নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের বিভিন্ন বাসাবাড়ি ও শিল্প কারখানায় গ্যাস সরবরাহ শুরু করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। তবে চাপ কম। গ্যাস সরবরাহ পুরো স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে জানানো হয়েছে।
আজ সোমবার সকাল ৮ থেকে বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস সরবরাহ শুরু করে কেজিডিসিএল কর্তৃপক্ষ। এর আগে ঘূর্ণিঝড় মোখার কারণে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গত শুক্রবার ( ১২ মে) রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।
কেজিডিসিএল এর মহাব্যবস্থাপক (বিপণন-দক্ষিণ) প্রকৌশলী আমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আমরা সকাল ৮টা থেকে লাইনে গ্যাস সরবরাহ শুরু করেছি। ধীরে ধীরে বিভিন্ন বাসাবাড়িতে এখন গ্যাস যাচ্ছে। গ্যাসের চাপ কম থাকলেও যা পাওয়া যাচ্ছে তা দিয়ে প্রয়োজনীয় রান্না সাড়া যাচ্ছে। তবে সন্ধ্যার পর চট্টগ্রাম নগরীর বাসাবাড়িতে গ্যাস সরবরাহ আগের মতো পুরোপুরি স্বাভাবিক হবে।
কিছু কিছু শিল্পপ্রতিষ্ঠানেও গ্যাস সরবরাহ শুরু হয়েছে। তবে সব শিল্পপ্রতিষ্ঠানে পুরোপুরি গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আরও সময় লাগবে।
আমিনুর রহমান আরও বলেন, গ্যাস না থাকায় পাইপলাইন ফাঁকা ছিল। তাই পাইপলাইনে গ্যাসপূর্ণ হতে সময় লাগছে। এতে গ্রাহকেরা এখনো পুরোপুরি গ্যাস পাচ্ছেন না। এটা ধীরে ধীরে ফিলাপ হয়ে গেলে গ্যাসের চাপ বেড়ে যাবে।
চট্টগ্রাম ডিসি রোডের বাসিন্দা গৃহিণী তাহমিনা শারমিন আজকের পত্রিকাকে বলেন, দুপুরের পর লাইনে গ্যাস আসা শুরু হয়। তবে গ্যাসের চাপ কম।
ঘূর্ণিঝড় মোখার কারণে মহেশখালীতে সাগরে ভাসমান দুটি এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। এর প্রেক্ষিতে গত শুক্রবার (১২ মে) রাত থেকে চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন বাসা-বাড়ি ও শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। পরদিন কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে ১৯ মে পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানায়।
গ্যাস না থাকায় গত দুদিন ধরে বিভিন্ন বাসা-বাড়ি, হোটেল, রেস্টুরেন্টে রান্নাবান্না বন্ধ থাকে। বাইরে থেকে খাবার কিনে নগরবাসীকে খেতে হয়েছে। অনেকেই বিকল্প হিসেবে কেরোসিনের চুলা ও সিলিন্ডারজাত গ্যাস বাসায় নিয়ে রান্নাবান্নার কাজ সেড়েছেন।
সিএনজি ফিলিং স্টেশন ও শিল্পপ্রতিষ্ঠানগুলোয়ও গ্যাস সরবরাহ বন্ধ থাকায় কারখানায় উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি সিএনজিচালিত যানবাহনের সংখ্যাও কমে যায়।

চট্টগ্রাম নগরের বিভিন্ন বাসাবাড়ি ও শিল্প কারখানায় গ্যাস সরবরাহ শুরু করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। তবে চাপ কম। গ্যাস সরবরাহ পুরো স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে জানানো হয়েছে।
আজ সোমবার সকাল ৮ থেকে বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস সরবরাহ শুরু করে কেজিডিসিএল কর্তৃপক্ষ। এর আগে ঘূর্ণিঝড় মোখার কারণে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গত শুক্রবার ( ১২ মে) রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।
কেজিডিসিএল এর মহাব্যবস্থাপক (বিপণন-দক্ষিণ) প্রকৌশলী আমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আমরা সকাল ৮টা থেকে লাইনে গ্যাস সরবরাহ শুরু করেছি। ধীরে ধীরে বিভিন্ন বাসাবাড়িতে এখন গ্যাস যাচ্ছে। গ্যাসের চাপ কম থাকলেও যা পাওয়া যাচ্ছে তা দিয়ে প্রয়োজনীয় রান্না সাড়া যাচ্ছে। তবে সন্ধ্যার পর চট্টগ্রাম নগরীর বাসাবাড়িতে গ্যাস সরবরাহ আগের মতো পুরোপুরি স্বাভাবিক হবে।
কিছু কিছু শিল্পপ্রতিষ্ঠানেও গ্যাস সরবরাহ শুরু হয়েছে। তবে সব শিল্পপ্রতিষ্ঠানে পুরোপুরি গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আরও সময় লাগবে।
আমিনুর রহমান আরও বলেন, গ্যাস না থাকায় পাইপলাইন ফাঁকা ছিল। তাই পাইপলাইনে গ্যাসপূর্ণ হতে সময় লাগছে। এতে গ্রাহকেরা এখনো পুরোপুরি গ্যাস পাচ্ছেন না। এটা ধীরে ধীরে ফিলাপ হয়ে গেলে গ্যাসের চাপ বেড়ে যাবে।
চট্টগ্রাম ডিসি রোডের বাসিন্দা গৃহিণী তাহমিনা শারমিন আজকের পত্রিকাকে বলেন, দুপুরের পর লাইনে গ্যাস আসা শুরু হয়। তবে গ্যাসের চাপ কম।
ঘূর্ণিঝড় মোখার কারণে মহেশখালীতে সাগরে ভাসমান দুটি এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। এর প্রেক্ষিতে গত শুক্রবার (১২ মে) রাত থেকে চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন বাসা-বাড়ি ও শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। পরদিন কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে ১৯ মে পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানায়।
গ্যাস না থাকায় গত দুদিন ধরে বিভিন্ন বাসা-বাড়ি, হোটেল, রেস্টুরেন্টে রান্নাবান্না বন্ধ থাকে। বাইরে থেকে খাবার কিনে নগরবাসীকে খেতে হয়েছে। অনেকেই বিকল্প হিসেবে কেরোসিনের চুলা ও সিলিন্ডারজাত গ্যাস বাসায় নিয়ে রান্নাবান্নার কাজ সেড়েছেন।
সিএনজি ফিলিং স্টেশন ও শিল্পপ্রতিষ্ঠানগুলোয়ও গ্যাস সরবরাহ বন্ধ থাকায় কারখানায় উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি সিএনজিচালিত যানবাহনের সংখ্যাও কমে যায়।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৪০ মিনিট আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
২ ঘণ্টা আগে