চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর লঞ্চঘাটে এমভি বোগদাদিয়া-৭ নামে একটি যাত্রীবাহী লঞ্চের কেবিন থেকে মো. জয়নাল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ
শুক্রবার দুপুরে নৌ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পরে মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এর আগে (শুক্রবার) সকালে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুরের উদ্দেশে যাত্রীবাহী লঞ্চটি ছেড়ে আসে।
চাঁদপুর নৌ থানার উপপরিদর্শক (এসআই) জহির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে লঞ্চের ভেতর থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ঢাকায় একটি দরজির (টেইলার্স) দোকানে কারিগরের কাজ করেন।
তিনি বলেন, ‘ওই দোকানমালিকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন, তাঁর বাড়ি শরীয়তপুর জেলায়। কেবিনে তিনি একা থাকায় পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি। তবে আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।’
বোগদাদিয়া লঞ্চ-৭-এর মাস্টার কলিমুল্লাহর দেওয়া তথ্যে জানা গেছে, সকাল ৮টা ৩৫ মিনিটে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে লঞ্চটি দুপুর পৌনে ১২টায় চাঁদপুর ঘাটে আসে। সব যাত্রী লঞ্চ থেকে নেমে পড়ে। কিন্তু নিচতলার ১০৩ নম্বর কেবিনের যাত্রী ভেতরে থেকে যান।
পরে দরজায় অনেকবার নক করা হলেও সাড়াশব্দ না পেয়ে জানালা খুলে দেখা যায়, তিনি নিচে পড়ে আছেন। বিষয়টি সঙ্গে সঙ্গে নৌ থানা-পুলিশকে অবহিত করলে ঘটনাস্থল থেকে পুলিশের সহায়তায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লঞ্চের টালি খাতায় তিনি জয়নাল নাম অন্তর্ভুক্ত করেছেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. মুনসুর আহমেদ আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই রোগী মৃত্যুবরণ করেছেন। রোগীকে যেহেতু মৃত অবস্থায় আনা হয়েছে, তাই কোনো কারণ বলা যাচ্ছে না।

চাঁদপুর লঞ্চঘাটে এমভি বোগদাদিয়া-৭ নামে একটি যাত্রীবাহী লঞ্চের কেবিন থেকে মো. জয়নাল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ
শুক্রবার দুপুরে নৌ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পরে মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এর আগে (শুক্রবার) সকালে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুরের উদ্দেশে যাত্রীবাহী লঞ্চটি ছেড়ে আসে।
চাঁদপুর নৌ থানার উপপরিদর্শক (এসআই) জহির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে লঞ্চের ভেতর থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ঢাকায় একটি দরজির (টেইলার্স) দোকানে কারিগরের কাজ করেন।
তিনি বলেন, ‘ওই দোকানমালিকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন, তাঁর বাড়ি শরীয়তপুর জেলায়। কেবিনে তিনি একা থাকায় পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি। তবে আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।’
বোগদাদিয়া লঞ্চ-৭-এর মাস্টার কলিমুল্লাহর দেওয়া তথ্যে জানা গেছে, সকাল ৮টা ৩৫ মিনিটে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে লঞ্চটি দুপুর পৌনে ১২টায় চাঁদপুর ঘাটে আসে। সব যাত্রী লঞ্চ থেকে নেমে পড়ে। কিন্তু নিচতলার ১০৩ নম্বর কেবিনের যাত্রী ভেতরে থেকে যান।
পরে দরজায় অনেকবার নক করা হলেও সাড়াশব্দ না পেয়ে জানালা খুলে দেখা যায়, তিনি নিচে পড়ে আছেন। বিষয়টি সঙ্গে সঙ্গে নৌ থানা-পুলিশকে অবহিত করলে ঘটনাস্থল থেকে পুলিশের সহায়তায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লঞ্চের টালি খাতায় তিনি জয়নাল নাম অন্তর্ভুক্ত করেছেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. মুনসুর আহমেদ আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই রোগী মৃত্যুবরণ করেছেন। রোগীকে যেহেতু মৃত অবস্থায় আনা হয়েছে, তাই কোনো কারণ বলা যাচ্ছে না।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজও রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার সকালে জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
২৪ মিনিট আগে
রাজধানীর মিরপুর রোডে গ্যাসের প্রধান লাইনের ভালভ ফেটে যাওয়ার ফলে ঢাকা মহানগরীর একটি এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ সৃষ্টি হয়েছে। আজ শনিবার এক বার্তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য জানিয়েছে।
২৬ মিনিট আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে ছয়জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া একজন সন্দেহভাজন সহযোগীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গণভোট নিয়ে মাঠে কাজ করা দিনমজুর ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছে আজকের পত্রিকা। তাঁরা জানান, সাধারণ ভোটের বিষয়টি তাঁরা জানেন এবং আগেও ভোট দিয়েছেন। কিন্তু গণভোট কী, এ সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই।
১ ঘণ্টা আগে