চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মীকে গুলি করে আহত করার মামলায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পাটির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। আজ বুধবার বেলা ১১টায় শারীরিক অসুস্থতার কারণে কুমিল্লা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত থেকে তাঁর জামিন আদেশ দেওয়া হয়। এরপর বিকেল ৪টায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আতিকুর রহমান সুমন।
চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, বেলা ১১টায় সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আতাব উল্লাহ সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদের অস্থায়ী জামিন মঞ্জুর করেন। পরে বিকেলে কারাগার থেকে মুক্তিলাভ করেন তিনি।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আতিকুর রহমান সুমন বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ দীর্ঘদিন হৃদ্রোগ ভুগছেন। তাঁর হৃদ্যন্ত্রে ৩টি রিং ও পেসমেকার বসানো রয়েছে। কারাগারে যেকোনো মুহূর্তে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়তে পারেন। ইতিমধ্যে তিনি কারাগারে অসুস্থ হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজধানীর জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রেদোয়ান আহমেদের অসুস্থতার বিষয়টি আমরা বিজ্ঞ আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি। আদালতে আমাদের সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে ড. রেদোয়ান আহমেদের জামিন মঞ্জুর করেছেন।’
এর আগে আরও তিনবার কুমিল্লার আদালতে জামিন আবেদন করেছিলেন ড. রেদোয়ান আহমেদের আইনজীবীরা।
উল্লেখ্য, গত ৯ মে বেলা ৪টায় চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ মমতাজ আহমেদ ভবনে কলেজ ছাত্রলীগ ও পৌর এলডিপি পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। এদিন বেলা ১টার পর থেকে ছাত্রলীগের আয়োজনে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতা-কর্মীরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে শুরু করেন। পরে আড়াইটায় এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ প্রধান ফটকের সামনে গেলে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা তাঁকে বাধা দেন। এ সময় রেদোয়ান আহমেদ গাড়ির জানালা খুলে পরপর দুইটি গুলি করেন। এতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী গুলিবিদ্ধ হন।

ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মীকে গুলি করে আহত করার মামলায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পাটির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। আজ বুধবার বেলা ১১টায় শারীরিক অসুস্থতার কারণে কুমিল্লা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত থেকে তাঁর জামিন আদেশ দেওয়া হয়। এরপর বিকেল ৪টায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আতিকুর রহমান সুমন।
চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, বেলা ১১টায় সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আতাব উল্লাহ সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদের অস্থায়ী জামিন মঞ্জুর করেন। পরে বিকেলে কারাগার থেকে মুক্তিলাভ করেন তিনি।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আতিকুর রহমান সুমন বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ দীর্ঘদিন হৃদ্রোগ ভুগছেন। তাঁর হৃদ্যন্ত্রে ৩টি রিং ও পেসমেকার বসানো রয়েছে। কারাগারে যেকোনো মুহূর্তে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়তে পারেন। ইতিমধ্যে তিনি কারাগারে অসুস্থ হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজধানীর জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রেদোয়ান আহমেদের অসুস্থতার বিষয়টি আমরা বিজ্ঞ আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি। আদালতে আমাদের সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে ড. রেদোয়ান আহমেদের জামিন মঞ্জুর করেছেন।’
এর আগে আরও তিনবার কুমিল্লার আদালতে জামিন আবেদন করেছিলেন ড. রেদোয়ান আহমেদের আইনজীবীরা।
উল্লেখ্য, গত ৯ মে বেলা ৪টায় চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ মমতাজ আহমেদ ভবনে কলেজ ছাত্রলীগ ও পৌর এলডিপি পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। এদিন বেলা ১টার পর থেকে ছাত্রলীগের আয়োজনে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতা-কর্মীরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে শুরু করেন। পরে আড়াইটায় এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ প্রধান ফটকের সামনে গেলে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা তাঁকে বাধা দেন। এ সময় রেদোয়ান আহমেদ গাড়ির জানালা খুলে পরপর দুইটি গুলি করেন। এতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী গুলিবিদ্ধ হন।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ডাকে আজ বেলা পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় এবং ১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৬ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
১২ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
৩১ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে