নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীতে এক জায়গা থেকেই ১৬টি থানার যেকোনোটিতে জিডি, মামলা বা অন্য কোনো পুলিশি সেবা পাওয়া যাবে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সেবাকেন্দ্র সিএমপি সার্ভিস সেন্টার থেকেই মিলবে এ সেবা। আজ বৃহস্পতিবার এ সেবাকেন্দ্রের উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় নগরের আগ্রাবাদে সিএমপি সার্ভিস সেন্টার নামের সেবা কেন্দ্রের উদ্বোধন করেন নগর পুলিশের কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। প্রতি সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই কেন্দ্রে সব ধরনের সেবা মিলবে জানিয়েছে সিএমপি।
সিএমপির অতিরিক্ত উপকমিশনার শাহাদৎ হুসেন রাসেল বলেন, কোনো ব্যক্তি তাঁর মোবাইল কিংবা গুরুত্বপূর্ণ নথিপত্র হারিয়ে ফেললে থানায় না গিয়ে সার্ভিস সেন্টারেই জিডি করতে করতে পারবেন, যা অনলাইনের মাধ্যমে সংশ্লিষ্ট থানায় চলে যাবে। পরে আবেদনকারী সার্ভিস সেন্টার থেকেই জিডির কপি সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া ট্রাফিক-সংক্রান্ত যেকোনো মামলা এবং জব্দ করা গাড়ির কাগজপত্র সার্ভিস সেন্টার থেকে সংগ্রহ করা যাবে।
শাহাদৎ হুসেন রাসেল বলেন, ট্রাফিকের চার বিভাগের অধীনে কোনো গাড়ির বিরুদ্ধে মামলা কিংবা কাগজপত্র জব্দ করা হয়ে থাকে, তাহলে সেগুলো সংশ্লিষ্ট কার্যালয়ে না গিয়ে চালক-মালিকেরা সার্ভিস সেন্টার থেকে সংগ্রহ করতে পারবেন। তবে এ ক্ষেত্রে নিজের জাতীয় পরিচয়পত্র ও নিজের নামে নিবন্ধন করা মোবাইল নম্বর সঙ্গে রাখতে হবে। অতিরিক্ত উপকমিশনার বলেন, পুলিশের সব সেবাকে নগরবাসীর কাছে আরও সহজে পৌঁছে দেওয়ার জন্য সেবাকেন্দ্রটি তৈরি করা হয়েছে। গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমে আরও কয়েকটি স্থানে এ ধরনের কেন্দ্র স্থাপন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) শামসুল আলম উপস্থিত ছিলেন।

নগরীতে এক জায়গা থেকেই ১৬টি থানার যেকোনোটিতে জিডি, মামলা বা অন্য কোনো পুলিশি সেবা পাওয়া যাবে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সেবাকেন্দ্র সিএমপি সার্ভিস সেন্টার থেকেই মিলবে এ সেবা। আজ বৃহস্পতিবার এ সেবাকেন্দ্রের উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় নগরের আগ্রাবাদে সিএমপি সার্ভিস সেন্টার নামের সেবা কেন্দ্রের উদ্বোধন করেন নগর পুলিশের কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। প্রতি সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই কেন্দ্রে সব ধরনের সেবা মিলবে জানিয়েছে সিএমপি।
সিএমপির অতিরিক্ত উপকমিশনার শাহাদৎ হুসেন রাসেল বলেন, কোনো ব্যক্তি তাঁর মোবাইল কিংবা গুরুত্বপূর্ণ নথিপত্র হারিয়ে ফেললে থানায় না গিয়ে সার্ভিস সেন্টারেই জিডি করতে করতে পারবেন, যা অনলাইনের মাধ্যমে সংশ্লিষ্ট থানায় চলে যাবে। পরে আবেদনকারী সার্ভিস সেন্টার থেকেই জিডির কপি সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া ট্রাফিক-সংক্রান্ত যেকোনো মামলা এবং জব্দ করা গাড়ির কাগজপত্র সার্ভিস সেন্টার থেকে সংগ্রহ করা যাবে।
শাহাদৎ হুসেন রাসেল বলেন, ট্রাফিকের চার বিভাগের অধীনে কোনো গাড়ির বিরুদ্ধে মামলা কিংবা কাগজপত্র জব্দ করা হয়ে থাকে, তাহলে সেগুলো সংশ্লিষ্ট কার্যালয়ে না গিয়ে চালক-মালিকেরা সার্ভিস সেন্টার থেকে সংগ্রহ করতে পারবেন। তবে এ ক্ষেত্রে নিজের জাতীয় পরিচয়পত্র ও নিজের নামে নিবন্ধন করা মোবাইল নম্বর সঙ্গে রাখতে হবে। অতিরিক্ত উপকমিশনার বলেন, পুলিশের সব সেবাকে নগরবাসীর কাছে আরও সহজে পৌঁছে দেওয়ার জন্য সেবাকেন্দ্রটি তৈরি করা হয়েছে। গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমে আরও কয়েকটি স্থানে এ ধরনের কেন্দ্র স্থাপন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) শামসুল আলম উপস্থিত ছিলেন।

ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার নির্দেশদাতা ইয়াছিন আরাফাতকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
১৯ মিনিট আগে
শীতে মৌলভীবাজারে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। শ্রীমঙ্গলে আজ তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার এই জেলায় বেশি শীত পড়েছে। দিন কিংবা রাতে ঘন কুয়াশায় ঢাকা থাকে এই অঞ্চল। কিছুদিন ধরে বেশির ভাগ সময় কুয়াশার আড়ালে সূর্যের দেখা মেলে না।
৪৪ মিনিট আগে
ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলাঘেঁষা ভারতের ত্রিপুরা রাজ্য। সীমান্তবর্তী গ্রামগুলোয় দীর্ঘদিন ধরে অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির সিম কার্ড। শুধু সীমান্তে নয়, এমন সিমের ব্যবহারের প্রমাণ মিলেছে খোদ ফেনী শহরেও; যা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে...
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি নির্বাচনের খরচের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের থেকে তিন দিনে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা পেয়েছেন।
২ ঘণ্টা আগে