কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতে আবারও ভেসে এসেছে প্রায় শতাধিক মৃত সাদা নুইন্যা বা ‘হোয়াইট টাইপ জেলিফিশ’। আজ শুক্রবার সকালে শহরের কলাতলী, বেইলি হ্যাচারি ও সুগন্ধা পয়েন্টসহ সৈকতের বিভিন্ন এলাকায় ভাটার সময় এসব জেলিফিশ দেখা গেছে। সংশ্লিষ্টদের ধারণা—জেলেদের জালে আটকে পড়ে এসব সাদা নুইন্যা মারা পড়েছে।
এদিকে সৈকতে মরা সাদা নুইন্যা ভেসে আসার খবর পেয়ে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বুরি) মহাপরিচালক ও সমুদ্র বিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দরসহ একদল বিজ্ঞানী সরেজমিন পরিদর্শন করেছেন। বিজ্ঞানীরা জেলিফিশের মৃত্যুর কারণ অনুসন্ধানে নমুনা সংগ্রহ করেছেন।
এর আগে আগস্ট মাসের প্রথম সপ্তাহে কয়েক দফায় মরা জেলিফিশ সৈকতে পরে থাকতে দেখা যায়।
বুরির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর আজকের পত্রিকাকে বলেন, বিভিন্ন সময় মৎস্যজীবীদের বিহুন্দি জালে জেলিফিশগুলো অযাচিতভাবে আটকা পড়ে মারা যায়। পরবর্তীতে কক্সবাজার ও পটুয়াখালীসহ বিভিন্ন সমুদ্রসৈকতে ভেসে আসে। এ ছাড়া জেলিফিশ স্রোতের বিপরীতে সাঁতার কাটতে পারে না। এ কারণে জোয়ারে ভেসে আসা জেলিফিশ ভাটার সময় সৈকতে আটকা পড়ে।
সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর আরও বলেন, ‘অযত্ন অবহেলায় সৈকতে পড়ে থাকা এই সাদা নুইন্যা বা হোয়াইট টাইপ জেলিফিশ খাদ্য হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়। এটি ওষুধ ও প্রসাধন শিল্পেও ব্যবহার হয়। বঙ্গোপসাগর সাদা নুইন্যার আবাসস্থল হলেও বাংলাদেশে এর কোনো ব্যবহার নেই। অথচ বিশ্বে জেলিফিশের ৫ দশমিক ৬০ বিলিয়ন ডলারের বাজার রয়েছে। আমরাও অবহেলিত এই সামুদ্রিক প্রাণীটির স্থানীয় বাজার সৃষ্টিসহ রপ্তানি করে সুনীল অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারি।’
সম্প্রতি বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা সাদা নুইন্যা নিয়ে গবেষণা শুরু করেছে। গত ৩ নভেম্বর বিশ্ব জেলিফিশ দিবস উপলক্ষে বুরির সম্মেলন কক্ষে দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়।

কক্সবাজার সমুদ্রসৈকতে আবারও ভেসে এসেছে প্রায় শতাধিক মৃত সাদা নুইন্যা বা ‘হোয়াইট টাইপ জেলিফিশ’। আজ শুক্রবার সকালে শহরের কলাতলী, বেইলি হ্যাচারি ও সুগন্ধা পয়েন্টসহ সৈকতের বিভিন্ন এলাকায় ভাটার সময় এসব জেলিফিশ দেখা গেছে। সংশ্লিষ্টদের ধারণা—জেলেদের জালে আটকে পড়ে এসব সাদা নুইন্যা মারা পড়েছে।
এদিকে সৈকতে মরা সাদা নুইন্যা ভেসে আসার খবর পেয়ে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বুরি) মহাপরিচালক ও সমুদ্র বিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দরসহ একদল বিজ্ঞানী সরেজমিন পরিদর্শন করেছেন। বিজ্ঞানীরা জেলিফিশের মৃত্যুর কারণ অনুসন্ধানে নমুনা সংগ্রহ করেছেন।
এর আগে আগস্ট মাসের প্রথম সপ্তাহে কয়েক দফায় মরা জেলিফিশ সৈকতে পরে থাকতে দেখা যায়।
বুরির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর আজকের পত্রিকাকে বলেন, বিভিন্ন সময় মৎস্যজীবীদের বিহুন্দি জালে জেলিফিশগুলো অযাচিতভাবে আটকা পড়ে মারা যায়। পরবর্তীতে কক্সবাজার ও পটুয়াখালীসহ বিভিন্ন সমুদ্রসৈকতে ভেসে আসে। এ ছাড়া জেলিফিশ স্রোতের বিপরীতে সাঁতার কাটতে পারে না। এ কারণে জোয়ারে ভেসে আসা জেলিফিশ ভাটার সময় সৈকতে আটকা পড়ে।
সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর আরও বলেন, ‘অযত্ন অবহেলায় সৈকতে পড়ে থাকা এই সাদা নুইন্যা বা হোয়াইট টাইপ জেলিফিশ খাদ্য হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়। এটি ওষুধ ও প্রসাধন শিল্পেও ব্যবহার হয়। বঙ্গোপসাগর সাদা নুইন্যার আবাসস্থল হলেও বাংলাদেশে এর কোনো ব্যবহার নেই। অথচ বিশ্বে জেলিফিশের ৫ দশমিক ৬০ বিলিয়ন ডলারের বাজার রয়েছে। আমরাও অবহেলিত এই সামুদ্রিক প্রাণীটির স্থানীয় বাজার সৃষ্টিসহ রপ্তানি করে সুনীল অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারি।’
সম্প্রতি বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা সাদা নুইন্যা নিয়ে গবেষণা শুরু করেছে। গত ৩ নভেম্বর বিশ্ব জেলিফিশ দিবস উপলক্ষে বুরির সম্মেলন কক্ষে দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়।

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলার সময় উল্লাস করায় ফরিদপুরে হোস্টেলে জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়র শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় হোস্টেলের জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুরও করা হয়। হামলায় আহত অবস্থায় সাতজন শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ
৬ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তবর্তী এলাকায় মিয়ানমার থেকে গুলিবর্ষণ ও পুঁতে রাখা মাইন বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে মশালমিছিল ও সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি
১০ মিনিট আগে
মাদারীপুর সদর উপজেলায় অনাদি বিশ্বাস (৩৫) নামের এক শিক্ষককে হাতুড়িপেটা করেছে দুই কিশোর। আজ সোমবার সকালে উপজেলার চরমুগরিয়া মার্চেন্টস উচ্চবিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। কী কারণে শিক্ষকের ওপর হামলা হলো, তা স্পষ্ট নয়।
১৮ মিনিট আগে
চট্টগ্রাম নগরীর আনন্দবাজার এলাকার নালা (ড্রেন) থেকে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পকেটে পাওয়া একটি চাবি থেকে পুলিশ ধারণা করছে, লোকটি অটোরিকশাচালক ছিলেন।
১৯ মিনিট আগে