নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। একের পর এক আক্রান্ত আর মৃত্যুর হারে রেকর্ড ভাঙছে। শুক্রবার করোনা শনাক্তে অতীতের সব রেকর্ড ভেঙে গেছে। গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের আছেন ১ হাজার ৮৫ জন। আর উপজেলায় ৩৮১। এর আগের দিন ১ হাজার ৩১০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
শুক্রবার সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত তথ্যে দেখা যায়, গেল ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে নয়জন করোনা রোগীর। এর আগে বুধবার ১৭ জন ও বৃহস্পতিবার ১৮ জন মারা যান। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯৫৮ জনে। শুক্রবার মারা যাওয়া নয়জনের পাঁচজন নগরীর, বাকি চারজন বিভিন্ন উপজেলার।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, বৃহস্পতিবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৩ হাজার ৯২৩ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ১ হাজার ৪৬৬ জনের করোনার শনাক্ত হয়েছে।
শুক্রবার আক্রান্তদের মধ্যে রাউজান উপজেলা ৫২ জন, বোয়ালখালী উপজেলায় ৪৮ জন, হাটহাজারী উপজেলায় ৪৫ জন, রাঙ্গুনিয়া উপজেলায় ৩৮ জন, সাতকানিয়া উপজেলায় ৩৮ জন, ফটিকছড়ি উপজেলায় ৩৩ জন, চন্দনাইশ উপজেলায় ২৬ জন, সীতাকুণ্ড উপজেলায় ২৬ জন, মীরসরাই উপজেলায় ১৯ জন ও সন্দ্বীপ উপজেলায় ১৭ জন বাঁশখালী উপজেলায় ১২ জন, আনোয়ারা উপজেলায় ৭ জন, লোহাগাড়া উপজেলায় ৫ জন, পটিয়া উপজেলায় ৫ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ২১৭ জনে।
এদিকে করোনা সেবা দানকারী নগরীর কোন হাসপাতালেই আইসিইউ শয্যা খালি নেই। রোগী নিয়ে অসহায়ের মত ছুটছেন স্বজনরা।
শুক্রবার সিভিল সার্জনের তথ্যে দেখা যায়, নগরীর সরকারি-বেসরকারি মিলে ১৩ হাসপাতালে চলছে করোনা রোগীর চিকিৎসা সেবা। সম্প্রতি বেসরকারি হাসপাতালগুলো সিট আর আইসিইউ সংখ্যাও বাড়িয়েছে। পার্কভিউ, ইন্টার ন্যাশনাল মেডিকেল কলেজ, মা ও শিশু হাসপাতাল তাদের শয্যা ও আইসিইউ সংখ্যা বাড়ায়। কিন্তু খবর পেয়ে কয়েক ঘণ্টার মধ্যেই রোগী ভর্তি হয়ে যায় এসব সিটে।
নগরীর ১৩ হাসপাতালে ১ হাজার ১৯৮ সিটের বিপরীতে ১ হাজার ১১২ সিটেই রোগী ভর্তি। আর সর্বমোট আইসিইউ সংখ্যা ১১৬ টি। যার সবকটিতেই রোগী ভর্তি। শয্যা, অক্সিজেন সিলিন্ডার, চিকিৎসা সরঞ্জাম কিংবা চিকিৎসক সবকিছুতেই চলছে ভয়াবহ সংকট।

চট্টগ্রামে করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। একের পর এক আক্রান্ত আর মৃত্যুর হারে রেকর্ড ভাঙছে। শুক্রবার করোনা শনাক্তে অতীতের সব রেকর্ড ভেঙে গেছে। গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের আছেন ১ হাজার ৮৫ জন। আর উপজেলায় ৩৮১। এর আগের দিন ১ হাজার ৩১০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
শুক্রবার সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত তথ্যে দেখা যায়, গেল ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে নয়জন করোনা রোগীর। এর আগে বুধবার ১৭ জন ও বৃহস্পতিবার ১৮ জন মারা যান। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯৫৮ জনে। শুক্রবার মারা যাওয়া নয়জনের পাঁচজন নগরীর, বাকি চারজন বিভিন্ন উপজেলার।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, বৃহস্পতিবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৩ হাজার ৯২৩ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ১ হাজার ৪৬৬ জনের করোনার শনাক্ত হয়েছে।
শুক্রবার আক্রান্তদের মধ্যে রাউজান উপজেলা ৫২ জন, বোয়ালখালী উপজেলায় ৪৮ জন, হাটহাজারী উপজেলায় ৪৫ জন, রাঙ্গুনিয়া উপজেলায় ৩৮ জন, সাতকানিয়া উপজেলায় ৩৮ জন, ফটিকছড়ি উপজেলায় ৩৩ জন, চন্দনাইশ উপজেলায় ২৬ জন, সীতাকুণ্ড উপজেলায় ২৬ জন, মীরসরাই উপজেলায় ১৯ জন ও সন্দ্বীপ উপজেলায় ১৭ জন বাঁশখালী উপজেলায় ১২ জন, আনোয়ারা উপজেলায় ৭ জন, লোহাগাড়া উপজেলায় ৫ জন, পটিয়া উপজেলায় ৫ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ২১৭ জনে।
এদিকে করোনা সেবা দানকারী নগরীর কোন হাসপাতালেই আইসিইউ শয্যা খালি নেই। রোগী নিয়ে অসহায়ের মত ছুটছেন স্বজনরা।
শুক্রবার সিভিল সার্জনের তথ্যে দেখা যায়, নগরীর সরকারি-বেসরকারি মিলে ১৩ হাসপাতালে চলছে করোনা রোগীর চিকিৎসা সেবা। সম্প্রতি বেসরকারি হাসপাতালগুলো সিট আর আইসিইউ সংখ্যাও বাড়িয়েছে। পার্কভিউ, ইন্টার ন্যাশনাল মেডিকেল কলেজ, মা ও শিশু হাসপাতাল তাদের শয্যা ও আইসিইউ সংখ্যা বাড়ায়। কিন্তু খবর পেয়ে কয়েক ঘণ্টার মধ্যেই রোগী ভর্তি হয়ে যায় এসব সিটে।
নগরীর ১৩ হাসপাতালে ১ হাজার ১৯৮ সিটের বিপরীতে ১ হাজার ১১২ সিটেই রোগী ভর্তি। আর সর্বমোট আইসিইউ সংখ্যা ১১৬ টি। যার সবকটিতেই রোগী ভর্তি। শয্যা, অক্সিজেন সিলিন্ডার, চিকিৎসা সরঞ্জাম কিংবা চিকিৎসক সবকিছুতেই চলছে ভয়াবহ সংকট।

সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
৩ মিনিট আগে
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল হুমাইরা আক্তার মিম (১৫)। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বড় কিছু হওয়ার। কিন্তু গত শুক্রবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
৭ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মো. নোমান (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে সিদ্ধিরগঞ্জ থানার চেয়ারম্যান অফিস এলাকার পাশের একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নোমান পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মজিবর দফাদারের ছেলে
৩৯ মিনিট আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের নতুন বাক্তারচর এলাকায় সংঘবদ্ধ একটি চক্র রাতের আঁধারে বিপুল পরিমাণ মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে আগেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়।
২ ঘণ্টা আগে