনিবার (২৭ জুন) সকাল ৭টায় নেপালে যাওয়ার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিল। কিন্তু তারপর থেকেই তার মোবাইল নম্বর বন্ধ পাচ্ছি। বিভিন্ন মাধ্যমে শুনতে পারছি, তাকে বিমানবন্দর থেকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে।’
নজরুল ইসলাম বলেন, ‘আমরা থানা-পুলিশ, ডিবি কার্যালয়সহ সব জায়গায় খুঁজেছি। কিন্তু কেউ কিছু স্বীকার করছে না।’
এই দুই জনকে আটক করা হয়েছি কিনা জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বদরুজ্জামান জিলু আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁদের আটক বা গ্রেপ্তারের বিষয়ে আমার কিছুই জানা নেই। এ বিষয়ে আমি কিছু বলতে বলতে পারছি না।’

ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার নির্দেশদাতা ইয়াছিন আরাফাতকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
১৮ মিনিট আগে
শীতে মৌলভীবাজারে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। শ্রীমঙ্গলে আজ তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার এই জেলায় বেশি শীত পড়েছে। দিন কিংবা রাতে ঘন কুয়াশায় ঢাকা থাকে এই অঞ্চল। কিছুদিন ধরে বেশির ভাগ সময় কুয়াশার আড়ালে সূর্যের দেখা মেলে না।
৪৩ মিনিট আগে
ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলাঘেঁষা ভারতের ত্রিপুরা রাজ্য। সীমান্তবর্তী গ্রামগুলোয় দীর্ঘদিন ধরে অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির সিম কার্ড। শুধু সীমান্তে নয়, এমন সিমের ব্যবহারের প্রমাণ মিলেছে খোদ ফেনী শহরেও; যা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে...
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি নির্বাচনের খরচের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের থেকে তিন দিনে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা পেয়েছেন।
২ ঘণ্টা আগে