নোয়াখালী প্রতিনিধি

রেল লাইনের ওপর গাছ পড়ায় নোয়াখালীতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। এতে নোয়াখালী-লাকসাম ও নোয়াখালী-ঢাকা রুটে ট্রেন যাত্রীরা পড়েছেন বিপাকে।
গাছটি রেললাইনের ওপর থেকে সরাতে কাজ করছে রেল কর্তৃপক্ষ। এ তথ্য নিশ্চিত করেছেন চৌমুহনী স্টেশনমাস্টার ফখরুল ইসলাম নোমান।
স্থানীয়রা জানান, নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর এলাকার মাইজদী বাজার স্টেশন সড়কের পাশে থাকা বড় একটি গাছ সোমবার রাত ১২টার দিকে রেললাইনের ওপর উপড়ে পড়ে। বিষয়টি স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে রেল কর্তৃপক্ষকে জানালে মঙ্গলবার ভোর থেকে নোয়াখালীতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে ভোর ৬টায় উপকূল এক্সপ্রেস সোনাপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও লাইন স্বাভাবিক না থাকায় তা এখনো সোনাপুর স্টেশনে রয়েছে। একই অবস্থা নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের (সমতল এক্সপ্রেস), সেটি সকালে ঢাকা থেকে ছেড়ে আসার পর চৌমুহনী স্টেশনে অবস্থান করছে। ফলে মাইজদী ও সোনাপুরগামী যাত্রীদের চৌমুহনী স্টেশনে নামিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া গাছের একটি বড় অংশ পিডিবির বিদ্যুৎ লাইনের ওপর পড়ায় সেই লাইনে বিদ্যুৎ সরবরাহও বন্ধ রয়েছে।
মাইজদী কোর্ট স্টেশনে রহিম নামের এক যাত্রী বলেন, ‘ভোরে উপকূল ট্রেনে ঢাকায় যাওয়ার উদ্দেশে স্টেশনে এসেছিলাম। লাইনে সমস্যা হওয়ায় যথাসময়ে ট্রেন সোনাপুর থেকে ছাড়তে পারেনি। যথাসময়ে ঢাকা না যেতে পারায় বিপাকে পড়েছি।’
চৌমুহনী স্টেশনমাস্টার ফখরুল ইসলাম নোমান বলেন, ‘অতিরিক্ত বৃষ্টির কারণে নিচ থেকে মাটি সরে গিয়ে সড়কের পাশের বিদ্যুতের লাইনসহ গাছটি রেললাইনের ওপর পড়েছে। আমাদের লোকজন সকাল থেকে সেটি অপসারণে কাজ করে যাচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে গাছ সরানোর কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে।’

রেল লাইনের ওপর গাছ পড়ায় নোয়াখালীতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। এতে নোয়াখালী-লাকসাম ও নোয়াখালী-ঢাকা রুটে ট্রেন যাত্রীরা পড়েছেন বিপাকে।
গাছটি রেললাইনের ওপর থেকে সরাতে কাজ করছে রেল কর্তৃপক্ষ। এ তথ্য নিশ্চিত করেছেন চৌমুহনী স্টেশনমাস্টার ফখরুল ইসলাম নোমান।
স্থানীয়রা জানান, নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর এলাকার মাইজদী বাজার স্টেশন সড়কের পাশে থাকা বড় একটি গাছ সোমবার রাত ১২টার দিকে রেললাইনের ওপর উপড়ে পড়ে। বিষয়টি স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে রেল কর্তৃপক্ষকে জানালে মঙ্গলবার ভোর থেকে নোয়াখালীতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে ভোর ৬টায় উপকূল এক্সপ্রেস সোনাপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও লাইন স্বাভাবিক না থাকায় তা এখনো সোনাপুর স্টেশনে রয়েছে। একই অবস্থা নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের (সমতল এক্সপ্রেস), সেটি সকালে ঢাকা থেকে ছেড়ে আসার পর চৌমুহনী স্টেশনে অবস্থান করছে। ফলে মাইজদী ও সোনাপুরগামী যাত্রীদের চৌমুহনী স্টেশনে নামিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া গাছের একটি বড় অংশ পিডিবির বিদ্যুৎ লাইনের ওপর পড়ায় সেই লাইনে বিদ্যুৎ সরবরাহও বন্ধ রয়েছে।
মাইজদী কোর্ট স্টেশনে রহিম নামের এক যাত্রী বলেন, ‘ভোরে উপকূল ট্রেনে ঢাকায় যাওয়ার উদ্দেশে স্টেশনে এসেছিলাম। লাইনে সমস্যা হওয়ায় যথাসময়ে ট্রেন সোনাপুর থেকে ছাড়তে পারেনি। যথাসময়ে ঢাকা না যেতে পারায় বিপাকে পড়েছি।’
চৌমুহনী স্টেশনমাস্টার ফখরুল ইসলাম নোমান বলেন, ‘অতিরিক্ত বৃষ্টির কারণে নিচ থেকে মাটি সরে গিয়ে সড়কের পাশের বিদ্যুতের লাইনসহ গাছটি রেললাইনের ওপর পড়েছে। আমাদের লোকজন সকাল থেকে সেটি অপসারণে কাজ করে যাচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে গাছ সরানোর কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে।’

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৭ ঘণ্টা আগে