নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এই সময়ে শনাক্তের হার ২৮ শতাংশের বেশি। এ নিয়ে টানা দ্বিতীয় দিন সাতজনের মৃত্যু দেখল চট্টগ্রাম।
আজ সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩২৭ জনের পজিটিভ আসে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে শহরের ২২৭ ও বিভিন্ন উপজেলার ১০০ জন। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে আনোয়ারায়, সেখানে ২০ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলে।
এদিকে রাজশাহী জেলায় শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয় ১ হাজার ৬০৬ জনের। এর মধ্যে ৩২৫ জন করোনা পজিটিভ হয়েছেন। এতে জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার ২০ দশমিক ২৪ শতাংশ।
চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৭ হাজার ৯৯৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের ৪৫ হাজার ৩৫৭ ও বিভিন্ন উপজেলার ১২ হাজার ৬৪০। এ ছাড়া এখন পর্যন্ত চট্টগ্রামে মারা গেছেন মোট ৬৮৮ জন। এর মধ্যে নগরের ৪৬৯ ও বিভিন্ন উপজেলার ২১৯ জন।
গতকাল রোববার করোনায় ৬৭ দিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড হয় চট্টগ্রামে। ওই দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়। এই সময়ে শনাক্ত হয়েছে ৩০০ জন। শনাক্তের হার ছিল ২২ শতাংশের বেশি।
এর আগে ২০ এপ্রিল সর্বোচ্চ ৩৪৭ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। ওই দিন করোনায় মারা যান আটজন।

চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এই সময়ে শনাক্তের হার ২৮ শতাংশের বেশি। এ নিয়ে টানা দ্বিতীয় দিন সাতজনের মৃত্যু দেখল চট্টগ্রাম।
আজ সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩২৭ জনের পজিটিভ আসে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে শহরের ২২৭ ও বিভিন্ন উপজেলার ১০০ জন। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে আনোয়ারায়, সেখানে ২০ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলে।
এদিকে রাজশাহী জেলায় শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয় ১ হাজার ৬০৬ জনের। এর মধ্যে ৩২৫ জন করোনা পজিটিভ হয়েছেন। এতে জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার ২০ দশমিক ২৪ শতাংশ।
চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৭ হাজার ৯৯৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের ৪৫ হাজার ৩৫৭ ও বিভিন্ন উপজেলার ১২ হাজার ৬৪০। এ ছাড়া এখন পর্যন্ত চট্টগ্রামে মারা গেছেন মোট ৬৮৮ জন। এর মধ্যে নগরের ৪৬৯ ও বিভিন্ন উপজেলার ২১৯ জন।
গতকাল রোববার করোনায় ৬৭ দিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড হয় চট্টগ্রামে। ওই দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়। এই সময়ে শনাক্ত হয়েছে ৩০০ জন। শনাক্তের হার ছিল ২২ শতাংশের বেশি।
এর আগে ২০ এপ্রিল সর্বোচ্চ ৩৪৭ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। ওই দিন করোনায় মারা যান আটজন।

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ তিনজন মারা গেছে। শনিবার (১৭ জানুয়ারি) কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো তেঁতুলিয়া গ্রামের মোশারেফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০), তাঁর নাতি সজিব সিকদারের ছেলে সাইফান সিকদার (৮)
১১ মিনিট আগে
যশোরের মনিরামপুরে পোষা বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন এক ব্যবসায়ী। বিড়ালের মালিক জিল্লুর রহমান শনিবার দুপুরে মনিরামপুর থানার ওসি এবং ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন।
১৬ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনাগামী আন্তনগর ডাউন রূপসা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পাথর নিক্ষেপের ঘটনায় চার তরুণকে আটক করেছে জিআরপি পুলিশ। শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে পাথর নিক্ষেপের ঘটনায় কেউ আহত হয়নি।
১ ঘণ্টা আগে
পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি; বরং দলের কার্যক্রম চলমান থাকবে বলে জানাল দলটি। ইউপিডিএফের (গণতান্ত্রিক) বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করা হয়।
১ ঘণ্টা আগে