Ajker Patrika

নোবিপ্রবিতে দু পক্ষের সংঘর্ষে আহত ৪

নোয়াখালী প্রতিনিধি
নোবিপ্রবিতে দু পক্ষের সংঘর্ষে আহত ৪

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আব্দুস সালাম হল। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি করা হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে সংঘর্ষ শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের মধ্যে প্রলেক্স বড়–য়া ও স্বাধীন নামের দুই শিক্ষার্থীকে রাত সোয়া ১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন সহপাঠীরা। পরে ভোরে তাঁরা হাসপাতাল থেকে চলে যান বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

একাধিক সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আব্দুস সালাম হলের গণ রুমে গাঁজা সেবন করেন বিশ্ববিদ্যালয় সমাজ কর্ম বিভাগের ২০২০-২১ বর্ষের এক শিক্ষার্থী। গাঁজা সেবনের খবর বান্ধবী জানতে পারায় ক্ষিপ্ত হন তিনি। বান্ধবীকে এ তথ্য জানানোর ঘটনায় সে সন্দেহ করে একই বর্ষের ইংরেজি বিভাগের আরেক শিক্ষার্থীকে হল থেকে ডেকে ত্রি-ধর্মী উপাসনালয়ে নিয়ে মারধর করেন। এ সময় সিনিয়র এগিয়ে গেলে তাঁদের ওপর চড়াও হন সমাজ কর্ম বিভাগের ওই শিক্ষার্থী। ঘটনাটি মুহূর্তে ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ওই দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। 

খবর পেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তাঁদের হলে পাঠিয়ে দিলে তাঁরা সালাম হলের দরজা ভাঙচুর করেন। 

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, রাতে দুপক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক ১০টি লাভজনক কোম্পানি শেয়ারবাজারে আনার সিদ্ধান্ত

জকসুতে ভিপি, জিএস ও এজিএস হলেন শিবির-সমর্থিত প্রার্থীরা

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া

জাতীয় সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৫০১ জন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত