নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে মাঠে নেমেছে পরিবহন শ্রমিকেরা। আজ শনিবার নগরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে সিএনজি অটোরিকশাও চলতে দেননি তাঁরা। ফলে অফিসগামীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
টাইগারপাস মোড়ে দেখা যায়, বাস শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছেন। ওই সড়ক দিয়ে যেসব সিএনজি অটোরিকশা গেছে, সবই আটকে দেন। কোনো কোনো অটোরিকশার চাবিও কেড়ে নেওয়া হয়।
এদিকে বাস ছাড়া, যেসব পরিবহন চলাচল করেছে, তাঁরা যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করেছে। সিএনজি অটোরিকশায় আগে যে গন্তব্যে যেতে ১০০ টাকা ভাড়া ছিল, তা এদিন ২০০ টাকা ছিল। রিকশা ভাড়াও ছিল দ্বিগুণ।
কাজীর দেউড়ি থেকে আগ্রাবাদ যেতে এক ঘণ্টার মতো অপেক্ষা করছিলেন বেসরকারি চাকরিজীবী শামিম হোসেন। দ্বিগুণ টাকা দিয়েও সিএনজি অটোরিকশা পারছিলেন না। পরে রিকশা করে ৮০ টাকার ভাড়া, ১৫০ টাকায় যেতে হয় তাঁকে।
ক্ষোভ নিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, দিন দিন বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। সবকিছুর দামতো বাড়লই সঙ্গে পানির দামও বাড়িয়েছে। খেয়ে না খেয়ে বেঁচে থাকা ছাড়া কোনো উপায় নেই। রাষ্ট্র ঠিক না থাকলে, প্রত্যেকটা সেক্টর এ রকমই তো হবে।
চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম বলেন, রোববার থেকে বাস চলাচলের কোনো সিদ্ধান্ত হয়নি। বাস মালিকেরা বাস চালাচ্ছে না। তাই সরকারের কাছে আহ্বান তেলের দাম স্বাভাবিক রাখুন।
কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, টাইগারপাস মোড়ে পরিবহন শ্রমিকেরা দেড় ঘণ্টা মতো অবরোধ করে রাখেন। পরে বুঝিয়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে মাঠে নেমেছে পরিবহন শ্রমিকেরা। আজ শনিবার নগরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে সিএনজি অটোরিকশাও চলতে দেননি তাঁরা। ফলে অফিসগামীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
টাইগারপাস মোড়ে দেখা যায়, বাস শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছেন। ওই সড়ক দিয়ে যেসব সিএনজি অটোরিকশা গেছে, সবই আটকে দেন। কোনো কোনো অটোরিকশার চাবিও কেড়ে নেওয়া হয়।
এদিকে বাস ছাড়া, যেসব পরিবহন চলাচল করেছে, তাঁরা যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করেছে। সিএনজি অটোরিকশায় আগে যে গন্তব্যে যেতে ১০০ টাকা ভাড়া ছিল, তা এদিন ২০০ টাকা ছিল। রিকশা ভাড়াও ছিল দ্বিগুণ।
কাজীর দেউড়ি থেকে আগ্রাবাদ যেতে এক ঘণ্টার মতো অপেক্ষা করছিলেন বেসরকারি চাকরিজীবী শামিম হোসেন। দ্বিগুণ টাকা দিয়েও সিএনজি অটোরিকশা পারছিলেন না। পরে রিকশা করে ৮০ টাকার ভাড়া, ১৫০ টাকায় যেতে হয় তাঁকে।
ক্ষোভ নিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, দিন দিন বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। সবকিছুর দামতো বাড়লই সঙ্গে পানির দামও বাড়িয়েছে। খেয়ে না খেয়ে বেঁচে থাকা ছাড়া কোনো উপায় নেই। রাষ্ট্র ঠিক না থাকলে, প্রত্যেকটা সেক্টর এ রকমই তো হবে।
চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম বলেন, রোববার থেকে বাস চলাচলের কোনো সিদ্ধান্ত হয়নি। বাস মালিকেরা বাস চালাচ্ছে না। তাই সরকারের কাছে আহ্বান তেলের দাম স্বাভাবিক রাখুন।
কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, টাইগারপাস মোড়ে পরিবহন শ্রমিকেরা দেড় ঘণ্টা মতো অবরোধ করে রাখেন। পরে বুঝিয়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে