নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে দ্রুতগামী বাসের ধাক্কায় শিল্প পুলিশদের বহনকারী একটি পিকআপ ভ্যান উল্টে ১৩ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ৯টায় পাহাড়তলী থানাধীন সাগরিকা মোড়ে পুলিশ বক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন, শামীম হোসেন (২২), রিমি (২২), জসিম (২৩), মানিক (২৪), সজিব (২১), সালাউদ্দিন (২২), সৈকত (২২), মাহাবুবুল (২৬), জসিম (২৩), জান্নাত (২২), রুম্পা (২১), উইনপ্রু (২২) ও মাসুদ (২৩)। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান শনিবার আজকের পত্রিকাকে বলেন, পুলিশের পিকআপ ভ্যানটি সাগরিকা মোড় অতিক্রম করছিল। এমন সময় অলঙ্কারগামী ১১ নম্বর রুটের একটি দ্রুতগামী বাস পিকআপ ভ্যানের মাঝ বরাবর ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি উল্টে যায়। এই ঘটনায় ১৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাঁদের রক্ত দিতে হয়েছে।
নাজমুল হাসান জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন।
চট্টগ্রাম শিল্প পুলিশের উপপরিদর্শক মনির আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘সাগরিকায় আমাদের নতুন একটি পুলিশ লাইন হয়েছে। সেখানে প্রশিক্ষণ শেষে একটি পিকআপ ভ্যানে পুলিশ সদস্যরা খুলশী লাইনের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন। সাগরিকা মোড়ে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। এতে ১৬ জন আহত হন। এদের মধ্যে ১৩ জনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

চট্টগ্রামে দ্রুতগামী বাসের ধাক্কায় শিল্প পুলিশদের বহনকারী একটি পিকআপ ভ্যান উল্টে ১৩ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ৯টায় পাহাড়তলী থানাধীন সাগরিকা মোড়ে পুলিশ বক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন, শামীম হোসেন (২২), রিমি (২২), জসিম (২৩), মানিক (২৪), সজিব (২১), সালাউদ্দিন (২২), সৈকত (২২), মাহাবুবুল (২৬), জসিম (২৩), জান্নাত (২২), রুম্পা (২১), উইনপ্রু (২২) ও মাসুদ (২৩)। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান শনিবার আজকের পত্রিকাকে বলেন, পুলিশের পিকআপ ভ্যানটি সাগরিকা মোড় অতিক্রম করছিল। এমন সময় অলঙ্কারগামী ১১ নম্বর রুটের একটি দ্রুতগামী বাস পিকআপ ভ্যানের মাঝ বরাবর ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি উল্টে যায়। এই ঘটনায় ১৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাঁদের রক্ত দিতে হয়েছে।
নাজমুল হাসান জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন।
চট্টগ্রাম শিল্প পুলিশের উপপরিদর্শক মনির আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘সাগরিকায় আমাদের নতুন একটি পুলিশ লাইন হয়েছে। সেখানে প্রশিক্ষণ শেষে একটি পিকআপ ভ্যানে পুলিশ সদস্যরা খুলশী লাইনের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন। সাগরিকা মোড়ে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। এতে ১৬ জন আহত হন। এদের মধ্যে ১৩ জনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
৬ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘শিশুটির অবস্থা গুরুতর। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গুলি তার মুখের এক পাশ দিয়ে ঢুকে মস্তিষ্কে প্রবেশ করেছে।’
২৪ মিনিট আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুবেল আনসারকে দুই বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ২৩৪তম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়ার পর রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রে
৩৪ মিনিট আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নাঘর স্থাপনসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার ঘটনায় দুই সিনিয়র স্টাফ নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব....
৩৯ মিনিট আগে