তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলার শিবপুর-লালপুর সড়কের শাহপুর অংশে ধসে গেছে। আজ বুধবার সকালে সড়কটি ধসে যায়। এ দিয়ে চলাচলকারী কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
কুমিল্লার তিতাস উপজেলার শিবপুর-লালপুর সড়কের শাহপুর শাহআলম শান্তির বাড়ির সামনে সড়ক ধসে পড়েছে। এতে করে এ সড়ক দিয়ে চলাচলকারী কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। আজ বুধবার সকালে সড়ক ধসের ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানান, সড়কের উত্তর পাশে রয়েছে মাছের প্রজেক্ট, দক্ষিণ পাশে তিতাস নদী। সড়ক ধসে পড়া স্থানের আশপাশে একটি কালভার্ট ছিল উক্ত কালভার্টটি বন্ধ করে ফেলায় মাছের প্রজেক্টের পানির চাপে সড়কটি ধসে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
মাছের প্রজেক্ট মালিক শাহ আলম সরকার বলেন, ‘যেখান দিয়ে সড়ক ধসে পড়েছে এখানে একটি কালভার্ট ছিল, এই কালভার্টটি বন্ধ করে দিয়েছে সড়কের পাশের বাড়ির শান্তি ভাই। ফলে সড়ক ধসে পড়েছে এতে করে আমার অনেক ক্ষতি হয়েছে, প্রজেক্টের সব মাছ চলে গেছে।’
এ বিষয়ে শাহআলম শান্তি বলেন, ‘আমি কোনো কালভার্ট বন্ধ করিনি। যার মাছের প্রজেক্ট তারাই কালভার্ট বন্ধ করেছে।’
মজিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘সকালে সড়ক ধসে পড়ার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।’
উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, ‘শিবপুর-লালপুর সড়কের শাহপুর অংশে সড়ক ধসে পড়ার খবর পেয়ে আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি। মৎস্য প্রজেক্ট মালিককে বলে এসেছি সড়ক মেরামত করে কালভার্টের মুখ দেওয়ার জন্য।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, ‘জনগণের দুর্ভোগ কমাতে উপজেলা ও ইউনিয়ন পরিষদের যৌথ অর্থায়নে সড়কটি মেরামত করা হবে। মৎস্য প্রজেক্ট মালিককে নোটিশ করেছি যাতে করে মাছ চাষ আইন মানতে বলেছি।’

কুমিল্লার তিতাস উপজেলার শিবপুর-লালপুর সড়কের শাহপুর অংশে ধসে গেছে। আজ বুধবার সকালে সড়কটি ধসে যায়। এ দিয়ে চলাচলকারী কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
কুমিল্লার তিতাস উপজেলার শিবপুর-লালপুর সড়কের শাহপুর শাহআলম শান্তির বাড়ির সামনে সড়ক ধসে পড়েছে। এতে করে এ সড়ক দিয়ে চলাচলকারী কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। আজ বুধবার সকালে সড়ক ধসের ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানান, সড়কের উত্তর পাশে রয়েছে মাছের প্রজেক্ট, দক্ষিণ পাশে তিতাস নদী। সড়ক ধসে পড়া স্থানের আশপাশে একটি কালভার্ট ছিল উক্ত কালভার্টটি বন্ধ করে ফেলায় মাছের প্রজেক্টের পানির চাপে সড়কটি ধসে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
মাছের প্রজেক্ট মালিক শাহ আলম সরকার বলেন, ‘যেখান দিয়ে সড়ক ধসে পড়েছে এখানে একটি কালভার্ট ছিল, এই কালভার্টটি বন্ধ করে দিয়েছে সড়কের পাশের বাড়ির শান্তি ভাই। ফলে সড়ক ধসে পড়েছে এতে করে আমার অনেক ক্ষতি হয়েছে, প্রজেক্টের সব মাছ চলে গেছে।’
এ বিষয়ে শাহআলম শান্তি বলেন, ‘আমি কোনো কালভার্ট বন্ধ করিনি। যার মাছের প্রজেক্ট তারাই কালভার্ট বন্ধ করেছে।’
মজিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘সকালে সড়ক ধসে পড়ার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।’
উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, ‘শিবপুর-লালপুর সড়কের শাহপুর অংশে সড়ক ধসে পড়ার খবর পেয়ে আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি। মৎস্য প্রজেক্ট মালিককে বলে এসেছি সড়ক মেরামত করে কালভার্টের মুখ দেওয়ার জন্য।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, ‘জনগণের দুর্ভোগ কমাতে উপজেলা ও ইউনিয়ন পরিষদের যৌথ অর্থায়নে সড়কটি মেরামত করা হবে। মৎস্য প্রজেক্ট মালিককে নোটিশ করেছি যাতে করে মাছ চাষ আইন মানতে বলেছি।’

নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন।
৩ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের...
৯ মিনিট আগে
সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
২০ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ, আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত, পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তাঁরা
২৬ মিনিট আগে