রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামে রাউজানের হালদা থেকে আরও একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। আজ বুধবার উপজেলার হালদা নদীর পশ্চিম গুজরা ইউনিয়ন কাগতিয়া খালে ভেসে যাওয়ার সময় মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। এ নিয়ে উপজেলা মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী, এটি ৪৫তম মৃত ডলফিন।
খবর পেয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌ পুলিশের সদস্যরা গিয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেন ও মৃত্যুর কারণ অনুসন্ধান করেন।
উপজেলা সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা আলমগীর আজাদী বলেন, মৃত ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট, প্রস্থ ২৭ ইঞ্চি এবং ওজন প্রায় ১৫ কেজি। ধারণা করা হচ্ছে, কর্ণফুলী নদীর মোহনার দিকে কোথাও ডলফিনটি মারা যেতে পারে। জোয়ারে এটি ভেসে আসে। মৃত্যুর কারণ সম্পর্কে আরও পর্যালোচনা ও অনুসন্ধান করে প্রকৃত কারণ জানা যাবে। পচন শুরু হওয়ায় ডলফিনটিকে মাটিচাপা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এই বিষয়ে হালদা গবেষক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, বুধবার রাউজান উপজেলার হালদা নদীর শাখা কাগতিয়া খালে ভেসে যাওয়ার সময় একটি গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার করা হয়। উদ্ধার মৃত ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট ও ওজন প্রায় ১৫ কেজি। ডলফিনটি পচে যাওয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মৃত ডলফিনটিকে মাটিচাপা দেওয়া হয়। এ নিয়ে হালদা নদী থেকে উদ্ধার করা মৃত ডলফিনের সংখ্যা ৪৪টি।
এর আগে গত সপ্তাহে হালদা নদীর সিপাহি ঘাট থেকে ৪৩তম মৃত ডলফিন উদ্ধার করা হয়; যার দৈর্ঘ্য ছিল ৫০ ইঞ্চি, ওজন ১১ দশমিক ৯ কেজি। এ নিয়ে চলতি মাসে দুটি মৃত ডলফিন উদ্ধার করা হয়; যা হালদা নদীর জলজ বাস্তুতন্ত্রের জন্য উদ্বেগজনক। হালদা নদীর ডলফিন রক্ষায় প্রশাসনের পাশাপাশি সবাইকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামে রাউজানের হালদা থেকে আরও একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। আজ বুধবার উপজেলার হালদা নদীর পশ্চিম গুজরা ইউনিয়ন কাগতিয়া খালে ভেসে যাওয়ার সময় মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। এ নিয়ে উপজেলা মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী, এটি ৪৫তম মৃত ডলফিন।
খবর পেয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌ পুলিশের সদস্যরা গিয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেন ও মৃত্যুর কারণ অনুসন্ধান করেন।
উপজেলা সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা আলমগীর আজাদী বলেন, মৃত ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট, প্রস্থ ২৭ ইঞ্চি এবং ওজন প্রায় ১৫ কেজি। ধারণা করা হচ্ছে, কর্ণফুলী নদীর মোহনার দিকে কোথাও ডলফিনটি মারা যেতে পারে। জোয়ারে এটি ভেসে আসে। মৃত্যুর কারণ সম্পর্কে আরও পর্যালোচনা ও অনুসন্ধান করে প্রকৃত কারণ জানা যাবে। পচন শুরু হওয়ায় ডলফিনটিকে মাটিচাপা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এই বিষয়ে হালদা গবেষক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, বুধবার রাউজান উপজেলার হালদা নদীর শাখা কাগতিয়া খালে ভেসে যাওয়ার সময় একটি গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার করা হয়। উদ্ধার মৃত ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট ও ওজন প্রায় ১৫ কেজি। ডলফিনটি পচে যাওয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মৃত ডলফিনটিকে মাটিচাপা দেওয়া হয়। এ নিয়ে হালদা নদী থেকে উদ্ধার করা মৃত ডলফিনের সংখ্যা ৪৪টি।
এর আগে গত সপ্তাহে হালদা নদীর সিপাহি ঘাট থেকে ৪৩তম মৃত ডলফিন উদ্ধার করা হয়; যার দৈর্ঘ্য ছিল ৫০ ইঞ্চি, ওজন ১১ দশমিক ৯ কেজি। এ নিয়ে চলতি মাসে দুটি মৃত ডলফিন উদ্ধার করা হয়; যা হালদা নদীর জলজ বাস্তুতন্ত্রের জন্য উদ্বেগজনক। হালদা নদীর ডলফিন রক্ষায় প্রশাসনের পাশাপাশি সবাইকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
৬ মিনিট আগে
ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৬ ঘণ্টা আগে