প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে দুই ইয়াবা পাচারকারী বিজিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন। আজ রোববার ভোররাতে এ ঘটনা ঘটেছে। এ সময় দুটি অস্ত্র ও ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার সীমান্ত এলাকা উখিয়ার রেজু আমতলীতে ইয়াবা পাচার হওয়ার খবর পেয়ে ৩৪ বিজিবির একটি দল অভিযানে যায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে পাচারকারীরা। জবাবে বিজিবিও পাল্টা গুলি চালায়। বিজিবির দাবি, গোলাগুলির পর ঘটনাস্থল থেকে মোহাম্মদ শাহজাহান (২৭) নামের এক মাদক কারবারির লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও দেশে তৈরি একটি অস্ত্র উদ্ধার করা হয়।
আজ রোববার সকালে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
লে. কর্নেল আলী হায়দার বলেন, নিহত শাহজাহান উখিয়া উপজেলা সদরের ডেইলপাড়া এলাকার সৈয়দ নুরের ছেলে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও ইয়াবা পাচারের অন্তত ১০টি মামলা রয়েছে।
এদিকে টেকনাফ উপজেলার দমদমিয়া নাফ নদীর পাড়ে ভোররাতে একইভাবে ইয়াবা পাচারের চালান আসার খবরে অভিযানে নামে বিজিবি। সেখানে টহলরত বিজিবির সদস্যরা মাদক পাচারকারী দলের তিনজনকে সন্দেহ করে চ্যালেঞ্জ করেন। বিজিবির দাবি, তখন পাচারকারীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরাও গুলি ছোড়ে। এতে এক যুবক নিহত হয়েছেন। তাঁর বয়স ২৬-২৭ বলে বিজিবি জানিয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, ঘটনাস্থল থেকে ৩ লাখ ৪০ হাজার ইয়াবা বড়ি ও একটি দেশে তৈরি অস্ত্র জব্দ করা হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে দুই ইয়াবা পাচারকারী বিজিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন। আজ রোববার ভোররাতে এ ঘটনা ঘটেছে। এ সময় দুটি অস্ত্র ও ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার সীমান্ত এলাকা উখিয়ার রেজু আমতলীতে ইয়াবা পাচার হওয়ার খবর পেয়ে ৩৪ বিজিবির একটি দল অভিযানে যায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে পাচারকারীরা। জবাবে বিজিবিও পাল্টা গুলি চালায়। বিজিবির দাবি, গোলাগুলির পর ঘটনাস্থল থেকে মোহাম্মদ শাহজাহান (২৭) নামের এক মাদক কারবারির লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও দেশে তৈরি একটি অস্ত্র উদ্ধার করা হয়।
আজ রোববার সকালে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
লে. কর্নেল আলী হায়দার বলেন, নিহত শাহজাহান উখিয়া উপজেলা সদরের ডেইলপাড়া এলাকার সৈয়দ নুরের ছেলে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও ইয়াবা পাচারের অন্তত ১০টি মামলা রয়েছে।
এদিকে টেকনাফ উপজেলার দমদমিয়া নাফ নদীর পাড়ে ভোররাতে একইভাবে ইয়াবা পাচারের চালান আসার খবরে অভিযানে নামে বিজিবি। সেখানে টহলরত বিজিবির সদস্যরা মাদক পাচারকারী দলের তিনজনকে সন্দেহ করে চ্যালেঞ্জ করেন। বিজিবির দাবি, তখন পাচারকারীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরাও গুলি ছোড়ে। এতে এক যুবক নিহত হয়েছেন। তাঁর বয়স ২৬-২৭ বলে বিজিবি জানিয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, ঘটনাস্থল থেকে ৩ লাখ ৪০ হাজার ইয়াবা বড়ি ও একটি দেশে তৈরি অস্ত্র জব্দ করা হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গতকাল তারেক রহমান একটা কার্ড দেখাচ্ছেন কড়াইল বস্তির ওই প্রোগ্রামে। দেখিয়ে বলছেন, এটা দিয়ে এই হবে, এই হবে, যেটা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
৫ মিনিট আগে
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের কাছে আবিদের সুস্থতা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। দুর্ঘটনায় আবিদের শরীরের ২২ শতাংশ পুড়ে গিয়েছিল। তবে ক্ষত গভীর হওয়ায় তার রক্তে সংক্রমণ (সেফটিসেমিয়া) ছড়িয়ে পড়েছিল।
২০ মিনিট আগে
রাজধানীর খিলগাঁও এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের জন্য নির্ধারিত ফাঁকা জায়গা থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সালমান (১২) নামে ওই শিশুটিকে পথশিশু বলে জানিয়েছে পুলিশ।
৩২ মিনিট আগে
নিহত ব্যক্তির বড় ভাই নয়ন চক্রবর্তী বলেন, পারিবারিক বিষয় নিয়ে সামান্য মতবিরোধের পর ১৬ জানুয়ারি সকালে বাড়িতে মোবাইল ফোন রেখে বের হন জয়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন (১৭ জানুয়ারি) কুমিল্লা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে
১ ঘণ্টা আগে