Ajker Patrika

২৬ মামলার পলাতক আসামি গ্রেপ্তার 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
২৬ মামলার পলাতক আসামি গ্রেপ্তার 

চট্টগ্রামে ২৬ মামলার পরোয়ানা নিয়ে মোহাম্মদ ইলিয়াছ (৪৮) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল বুধবার রাতে নগরীর বন্দর পোর্ট কলোনিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালত কর্তৃক তিন কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকা অর্থদণ্ড ও ছয় বছর ১০ মাসের দন্ডপ্রাপ্ত আসামি। 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তার ইলিয়াছের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৬টি মামলা রয়েছে। এসব মামলায় আদালত তাকে ছয় বছর ১০ মাসের কারাদণ্ড এবং তিন কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। কৌশলে দীর্ঘ ছয় বছর ধরে পালিয়ে ছিল সে। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।’ 

পুলিশ জানায়, গ্রেপ্তার মোহাম্মদ ইলিয়াছ বড় উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় সাজা পরোয়ানা ছয়টি, সিআর পরোয়ানা ১১ টি, কোতোয়ালি থানায় সাজা পরোয়ানা চারটি, চান্দগাঁও থানায় একটি, পটিয়া থানায় সাজা পরোয়ানা একটি, বায়েজিদ থানায় সিআর পরোয়ানা দুইটি, চকবাজার থানায় সিআর পরোয়ানা একটিসহ ২৬টি মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত