নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরে জমে উঠেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। একদিকে আওয়ামী লীগ ৭ জানুয়ারি ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ করছে, অন্যদিকে বিএনপি প্রচারপত্র (লিফলেট) বিলি করে ভোট বর্জনের জন্য ভোটারদের অনুরোধ করছে।
নগর নিয়ে গঠিত চট্টগ্রাম-৮, চট্টগ্রাম-৯ ও চট্টগ্রাম-১১—এই তিন সংসদীয় আসনে আওয়ামী লীগ ও বিএনপির ভোটের পক্ষে-বিপক্ষে এমন প্রচার চলছে।
ভোটাররা অবশ্যই সব পক্ষকে আশ্বস্ত করছেন। অর্থাৎ নৌকার পক্ষের লোকজনের কাছে বলছেন, তাঁরা গিয়ে ভোট দেবেন। আর বিএনপিকে বলছেন, অগ্রহণযোগ্য এমন নির্বাচনে কেন ভোটকেন্দ্রে যাবেন?
চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এই আসন চকবাজার-বাকলিয়া-কোতোয়ালি নিয়ে গঠিত। গতকাল বৃহস্পতিবার বাকলিয়া ১৮ নম্বর ওয়ার্ডের হাসনা হেনা স্কুলের সামনে নৌকার পক্ষে প্রচার চালান ফজলে রাব্বি সুজন।
চট্টগ্রাম-৮ আসনে নৌকার কোনো প্রার্থী নেই। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। গতকাল বৃহস্পতিবার আবদুচ ছালামের পক্ষে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার প্রচার চালান চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।
অন্যদিকে ঠিক বিপরীত অবস্থান বিএনপির। ১০ দিন ধরে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষকে ভোট বর্জনের আহ্বান জানাচ্ছেন দলটির নেতা-কর্মীরা। গতকালও বিএনপির পক্ষ থেকে নগরের বিভিন্ন এলাকায় ভোট বর্জনের প্রচার চালানো হয়। চট্টগ্রামের কোতোয়ালির বিআরটিসি স্টেশন রোডের ফলমন্ডি এলাকায় ভোট বর্জনের প্রচার চালান মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।
ডা. শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এই নির্বাচন শুধু বাংলাদেশের জনগণ নয়, গণতান্ত্রিক বিশ্বও প্রত্যাখ্যান করেছে।’
নগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর বলেন, ‘বর্তমান সরকার বিনা ভোটের সরকার। জনগণের প্রতি তাদের কোনো আস্থা নেই। সাধারণ জনগণ ভোট বর্জনে সাড়া দিয়েছে।’
সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সাধারণ সম্পাদক আখতার কবির চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের জন্য এই নির্বাচন অগ্নিপরীক্ষা। কারণ, ভোটার উপস্থিতি তাদের দেখাতে হবে। এ জন্য ভোটারদের ভোটকেন্দ্রে নিতে জোর প্রচেষ্টা চালাচ্ছে তারা। অন্যদিকে বিএনপির পক্ষে ভোট বর্জনে সাড়া দিলে বিএনপির লাভ। তারা তখন বিশ্বের কাছে বিষয়টি দেখাতে পারবে।’

চট্টগ্রাম নগরে জমে উঠেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। একদিকে আওয়ামী লীগ ৭ জানুয়ারি ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ করছে, অন্যদিকে বিএনপি প্রচারপত্র (লিফলেট) বিলি করে ভোট বর্জনের জন্য ভোটারদের অনুরোধ করছে।
নগর নিয়ে গঠিত চট্টগ্রাম-৮, চট্টগ্রাম-৯ ও চট্টগ্রাম-১১—এই তিন সংসদীয় আসনে আওয়ামী লীগ ও বিএনপির ভোটের পক্ষে-বিপক্ষে এমন প্রচার চলছে।
ভোটাররা অবশ্যই সব পক্ষকে আশ্বস্ত করছেন। অর্থাৎ নৌকার পক্ষের লোকজনের কাছে বলছেন, তাঁরা গিয়ে ভোট দেবেন। আর বিএনপিকে বলছেন, অগ্রহণযোগ্য এমন নির্বাচনে কেন ভোটকেন্দ্রে যাবেন?
চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এই আসন চকবাজার-বাকলিয়া-কোতোয়ালি নিয়ে গঠিত। গতকাল বৃহস্পতিবার বাকলিয়া ১৮ নম্বর ওয়ার্ডের হাসনা হেনা স্কুলের সামনে নৌকার পক্ষে প্রচার চালান ফজলে রাব্বি সুজন।
চট্টগ্রাম-৮ আসনে নৌকার কোনো প্রার্থী নেই। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। গতকাল বৃহস্পতিবার আবদুচ ছালামের পক্ষে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার প্রচার চালান চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।
অন্যদিকে ঠিক বিপরীত অবস্থান বিএনপির। ১০ দিন ধরে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষকে ভোট বর্জনের আহ্বান জানাচ্ছেন দলটির নেতা-কর্মীরা। গতকালও বিএনপির পক্ষ থেকে নগরের বিভিন্ন এলাকায় ভোট বর্জনের প্রচার চালানো হয়। চট্টগ্রামের কোতোয়ালির বিআরটিসি স্টেশন রোডের ফলমন্ডি এলাকায় ভোট বর্জনের প্রচার চালান মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।
ডা. শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এই নির্বাচন শুধু বাংলাদেশের জনগণ নয়, গণতান্ত্রিক বিশ্বও প্রত্যাখ্যান করেছে।’
নগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর বলেন, ‘বর্তমান সরকার বিনা ভোটের সরকার। জনগণের প্রতি তাদের কোনো আস্থা নেই। সাধারণ জনগণ ভোট বর্জনে সাড়া দিয়েছে।’
সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সাধারণ সম্পাদক আখতার কবির চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের জন্য এই নির্বাচন অগ্নিপরীক্ষা। কারণ, ভোটার উপস্থিতি তাদের দেখাতে হবে। এ জন্য ভোটারদের ভোটকেন্দ্রে নিতে জোর প্রচেষ্টা চালাচ্ছে তারা। অন্যদিকে বিএনপির পক্ষে ভোট বর্জনে সাড়া দিলে বিএনপির লাভ। তারা তখন বিশ্বের কাছে বিষয়টি দেখাতে পারবে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে