নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে মাঠে নেমেছে পরিবহন শ্রমিকেরা। আজ শনিবার নগরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে সিএনজি অটোরিকশাও চলতে দেননি তাঁরা। ফলে অফিসগামীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
টাইগারপাস মোড়ে দেখা যায়, বাস শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছেন। ওই সড়ক দিয়ে যেসব সিএনজি অটোরিকশা গেছে, সবই আটকে দেন। কোনো কোনো অটোরিকশার চাবিও কেড়ে নেওয়া হয়।
এদিকে বাস ছাড়া, যেসব পরিবহন চলাচল করেছে, তাঁরা যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করেছে। সিএনজি অটোরিকশায় আগে যে গন্তব্যে যেতে ১০০ টাকা ভাড়া ছিল, তা এদিন ২০০ টাকা ছিল। রিকশা ভাড়াও ছিল দ্বিগুণ।
কাজীর দেউড়ি থেকে আগ্রাবাদ যেতে এক ঘণ্টার মতো অপেক্ষা করছিলেন বেসরকারি চাকরিজীবী শামিম হোসেন। দ্বিগুণ টাকা দিয়েও সিএনজি অটোরিকশা পারছিলেন না। পরে রিকশা করে ৮০ টাকার ভাড়া, ১৫০ টাকায় যেতে হয় তাঁকে।
ক্ষোভ নিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, দিন দিন বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। সবকিছুর দামতো বাড়লই সঙ্গে পানির দামও বাড়িয়েছে। খেয়ে না খেয়ে বেঁচে থাকা ছাড়া কোনো উপায় নেই। রাষ্ট্র ঠিক না থাকলে, প্রত্যেকটা সেক্টর এ রকমই তো হবে।
চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম বলেন, রোববার থেকে বাস চলাচলের কোনো সিদ্ধান্ত হয়নি। বাস মালিকেরা বাস চালাচ্ছে না। তাই সরকারের কাছে আহ্বান তেলের দাম স্বাভাবিক রাখুন।
কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, টাইগারপাস মোড়ে পরিবহন শ্রমিকেরা দেড় ঘণ্টা মতো অবরোধ করে রাখেন। পরে বুঝিয়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে মাঠে নেমেছে পরিবহন শ্রমিকেরা। আজ শনিবার নগরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে সিএনজি অটোরিকশাও চলতে দেননি তাঁরা। ফলে অফিসগামীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
টাইগারপাস মোড়ে দেখা যায়, বাস শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছেন। ওই সড়ক দিয়ে যেসব সিএনজি অটোরিকশা গেছে, সবই আটকে দেন। কোনো কোনো অটোরিকশার চাবিও কেড়ে নেওয়া হয়।
এদিকে বাস ছাড়া, যেসব পরিবহন চলাচল করেছে, তাঁরা যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করেছে। সিএনজি অটোরিকশায় আগে যে গন্তব্যে যেতে ১০০ টাকা ভাড়া ছিল, তা এদিন ২০০ টাকা ছিল। রিকশা ভাড়াও ছিল দ্বিগুণ।
কাজীর দেউড়ি থেকে আগ্রাবাদ যেতে এক ঘণ্টার মতো অপেক্ষা করছিলেন বেসরকারি চাকরিজীবী শামিম হোসেন। দ্বিগুণ টাকা দিয়েও সিএনজি অটোরিকশা পারছিলেন না। পরে রিকশা করে ৮০ টাকার ভাড়া, ১৫০ টাকায় যেতে হয় তাঁকে।
ক্ষোভ নিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, দিন দিন বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। সবকিছুর দামতো বাড়লই সঙ্গে পানির দামও বাড়িয়েছে। খেয়ে না খেয়ে বেঁচে থাকা ছাড়া কোনো উপায় নেই। রাষ্ট্র ঠিক না থাকলে, প্রত্যেকটা সেক্টর এ রকমই তো হবে।
চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম বলেন, রোববার থেকে বাস চলাচলের কোনো সিদ্ধান্ত হয়নি। বাস মালিকেরা বাস চালাচ্ছে না। তাই সরকারের কাছে আহ্বান তেলের দাম স্বাভাবিক রাখুন।
কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, টাইগারপাস মোড়ে পরিবহন শ্রমিকেরা দেড় ঘণ্টা মতো অবরোধ করে রাখেন। পরে বুঝিয়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
১ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
২ ঘণ্টা আগে