সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর পথে সেতারা বেগম (৩০) নামের এক রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার সন্ধ্যায় চর মোজাম্মেল ঘাট থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
এ সময় সেতারা বেগমের মা নূর বাহারকে (৬০) আটক করেছে চরজব্বার থানা-পুলিশ।
মৃত সেতারা বেগম ভাসানচর ১০ নম্বর ক্লাস্টারের ১৩ নম্বর কক্ষের নূর মোহাম্মদের মেয়ে। আটককৃত নূর বাহার একই ক্লাস্টারের নূর মোহাম্মদের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার বিকেলে সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের চর মোজ্জামেল ঘাটে রোহিঙ্গা নারী নূর বাহার ও তাঁর মেয়ে সেতারা বেগমকে দেখতে পায় স্থানীয়রা। পরে উপস্থিত লোকজন সেতারাকে জ্বরে কাঁপতে দেখে অটোরিকশা যোগে তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। পথে চর নোমান এলাকা পৌঁছালে স্থানীয় এক পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুবর্ণচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, মৃত সেতারা বেগমের মায়ের দেওয়া তথ্যমতে গত ২০-২৫ দিন ধরে জ্বরে আক্রান্ত ছিল সেতারা। এরই মধ্যে গত ৩-৪ দিন আগে দালালের মাধ্যমে ভাসানচর থেকে পালিয়ে কুতুপালং যাওয়ার উদ্দেশে মাছ ধরার নৌকা যোগে পালিয়ে আসে তারা। গতকাল শনিবার রাতের কোনো একসময় তাদের কৌশলে সুবর্ণচরের মোহাম্মদপুরের চর মোজাম্মেল গ্রামের ঘাটে নামিয়ে দিয়ে যায় দালালেরা। পরে সেখানে আরও অসুস্থ হয়ে পড়লে রোববার বিকেলে হাসপাতালে আনার পথে তাঁর মৃত্যু হয়।
মো. জিয়াউল হক বলেন, ঘটনায় ভাসানচর আশ্রয়ণ প্রকল্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর পথে সেতারা বেগম (৩০) নামের এক রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার সন্ধ্যায় চর মোজাম্মেল ঘাট থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
এ সময় সেতারা বেগমের মা নূর বাহারকে (৬০) আটক করেছে চরজব্বার থানা-পুলিশ।
মৃত সেতারা বেগম ভাসানচর ১০ নম্বর ক্লাস্টারের ১৩ নম্বর কক্ষের নূর মোহাম্মদের মেয়ে। আটককৃত নূর বাহার একই ক্লাস্টারের নূর মোহাম্মদের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার বিকেলে সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের চর মোজ্জামেল ঘাটে রোহিঙ্গা নারী নূর বাহার ও তাঁর মেয়ে সেতারা বেগমকে দেখতে পায় স্থানীয়রা। পরে উপস্থিত লোকজন সেতারাকে জ্বরে কাঁপতে দেখে অটোরিকশা যোগে তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। পথে চর নোমান এলাকা পৌঁছালে স্থানীয় এক পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুবর্ণচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, মৃত সেতারা বেগমের মায়ের দেওয়া তথ্যমতে গত ২০-২৫ দিন ধরে জ্বরে আক্রান্ত ছিল সেতারা। এরই মধ্যে গত ৩-৪ দিন আগে দালালের মাধ্যমে ভাসানচর থেকে পালিয়ে কুতুপালং যাওয়ার উদ্দেশে মাছ ধরার নৌকা যোগে পালিয়ে আসে তারা। গতকাল শনিবার রাতের কোনো একসময় তাদের কৌশলে সুবর্ণচরের মোহাম্মদপুরের চর মোজাম্মেল গ্রামের ঘাটে নামিয়ে দিয়ে যায় দালালেরা। পরে সেখানে আরও অসুস্থ হয়ে পড়লে রোববার বিকেলে হাসপাতালে আনার পথে তাঁর মৃত্যু হয়।
মো. জিয়াউল হক বলেন, ঘটনায় ভাসানচর আশ্রয়ণ প্রকল্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিরসরাইয়ে লরির ধাক্কায় হুমায়ুন কবির (২৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
মব সৃষ্টি করে তিন পুলিশ সদস্যকে হেনস্তার অভিযোগে বগুড়ার ধুনটে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশের জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল সোমবার রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে।
১০ মিনিট আগে
মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল মন্নান। কিন্তু এই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের আহমদ বেলালকে সম্প্রতি মনোনীত করা হয়েছে। আর তাই ফুঁসে উঠেছেন এলাকাবাসী।
২৩ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রোহিঙ্গাদের অন্তত ৪৫০টি বসতঘর, লার্নিং সেন্টার, মসজিদ, মক্তবসহ অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে