কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষের স্থানকে ‘ছাত্র আন্দোলন চত্বর’ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শুক্রবার (১২ জুলাই) এক প্রতিবাদী বিক্ষোভ মিছিলের পর এই ঘোষণা দেন কুবির কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. সাকিব হোসাইন।
এ সময় তাঁরা সে রাস্তার দুই পাশের দুটি গাছে ছাত্র আন্দোলন চত্বর লেখা দুটি বোর্ড ঝুলিয়ে দেন।
এর আগে তাঁরা আজ বিকেল সাড়ে ৪টায় ক্যাম্পাস গেটে থেকে দক্ষিণ মোড় পর্যন্ত মিছিল নিয়ে যান। দক্ষিণ মোড় থেকে গতকালের সংঘর্ষের স্থানে অবস্থান নেন। সেখানে তাঁরা জাতীয় সংগীত পাঠ ও ১ মিনিট নীরবতা পালন করেন। এরপর শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ, টিয়ারগ্যাস ও লাঠিপেটার স্থানকে ‘আনসার ক্যাম্প মোড়’ থেকে পরিবর্তন করে ‘ছাত্র আন্দোলন চত্বর’ ঘোষণা করেন। পরবর্তীকালে সেখানে তাঁরা দুটি চারা রোপণ করে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এসে কর্মসূচি শেষ করেন।
এ ব্যাপারে আন্দোলনের সমন্বয়ক সাকিব হোসাইন বলেন, ‘আমাদের এ আন্দোলন যৌক্তিক ছিল, আমরা বিশ্বরোডের দিকে যাচ্ছিলাম অবরোধ করতে। তখন আমাদের ওপর হামলা, লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। আজকে আমরা দেখিয়ে দেব শিক্ষার্থীরা কী করতে পারে। আমরা এই আন্দোলন আরও জোরদার করব।’
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) বেলি ৩টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এর জবাবে শিক্ষার্থীরাও ইট-পাথর নিক্ষেপ করেন। পরবর্তীকালে পুলিশ লাঠিপেটাসহ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। এতে তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হন। পরবর্তীকালে বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষের স্থানকে ‘ছাত্র আন্দোলন চত্বর’ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শুক্রবার (১২ জুলাই) এক প্রতিবাদী বিক্ষোভ মিছিলের পর এই ঘোষণা দেন কুবির কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. সাকিব হোসাইন।
এ সময় তাঁরা সে রাস্তার দুই পাশের দুটি গাছে ছাত্র আন্দোলন চত্বর লেখা দুটি বোর্ড ঝুলিয়ে দেন।
এর আগে তাঁরা আজ বিকেল সাড়ে ৪টায় ক্যাম্পাস গেটে থেকে দক্ষিণ মোড় পর্যন্ত মিছিল নিয়ে যান। দক্ষিণ মোড় থেকে গতকালের সংঘর্ষের স্থানে অবস্থান নেন। সেখানে তাঁরা জাতীয় সংগীত পাঠ ও ১ মিনিট নীরবতা পালন করেন। এরপর শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ, টিয়ারগ্যাস ও লাঠিপেটার স্থানকে ‘আনসার ক্যাম্প মোড়’ থেকে পরিবর্তন করে ‘ছাত্র আন্দোলন চত্বর’ ঘোষণা করেন। পরবর্তীকালে সেখানে তাঁরা দুটি চারা রোপণ করে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এসে কর্মসূচি শেষ করেন।
এ ব্যাপারে আন্দোলনের সমন্বয়ক সাকিব হোসাইন বলেন, ‘আমাদের এ আন্দোলন যৌক্তিক ছিল, আমরা বিশ্বরোডের দিকে যাচ্ছিলাম অবরোধ করতে। তখন আমাদের ওপর হামলা, লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। আজকে আমরা দেখিয়ে দেব শিক্ষার্থীরা কী করতে পারে। আমরা এই আন্দোলন আরও জোরদার করব।’
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) বেলি ৩টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এর জবাবে শিক্ষার্থীরাও ইট-পাথর নিক্ষেপ করেন। পরবর্তীকালে পুলিশ লাঠিপেটাসহ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। এতে তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হন। পরবর্তীকালে বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে