কুমিল্লা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লায় একের পর এক আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা গুনছেন প্রার্থীরা। নির্বাচন অনুসন্ধান কমিটির শোকজেরও জবাব দিতে হয়েছে কয়েকজনকে।
এই তালিকায় আছেন স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রার্থীর কর্মী-সমর্থকেরা পর্যন্ত। প্রতিপক্ষকে আহত করার হুমকি, খিচুড়ি বিতরণ, রঙিন পোস্টার-ব্যানার টানানো ও জোর করে ভোট আদায়ের হুংকার দিয়ে এসব জরিমানা দিয়েছেন তাঁরা।
নির্বাচন অনুসন্ধান কমিটির শোকজ পেয়েছেন, কুমিল্লা-৬ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, কুমিল্লা-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি, কুমিল্লা-৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল এমপি, কুমিল্লা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ জাহের। এ ছাড়া মেঘনা মানিকারচর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেনকেও শোকজ করা হয়েছে বলে জানা গেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১০ থেকে ২১ ডিসেম্বর দুপুর পর্যন্ত জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অন্তত ২৩টি ঘটনায় ২ লাখ ৭২ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
এর মধ্যে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ব্যানার টানানোয় একজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে পাঁচ হাজার টাকা, কুমিল্লা-১ আসনে দাউদকান্দিতে তোরণ নির্মাণ করায় আওয়ামী লীগের প্রার্থী আবদুস সবুরকে ১০ হাজার টাকা, কুমিল্লা-১১ আসনে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের দুই সমর্থককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৮ ডিসেম্বর আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লার বিভিন্ন আসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। ১০ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ৯২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সর্বশেষ আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) কুমিল্লা-১ (দাউদকান্দি) আসনে নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুস সবুরের সমর্থক জাহাঙ্গীর আলম খানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লায় একের পর এক আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা গুনছেন প্রার্থীরা। নির্বাচন অনুসন্ধান কমিটির শোকজেরও জবাব দিতে হয়েছে কয়েকজনকে।
এই তালিকায় আছেন স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রার্থীর কর্মী-সমর্থকেরা পর্যন্ত। প্রতিপক্ষকে আহত করার হুমকি, খিচুড়ি বিতরণ, রঙিন পোস্টার-ব্যানার টানানো ও জোর করে ভোট আদায়ের হুংকার দিয়ে এসব জরিমানা দিয়েছেন তাঁরা।
নির্বাচন অনুসন্ধান কমিটির শোকজ পেয়েছেন, কুমিল্লা-৬ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, কুমিল্লা-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি, কুমিল্লা-৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল এমপি, কুমিল্লা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ জাহের। এ ছাড়া মেঘনা মানিকারচর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেনকেও শোকজ করা হয়েছে বলে জানা গেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১০ থেকে ২১ ডিসেম্বর দুপুর পর্যন্ত জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অন্তত ২৩টি ঘটনায় ২ লাখ ৭২ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
এর মধ্যে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ব্যানার টানানোয় একজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে পাঁচ হাজার টাকা, কুমিল্লা-১ আসনে দাউদকান্দিতে তোরণ নির্মাণ করায় আওয়ামী লীগের প্রার্থী আবদুস সবুরকে ১০ হাজার টাকা, কুমিল্লা-১১ আসনে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের দুই সমর্থককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৮ ডিসেম্বর আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লার বিভিন্ন আসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। ১০ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ৯২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সর্বশেষ আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) কুমিল্লা-১ (দাউদকান্দি) আসনে নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুস সবুরের সমর্থক জাহাঙ্গীর আলম খানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
৬ মিনিট আগে
পেশাগত নিরাপত্তা, স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের টিকে থাকার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। মতাদর্শ, প্রতিষ্ঠান কিংবা সংগঠনভেদে বিভক্তি থাকলেও পেশাগত স্বার্থে সাংবাদিকদের অবস্থান হওয়া উচিত অভিন্ন। আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত গণমাধ্যম...
৭ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক দোকানকর্মীকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন লিটন চন্দ্র ঘোষ (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ী। আজ শনিবার বেলা ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভা-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে আটক করেছে পুলিশ।
১৩ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলার প্রতিবাদে এবং চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দীন আহমদের মনোনয়ন...
৩৫ মিনিট আগে