নোয়াখালী প্রতিনিধি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আব্দুস সালাম হল। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি করা হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে সংঘর্ষ শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের মধ্যে প্রলেক্স বড়–য়া ও স্বাধীন নামের দুই শিক্ষার্থীকে রাত সোয়া ১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন সহপাঠীরা। পরে ভোরে তাঁরা হাসপাতাল থেকে চলে যান বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
একাধিক সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আব্দুস সালাম হলের গণ রুমে গাঁজা সেবন করেন বিশ্ববিদ্যালয় সমাজ কর্ম বিভাগের ২০২০-২১ বর্ষের এক শিক্ষার্থী। গাঁজা সেবনের খবর বান্ধবী জানতে পারায় ক্ষিপ্ত হন তিনি। বান্ধবীকে এ তথ্য জানানোর ঘটনায় সে সন্দেহ করে একই বর্ষের ইংরেজি বিভাগের আরেক শিক্ষার্থীকে হল থেকে ডেকে ত্রি-ধর্মী উপাসনালয়ে নিয়ে মারধর করেন। এ সময় সিনিয়র এগিয়ে গেলে তাঁদের ওপর চড়াও হন সমাজ কর্ম বিভাগের ওই শিক্ষার্থী। ঘটনাটি মুহূর্তে ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ওই দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তাঁদের হলে পাঠিয়ে দিলে তাঁরা সালাম হলের দরজা ভাঙচুর করেন।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, রাতে দুপক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আব্দুস সালাম হল। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি করা হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে সংঘর্ষ শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের মধ্যে প্রলেক্স বড়–য়া ও স্বাধীন নামের দুই শিক্ষার্থীকে রাত সোয়া ১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন সহপাঠীরা। পরে ভোরে তাঁরা হাসপাতাল থেকে চলে যান বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
একাধিক সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আব্দুস সালাম হলের গণ রুমে গাঁজা সেবন করেন বিশ্ববিদ্যালয় সমাজ কর্ম বিভাগের ২০২০-২১ বর্ষের এক শিক্ষার্থী। গাঁজা সেবনের খবর বান্ধবী জানতে পারায় ক্ষিপ্ত হন তিনি। বান্ধবীকে এ তথ্য জানানোর ঘটনায় সে সন্দেহ করে একই বর্ষের ইংরেজি বিভাগের আরেক শিক্ষার্থীকে হল থেকে ডেকে ত্রি-ধর্মী উপাসনালয়ে নিয়ে মারধর করেন। এ সময় সিনিয়র এগিয়ে গেলে তাঁদের ওপর চড়াও হন সমাজ কর্ম বিভাগের ওই শিক্ষার্থী। ঘটনাটি মুহূর্তে ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ওই দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তাঁদের হলে পাঠিয়ে দিলে তাঁরা সালাম হলের দরজা ভাঙচুর করেন।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, রাতে দুপক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার নির্দেশদাতা ইয়াছিন আরাফাতকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
১৯ মিনিট আগে
শীতে মৌলভীবাজারে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। শ্রীমঙ্গলে আজ তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার এই জেলায় বেশি শীত পড়েছে। দিন কিংবা রাতে ঘন কুয়াশায় ঢাকা থাকে এই অঞ্চল। কিছুদিন ধরে বেশির ভাগ সময় কুয়াশার আড়ালে সূর্যের দেখা মেলে না।
৪৩ মিনিট আগে
ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলাঘেঁষা ভারতের ত্রিপুরা রাজ্য। সীমান্তবর্তী গ্রামগুলোয় দীর্ঘদিন ধরে অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির সিম কার্ড। শুধু সীমান্তে নয়, এমন সিমের ব্যবহারের প্রমাণ মিলেছে খোদ ফেনী শহরেও; যা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে...
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি নির্বাচনের খরচের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের থেকে তিন দিনে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা পেয়েছেন।
২ ঘণ্টা আগে