নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: নগরীর শেরশাহ বাংলাবাজারে ফুটপাতের দোকানপাটে চাঁদা উত্তোলনে জড়িত জান্নাত বেগম ও তাঁর এক সহযোগীকে আটক করেছে র্যাব-৭। তাঁর বিরুদ্ধে স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় দীর্ঘদিন ধরে এলাকার ফুটপাতের একটি অংশ নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।
আজ মঙ্গলবার র্যাবের সহকারী পরিচালক মো. নুরুল আবছার আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্ত নারীরা স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের নাম ব্যবহার করে ফুটপাতের বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী ও পরিবহন থেকে চাঁদা আদায় করত। এ ধরনের সংবাদ পেয়ে র্যাব অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছে। এ সময় তাঁদের কাছ থেকে চাঁদার ১২০০ টাকা জব্দ করা হয়েছে।
আটককৃত জান্নাত কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা। তাঁর স্বামী মৃত আব্দুল মতিন পুলিশে কর্মরত ছিলেন। তাঁর সহযোগী একই এলাকার মৃত ফরিদ মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (৪০)।
র্যাব কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ওই দুই নারী ফুটপাত থেকে চাঁদা আদায়ের বিষয়টি আমাদের কাছে স্বীকার করেছেন।
জানা যায়, বায়েজিদ থানাধীন শেরশাহ বাংলাবাজার ফুটপাতের সড়ক দখল করে দোকান বসিয়ে চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের। বিভিন্ন সময় বিভিন্ন সিন্ডিকেট এ ফুটপাতের বাজার নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত ছিল। গত বছরের শেষ নাগাদ ওই এলাকায় বড় উচ্ছেদ অভিযান চালায় চট্টগ্রাম সিটি করপোরেশন। এ উচ্ছেদ অভিযান শেষে আবারও বেদখল হয় ফুটপাতগুলো।
ফুটপাতের ব্যবসার সঙ্গে জড়িত কয়েকজন জানান, মহিলা আইনশৃঙ্খলা কমিটির সভানেত্রী ও পুলিশের স্ত্রী পরিচয় দিয়ে জান্নাত বাংলাবাজারে বিভিন্ন ফুটপাত ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে থাকেন।
বাংলাবাজারে চাঁদা তোলার দায়িত্বে থাকা হানিফ ও মানিক ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার পর ওই নারীর হাতে তুলে দেয়। পরবর্তীতে সেখান থেকে পুলিশসহ বিভিন্ন জায়গায় ভাগ যায়।
এর আগে গত বছর জুলাইয়ে বাংলাবাজার মোড়ে সরকারি জায়গা দখল করে মহিলা আইন শৃঙ্খলা কমিটি নামে অভিযুক্ত ওই নারীর অফিস ভেঙে দিয়েছিল সিটি করপোরেশন। তবে ভেঙে দেওয়ার দু’দিন পর আবারও সেখানে অফিস তৈরি করে ফুটপাতের চাঁদা নিয়ন্ত্রণ করে আসছেন ওই নারীসহ সিন্ডিকেটের লোকজন।

চট্টগ্রাম: নগরীর শেরশাহ বাংলাবাজারে ফুটপাতের দোকানপাটে চাঁদা উত্তোলনে জড়িত জান্নাত বেগম ও তাঁর এক সহযোগীকে আটক করেছে র্যাব-৭। তাঁর বিরুদ্ধে স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় দীর্ঘদিন ধরে এলাকার ফুটপাতের একটি অংশ নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।
আজ মঙ্গলবার র্যাবের সহকারী পরিচালক মো. নুরুল আবছার আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্ত নারীরা স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের নাম ব্যবহার করে ফুটপাতের বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী ও পরিবহন থেকে চাঁদা আদায় করত। এ ধরনের সংবাদ পেয়ে র্যাব অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছে। এ সময় তাঁদের কাছ থেকে চাঁদার ১২০০ টাকা জব্দ করা হয়েছে।
আটককৃত জান্নাত কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা। তাঁর স্বামী মৃত আব্দুল মতিন পুলিশে কর্মরত ছিলেন। তাঁর সহযোগী একই এলাকার মৃত ফরিদ মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (৪০)।
র্যাব কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ওই দুই নারী ফুটপাত থেকে চাঁদা আদায়ের বিষয়টি আমাদের কাছে স্বীকার করেছেন।
জানা যায়, বায়েজিদ থানাধীন শেরশাহ বাংলাবাজার ফুটপাতের সড়ক দখল করে দোকান বসিয়ে চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের। বিভিন্ন সময় বিভিন্ন সিন্ডিকেট এ ফুটপাতের বাজার নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত ছিল। গত বছরের শেষ নাগাদ ওই এলাকায় বড় উচ্ছেদ অভিযান চালায় চট্টগ্রাম সিটি করপোরেশন। এ উচ্ছেদ অভিযান শেষে আবারও বেদখল হয় ফুটপাতগুলো।
ফুটপাতের ব্যবসার সঙ্গে জড়িত কয়েকজন জানান, মহিলা আইনশৃঙ্খলা কমিটির সভানেত্রী ও পুলিশের স্ত্রী পরিচয় দিয়ে জান্নাত বাংলাবাজারে বিভিন্ন ফুটপাত ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে থাকেন।
বাংলাবাজারে চাঁদা তোলার দায়িত্বে থাকা হানিফ ও মানিক ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার পর ওই নারীর হাতে তুলে দেয়। পরবর্তীতে সেখান থেকে পুলিশসহ বিভিন্ন জায়গায় ভাগ যায়।
এর আগে গত বছর জুলাইয়ে বাংলাবাজার মোড়ে সরকারি জায়গা দখল করে মহিলা আইন শৃঙ্খলা কমিটি নামে অভিযুক্ত ওই নারীর অফিস ভেঙে দিয়েছিল সিটি করপোরেশন। তবে ভেঙে দেওয়ার দু’দিন পর আবারও সেখানে অফিস তৈরি করে ফুটপাতের চাঁদা নিয়ন্ত্রণ করে আসছেন ওই নারীসহ সিন্ডিকেটের লোকজন।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৩ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৪ ঘণ্টা আগে