কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টের বিচ সড়কের উত্তর পাশে আবারও অবৈধভাবে স্থাপনা তৈরি করেছে প্রভাবশালীরা। গত রোববার রাতে টিন, পলিথিন ও বাঁশ দিয়ে কয়েকটি দোকানপাট গড়ে তোলা হয়। সৈকতে সরকারি জমি দখলের বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসার পর আজ সোমবার বিকেলে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। অভিযানে অর্ধশতাধিক দোকানঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজের নেতৃত্বে জেলা প্রশাসন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও পুলিশের শতাধিক সদস্য অভিযানে অংশ নেন। অভিযানের খবর পেয়ে দখলদারেরা পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, প্রভাবশালী জসীম উদ্দিন ছিদ্দিকীর নেতৃত্বে ৪০ জনের একটি চক্র সৈকতের জমি দখলে জড়িত। তাঁরা রোববার রাতে অর্ধশতাধিক শ্রমিক দিয়ে পলিথিন, টিন ও বাঁশ দিয়ে স্থাপনা নির্মাণ করেন। সেখানে দোকান দেওয়ার নামে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে এ চক্রটি।
উল্লেখ্য, উচ্চ আদালতের নির্দেশে গত বছরের ১৭ অক্টোবর কক্সবাজার সুগন্ধা পয়েন্টে ৫২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে দখলদারদের সঙ্গে সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছিল। এ ঘটনার এক বছরের মাথায় আবারও একই স্থানে দোকানপাট নির্মাণ শুরু করে চক্রটি।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ বলেন, সরকারি জায়গায় অবৈধ স্থাপনা গড়ে তোলায় তা উচ্ছেদ করে দেওয়া হয়েছে।

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টের বিচ সড়কের উত্তর পাশে আবারও অবৈধভাবে স্থাপনা তৈরি করেছে প্রভাবশালীরা। গত রোববার রাতে টিন, পলিথিন ও বাঁশ দিয়ে কয়েকটি দোকানপাট গড়ে তোলা হয়। সৈকতে সরকারি জমি দখলের বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসার পর আজ সোমবার বিকেলে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। অভিযানে অর্ধশতাধিক দোকানঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজের নেতৃত্বে জেলা প্রশাসন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও পুলিশের শতাধিক সদস্য অভিযানে অংশ নেন। অভিযানের খবর পেয়ে দখলদারেরা পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, প্রভাবশালী জসীম উদ্দিন ছিদ্দিকীর নেতৃত্বে ৪০ জনের একটি চক্র সৈকতের জমি দখলে জড়িত। তাঁরা রোববার রাতে অর্ধশতাধিক শ্রমিক দিয়ে পলিথিন, টিন ও বাঁশ দিয়ে স্থাপনা নির্মাণ করেন। সেখানে দোকান দেওয়ার নামে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে এ চক্রটি।
উল্লেখ্য, উচ্চ আদালতের নির্দেশে গত বছরের ১৭ অক্টোবর কক্সবাজার সুগন্ধা পয়েন্টে ৫২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে দখলদারদের সঙ্গে সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছিল। এ ঘটনার এক বছরের মাথায় আবারও একই স্থানে দোকানপাট নির্মাণ শুরু করে চক্রটি।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ বলেন, সরকারি জায়গায় অবৈধ স্থাপনা গড়ে তোলায় তা উচ্ছেদ করে দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনে
৪ মিনিট আগে
আন্দোলনকারীদের অভিযোগ, ত্যাগী ছাত্রদল নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
৪ মিনিট আগে
ভুক্তভোগী নারীর মেয়ে বলেন, ‘জন্মের পর থেকে বাবাকে মাদক সেবন করতে দেখেছি। এ নিয়ে সংসারে সব সময় কলহ লেগে থাকত। আমাদের তিন ভাইবোনের কথা চিন্তা করে মা একসময় প্রবাসে যান। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। বাধ্য হয়ে গত বছরের ২৫ মে মা বাবাকে তালাক দেন।’
২৮ মিনিট আগে
দ্বৈত নাগরিকত্ব জটিলতায় এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল করেন। পরে নির্বাচন কমিশনে আপিল করলে ওই রায় এখনো অপেক্ষমাণ রয়েছে।
১ ঘণ্টা আগে