রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামে রাউজানের হালদা থেকে আরও একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। আজ বুধবার উপজেলার হালদা নদীর পশ্চিম গুজরা ইউনিয়ন কাগতিয়া খালে ভেসে যাওয়ার সময় মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। এ নিয়ে উপজেলা মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী, এটি ৪৫তম মৃত ডলফিন।
খবর পেয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌ পুলিশের সদস্যরা গিয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেন ও মৃত্যুর কারণ অনুসন্ধান করেন।
উপজেলা সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা আলমগীর আজাদী বলেন, মৃত ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট, প্রস্থ ২৭ ইঞ্চি এবং ওজন প্রায় ১৫ কেজি। ধারণা করা হচ্ছে, কর্ণফুলী নদীর মোহনার দিকে কোথাও ডলফিনটি মারা যেতে পারে। জোয়ারে এটি ভেসে আসে। মৃত্যুর কারণ সম্পর্কে আরও পর্যালোচনা ও অনুসন্ধান করে প্রকৃত কারণ জানা যাবে। পচন শুরু হওয়ায় ডলফিনটিকে মাটিচাপা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এই বিষয়ে হালদা গবেষক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, বুধবার রাউজান উপজেলার হালদা নদীর শাখা কাগতিয়া খালে ভেসে যাওয়ার সময় একটি গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার করা হয়। উদ্ধার মৃত ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট ও ওজন প্রায় ১৫ কেজি। ডলফিনটি পচে যাওয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মৃত ডলফিনটিকে মাটিচাপা দেওয়া হয়। এ নিয়ে হালদা নদী থেকে উদ্ধার করা মৃত ডলফিনের সংখ্যা ৪৪টি।
এর আগে গত সপ্তাহে হালদা নদীর সিপাহি ঘাট থেকে ৪৩তম মৃত ডলফিন উদ্ধার করা হয়; যার দৈর্ঘ্য ছিল ৫০ ইঞ্চি, ওজন ১১ দশমিক ৯ কেজি। এ নিয়ে চলতি মাসে দুটি মৃত ডলফিন উদ্ধার করা হয়; যা হালদা নদীর জলজ বাস্তুতন্ত্রের জন্য উদ্বেগজনক। হালদা নদীর ডলফিন রক্ষায় প্রশাসনের পাশাপাশি সবাইকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামে রাউজানের হালদা থেকে আরও একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। আজ বুধবার উপজেলার হালদা নদীর পশ্চিম গুজরা ইউনিয়ন কাগতিয়া খালে ভেসে যাওয়ার সময় মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। এ নিয়ে উপজেলা মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী, এটি ৪৫তম মৃত ডলফিন।
খবর পেয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌ পুলিশের সদস্যরা গিয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেন ও মৃত্যুর কারণ অনুসন্ধান করেন।
উপজেলা সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা আলমগীর আজাদী বলেন, মৃত ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট, প্রস্থ ২৭ ইঞ্চি এবং ওজন প্রায় ১৫ কেজি। ধারণা করা হচ্ছে, কর্ণফুলী নদীর মোহনার দিকে কোথাও ডলফিনটি মারা যেতে পারে। জোয়ারে এটি ভেসে আসে। মৃত্যুর কারণ সম্পর্কে আরও পর্যালোচনা ও অনুসন্ধান করে প্রকৃত কারণ জানা যাবে। পচন শুরু হওয়ায় ডলফিনটিকে মাটিচাপা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এই বিষয়ে হালদা গবেষক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, বুধবার রাউজান উপজেলার হালদা নদীর শাখা কাগতিয়া খালে ভেসে যাওয়ার সময় একটি গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার করা হয়। উদ্ধার মৃত ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট ও ওজন প্রায় ১৫ কেজি। ডলফিনটি পচে যাওয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মৃত ডলফিনটিকে মাটিচাপা দেওয়া হয়। এ নিয়ে হালদা নদী থেকে উদ্ধার করা মৃত ডলফিনের সংখ্যা ৪৪টি।
এর আগে গত সপ্তাহে হালদা নদীর সিপাহি ঘাট থেকে ৪৩তম মৃত ডলফিন উদ্ধার করা হয়; যার দৈর্ঘ্য ছিল ৫০ ইঞ্চি, ওজন ১১ দশমিক ৯ কেজি। এ নিয়ে চলতি মাসে দুটি মৃত ডলফিন উদ্ধার করা হয়; যা হালদা নদীর জলজ বাস্তুতন্ত্রের জন্য উদ্বেগজনক। হালদা নদীর ডলফিন রক্ষায় প্রশাসনের পাশাপাশি সবাইকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

গাইবান্ধার সাঘাটায় ট্রেনে কাটা পড়ে মহাসিন আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার বোনারপাড়া স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক নজরুল ইসলামকে (৪৫) ছুরিকাঘাতে খুনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
৩৪ মিনিট আগে
আনন্দের মিলনমেলা মুহূর্তেই পরিণত হলো শোকের পরিবেশে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠানে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের ইসলামী ব্যাংক গাংনী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ইসতিয়াক হাসান। ব্যাংকে কাজ করলেও কৃষির প্রতি তাঁর ভালোবাসা রয়েছে। তাই তিনি চাকরির পাশাপাশি শুরু করেছেন কৃষিকাজ। এক বন্ধুকে দেখে অনুপ্রাণিত হয়ে উপজেলার দেবীপুর গ্রামে দেড় বিঘা জমিতে তিনি লাভজনক ফসল একাঙ্গী চাষ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগে