নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরের জেটিতে থাকা এমভি আবদুল্লাহ জাহাজ থেকে কয়লা খালাস কার্যক্রম চলছে। গতকাল সোমবার রাত পৌনে ১০টায় (বাংলাদেশ সময়) জাহাজটি জেটিতে ভেড়ার পর রাত ২টা থেকে কয়লা খালাস শুরু হয়।
এদিকে জলদস্যুর হাত থেকে মুক্ত এমভি আবদুল্লাহর ২৩ নাবিকই সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে জাহাজে করেই চট্টগ্রামে ফিরবেন। এর আগে দুজনের উড়োজাহাজে চড়ে আসার কথা ছিল। তবে জাহাজটি আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছার পর তাঁরা মত পরিবর্তন করেন।
আজ মঙ্গলবার কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম সংযুক্ত আরব আমিরাত থেকে এসব তথ্য জানান।
এদিকে জাহাজটি কয়লা খালাসের পর আবার পণ্য বোঝাই করে চট্টগ্রামে ফেরার কথা রয়েছে। সোমালি দস্যুদের কবল থেকে মুক্তির পর ২৩ নাবিককে রিসিভ করতে দুবাই ছুটে যান জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাতের নেতৃত্বে একটি দল। সোমালিয়ার উপকূল থেকে মুক্ত হওয়ার ৯ দিনের মাথায় তীরের দেখা পান জাহাজটির ২৩ নাবিক।
জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম বলেন, বাংলাদেশ সময় সোমবার রাত পৌনে ১০টায় আল হামরিয়া বন্দরের জেটিতে জাহাজটি ভেড়ানো হয়। এমভি আবদুল্লাহ জাহাজটি হামরিয়ায় ভেড়ানোর সময় বন্দর জেটিতে আমিরাতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও শাহরিয়ার জাহান রাহাতের নেতৃত্বে কেএসআরএম গ্রুপের প্রতিনিধি দলটি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জিম্মিদশার পর ১৩ মার্চ দিবাগত রাতে ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ মুক্ত হয়। এরপরই জাহাজটি আল হামরিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। ৯ দিনের মাথায় বন্দরে পৌঁছায় জাহাজটি। ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে জাহাজটি দস্যুদের কবলে পড়েছিল বলে জানান মালিকপক্ষের মুখপাত্র মো. মিজানুল ইসলাম।

সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরের জেটিতে থাকা এমভি আবদুল্লাহ জাহাজ থেকে কয়লা খালাস কার্যক্রম চলছে। গতকাল সোমবার রাত পৌনে ১০টায় (বাংলাদেশ সময়) জাহাজটি জেটিতে ভেড়ার পর রাত ২টা থেকে কয়লা খালাস শুরু হয়।
এদিকে জলদস্যুর হাত থেকে মুক্ত এমভি আবদুল্লাহর ২৩ নাবিকই সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে জাহাজে করেই চট্টগ্রামে ফিরবেন। এর আগে দুজনের উড়োজাহাজে চড়ে আসার কথা ছিল। তবে জাহাজটি আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছার পর তাঁরা মত পরিবর্তন করেন।
আজ মঙ্গলবার কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম সংযুক্ত আরব আমিরাত থেকে এসব তথ্য জানান।
এদিকে জাহাজটি কয়লা খালাসের পর আবার পণ্য বোঝাই করে চট্টগ্রামে ফেরার কথা রয়েছে। সোমালি দস্যুদের কবল থেকে মুক্তির পর ২৩ নাবিককে রিসিভ করতে দুবাই ছুটে যান জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাতের নেতৃত্বে একটি দল। সোমালিয়ার উপকূল থেকে মুক্ত হওয়ার ৯ দিনের মাথায় তীরের দেখা পান জাহাজটির ২৩ নাবিক।
জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম বলেন, বাংলাদেশ সময় সোমবার রাত পৌনে ১০টায় আল হামরিয়া বন্দরের জেটিতে জাহাজটি ভেড়ানো হয়। এমভি আবদুল্লাহ জাহাজটি হামরিয়ায় ভেড়ানোর সময় বন্দর জেটিতে আমিরাতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও শাহরিয়ার জাহান রাহাতের নেতৃত্বে কেএসআরএম গ্রুপের প্রতিনিধি দলটি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জিম্মিদশার পর ১৩ মার্চ দিবাগত রাতে ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ মুক্ত হয়। এরপরই জাহাজটি আল হামরিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। ৯ দিনের মাথায় বন্দরে পৌঁছায় জাহাজটি। ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে জাহাজটি দস্যুদের কবলে পড়েছিল বলে জানান মালিকপক্ষের মুখপাত্র মো. মিজানুল ইসলাম।

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালী সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর গাজী যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে।
৫ মিনিট আগে
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
১১ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
১৭ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে