Ajker Patrika

চুয়াডাঙ্গায় মায়ের মরদেহ দেখে মারা গেলেন ছেলেও

চুয়াডাঙ্গা প্রতিনিধি­
মা-ছেলের মৃত্যুতে হাসপাতালের জরুরি বিভাগের সামনে স্বজন-বন্ধুরা জড়ো হন। ছবি: আজকের পত্রিকা
মা-ছেলের মৃত্যুতে হাসপাতালের জরুরি বিভাগের সামনে স্বজন-বন্ধুরা জড়ো হন। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গা পৌর শহরে হাসপাতালে মায়ের মরদেহ দেখে শোকার্ত ছেলেও মারা গেছেন। চিকিৎসক বলছেন, তাঁদের ধারণা, মায়ের লাশ দেখে ছেলে স্ট্রোক করেছেন। একসঙ্গে মা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত মা-ছেলে হলেন পৌর শহরের বাগানপাড়ার আলাউদ্দীনের স্ত্রী চায়না বেগম (৬৩) ও সাইফুল ইসলাম (৪৫)।  

জানা গেছে, আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বাগানপাড়ায় নিজ এলাকায় হাঁটছিলেন চায়না বেগম। হঠাৎ পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালের মহিলা সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান ছেলে সাইফুল। হাসপাতালে মায়ের লাশ দেখে তিনি হঠাৎ সিঁড়িতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাঁকে জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

কান্নাজড়িত কণ্ঠে সাইফুল ইসলামের স্ত্রী সাদিয়া খাতুন বলেন, ‘আমার শাশুড়ি পাড়ায় হাঁটতে গিয়ে পড়ে মাথায় আঘাত পান। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। হাসপাতালে আনার পরও মাকে বাঁচানো গেল না। এর মধ্যেই আমার স্বামী মাকে দেখে ভেঙে পড়েন। মাকে হারানোর শোক তিনি নিতে পারলেন না। মুহূর্তের মধ্যে তাঁকেও আমরা হারালাম।’  

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জেরিন জেসি বলেন, ‘বিকেল ৫টার দিকে চায়না বেগম জরুরি বিভাগে আসেন। পরিবারের সদস্যরা জানান, তিনি হাঁটতে গিয়ে পড়ে মাথায় আঘাত পান ৷ তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাঁকে পরবর্তী চিকিৎসার জন্য ভর্তি করা হয় ৷ চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৬টায় দিকে তিনি মারা যান। তাঁর ছেলে সাইফুল ইসলামকে আমরা জরুরি বিভাগে মৃত অবস্থায় পেয়েছি। ধারণা করা হচ্ছে, স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে।’

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (অপারেশনস) হোসেন আলী বলেন, ‘মায়ের মৃত্যুর খবরে হাসপাতালে গিয়ে স্ট্রোকে ছেলের মৃত্যু হয়েছে, এমন একটি ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। বিষয়টি পরিপূর্ণভাবে জানতে আমরা কাজ করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থাইল্যান্ডে রাষ্ট্রীয় সফরে ৪০ যৌনকর্মীকে হোটেলে নেন প্রিন্স অ্যান্ড্রু

‘আমি স্কুলে যেতে চাই না’, আত্মহত্যার আগে বলেছিল ৯ বছরের আমাইরা

বিএনপি আলোচনায় বসতে রাজি নয়, জানালেন জামায়াত নেতা

সৌদি আরব থেকে মিসরের পথে সারজিস আলম

মরিচের গুঁড়া ছিটিয়ে ডাকাতির চেষ্টা ব্যর্থ, দোকানদার থেকে ২৫ সেকেন্ডে খেলেন ২০টি চড়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ