কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই প্রচারে গতি বাড়াচ্ছেন প্রার্থীরা। গতকাল শুক্রবার ছুটির দিনে সকাল থেকেই তাঁরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলেছেন। দিয়েছেন নানা প্রতিশ্রুতি। গণসংযোগ, উঠান বৈঠক, পথসভাসহ লিফলেট বিতরণ করে ভোট চেয়েছেন চার প্রার্থীর সবাই।
সকালে সংরাইশ সুজানগর থেকে গণসংযোগ করেন বাস প্রতীকের প্রার্থী তাহসীন বাহার সূচনা। তিনি বলেন, ‘বাবা এমপি হওয়ার সুবাদে আমি সব সময় সাধারণ মানুষের সাথে মিশেছি, কাজ করছি। বিশেষ করে মা-বোনদের সুখ-দুঃখে সব সময় পাশে ছিলাম। গণসংযোগে আমাকে কাছে পেয়ে তাঁরা আবেগাপ্লুত হয়ে আমাকে জড়িয়ে ধরেন।’
সূচনা দাবি করেন, বিভিন্ন প্রার্থী শুধু অভিযোগে ব্যস্ত। প্রার্থীদের উচিত নিজ নিজ যোগ্যতা অনুযায়ী কথা বলা এবং সেভাবে কাজ করা।
ঠাকুরপাড়া ও বাগানবাড়ি এলাকায় গণসংযোগ করেন হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম। এ সময় তিনি অভিযোগ করেন, সদর আসনের সংসদ সদস্য তাঁর মেয়ের পক্ষে প্রভাব বিস্তার শুরু করেছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনকে আরও শক্ত অবস্থান নিতে হবে। তা না হলে নির্বাচনের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ থাকবে না।
মফিজাবাদ কলোনি থেকে গতকাল গণসংযোগ শুরু করেন সাবেক মেয়র ও টেবিলঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু। এ সময় তিনি বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য বিভিন্ন স্থানে সংবর্ধনার নামে তাঁর কন্যার পক্ষে শোডাউন করছেন। বিভিন্ন স্থানে প্রভাব বিস্তার করছেন। আমরা নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করেছি। বৃহস্পতিবার কুমিল্লায় নির্বাচন কমিশন দায়সারাভাবে সভা করে গেছে। আমাদের অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেয়নি। নির্বাচনের আগে জনগণকে ভোটদানে উৎসাহিত করতে নির্বাচন কমিশন থেকে ব্যাপক প্রচার করতে হবে, সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিতে হবে।’
অন্যদিকে ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার মুরাদপুর এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি বলেন, ‘পরিবর্তনের জন্য মানুষের মধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার ঘোড়া প্রতীকের জোয়ার, খালেদা জিয়াকে মুক্ত ও বিএনপিকে রক্ষার গণজোয়ার।’
নির্বাচনের তফসিল অনুযায়ী কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে ৯ মার্চ ভোট গ্রহণ হবে। ভোট নেওয়ার ৪৮ ঘণ্টা আগে শেষ হবে প্রচার।

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই প্রচারে গতি বাড়াচ্ছেন প্রার্থীরা। গতকাল শুক্রবার ছুটির দিনে সকাল থেকেই তাঁরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলেছেন। দিয়েছেন নানা প্রতিশ্রুতি। গণসংযোগ, উঠান বৈঠক, পথসভাসহ লিফলেট বিতরণ করে ভোট চেয়েছেন চার প্রার্থীর সবাই।
সকালে সংরাইশ সুজানগর থেকে গণসংযোগ করেন বাস প্রতীকের প্রার্থী তাহসীন বাহার সূচনা। তিনি বলেন, ‘বাবা এমপি হওয়ার সুবাদে আমি সব সময় সাধারণ মানুষের সাথে মিশেছি, কাজ করছি। বিশেষ করে মা-বোনদের সুখ-দুঃখে সব সময় পাশে ছিলাম। গণসংযোগে আমাকে কাছে পেয়ে তাঁরা আবেগাপ্লুত হয়ে আমাকে জড়িয়ে ধরেন।’
সূচনা দাবি করেন, বিভিন্ন প্রার্থী শুধু অভিযোগে ব্যস্ত। প্রার্থীদের উচিত নিজ নিজ যোগ্যতা অনুযায়ী কথা বলা এবং সেভাবে কাজ করা।
ঠাকুরপাড়া ও বাগানবাড়ি এলাকায় গণসংযোগ করেন হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম। এ সময় তিনি অভিযোগ করেন, সদর আসনের সংসদ সদস্য তাঁর মেয়ের পক্ষে প্রভাব বিস্তার শুরু করেছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনকে আরও শক্ত অবস্থান নিতে হবে। তা না হলে নির্বাচনের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ থাকবে না।
মফিজাবাদ কলোনি থেকে গতকাল গণসংযোগ শুরু করেন সাবেক মেয়র ও টেবিলঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু। এ সময় তিনি বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য বিভিন্ন স্থানে সংবর্ধনার নামে তাঁর কন্যার পক্ষে শোডাউন করছেন। বিভিন্ন স্থানে প্রভাব বিস্তার করছেন। আমরা নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করেছি। বৃহস্পতিবার কুমিল্লায় নির্বাচন কমিশন দায়সারাভাবে সভা করে গেছে। আমাদের অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেয়নি। নির্বাচনের আগে জনগণকে ভোটদানে উৎসাহিত করতে নির্বাচন কমিশন থেকে ব্যাপক প্রচার করতে হবে, সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিতে হবে।’
অন্যদিকে ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার মুরাদপুর এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি বলেন, ‘পরিবর্তনের জন্য মানুষের মধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার ঘোড়া প্রতীকের জোয়ার, খালেদা জিয়াকে মুক্ত ও বিএনপিকে রক্ষার গণজোয়ার।’
নির্বাচনের তফসিল অনুযায়ী কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে ৯ মার্চ ভোট গ্রহণ হবে। ভোট নেওয়ার ৪৮ ঘণ্টা আগে শেষ হবে প্রচার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানের মুক্তির দাবিতে শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করছে সংগঠনটির নেতা-কর্মীরা। আজ শনিবার রাত সাড়ে ১০টার দিকে তারা শাহবাগে জড়ো হয় ৷
৮ মিনিট আগে
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে (৫০) কুপিয়ে ও পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) বিকেলে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন হয়।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
২ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে এবার ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে সংগঠনটি। আজ শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে এই কর্মসূচি শুরু হয়ে শাহবাগে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
২ ঘণ্টা আগে