নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরের জেটিতে থাকা এমভি আবদুল্লাহ জাহাজ থেকে কয়লা খালাস কার্যক্রম চলছে। গতকাল সোমবার রাত পৌনে ১০টায় (বাংলাদেশ সময়) জাহাজটি জেটিতে ভেড়ার পর রাত ২টা থেকে কয়লা খালাস শুরু হয়।
এদিকে জলদস্যুর হাত থেকে মুক্ত এমভি আবদুল্লাহর ২৩ নাবিকই সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে জাহাজে করেই চট্টগ্রামে ফিরবেন। এর আগে দুজনের উড়োজাহাজে চড়ে আসার কথা ছিল। তবে জাহাজটি আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছার পর তাঁরা মত পরিবর্তন করেন।
আজ মঙ্গলবার কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম সংযুক্ত আরব আমিরাত থেকে এসব তথ্য জানান।
এদিকে জাহাজটি কয়লা খালাসের পর আবার পণ্য বোঝাই করে চট্টগ্রামে ফেরার কথা রয়েছে। সোমালি দস্যুদের কবল থেকে মুক্তির পর ২৩ নাবিককে রিসিভ করতে দুবাই ছুটে যান জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাতের নেতৃত্বে একটি দল। সোমালিয়ার উপকূল থেকে মুক্ত হওয়ার ৯ দিনের মাথায় তীরের দেখা পান জাহাজটির ২৩ নাবিক।
জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম বলেন, বাংলাদেশ সময় সোমবার রাত পৌনে ১০টায় আল হামরিয়া বন্দরের জেটিতে জাহাজটি ভেড়ানো হয়। এমভি আবদুল্লাহ জাহাজটি হামরিয়ায় ভেড়ানোর সময় বন্দর জেটিতে আমিরাতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও শাহরিয়ার জাহান রাহাতের নেতৃত্বে কেএসআরএম গ্রুপের প্রতিনিধি দলটি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জিম্মিদশার পর ১৩ মার্চ দিবাগত রাতে ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ মুক্ত হয়। এরপরই জাহাজটি আল হামরিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। ৯ দিনের মাথায় বন্দরে পৌঁছায় জাহাজটি। ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে জাহাজটি দস্যুদের কবলে পড়েছিল বলে জানান মালিকপক্ষের মুখপাত্র মো. মিজানুল ইসলাম।

সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরের জেটিতে থাকা এমভি আবদুল্লাহ জাহাজ থেকে কয়লা খালাস কার্যক্রম চলছে। গতকাল সোমবার রাত পৌনে ১০টায় (বাংলাদেশ সময়) জাহাজটি জেটিতে ভেড়ার পর রাত ২টা থেকে কয়লা খালাস শুরু হয়।
এদিকে জলদস্যুর হাত থেকে মুক্ত এমভি আবদুল্লাহর ২৩ নাবিকই সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে জাহাজে করেই চট্টগ্রামে ফিরবেন। এর আগে দুজনের উড়োজাহাজে চড়ে আসার কথা ছিল। তবে জাহাজটি আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছার পর তাঁরা মত পরিবর্তন করেন।
আজ মঙ্গলবার কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম সংযুক্ত আরব আমিরাত থেকে এসব তথ্য জানান।
এদিকে জাহাজটি কয়লা খালাসের পর আবার পণ্য বোঝাই করে চট্টগ্রামে ফেরার কথা রয়েছে। সোমালি দস্যুদের কবল থেকে মুক্তির পর ২৩ নাবিককে রিসিভ করতে দুবাই ছুটে যান জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাতের নেতৃত্বে একটি দল। সোমালিয়ার উপকূল থেকে মুক্ত হওয়ার ৯ দিনের মাথায় তীরের দেখা পান জাহাজটির ২৩ নাবিক।
জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম বলেন, বাংলাদেশ সময় সোমবার রাত পৌনে ১০টায় আল হামরিয়া বন্দরের জেটিতে জাহাজটি ভেড়ানো হয়। এমভি আবদুল্লাহ জাহাজটি হামরিয়ায় ভেড়ানোর সময় বন্দর জেটিতে আমিরাতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও শাহরিয়ার জাহান রাহাতের নেতৃত্বে কেএসআরএম গ্রুপের প্রতিনিধি দলটি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জিম্মিদশার পর ১৩ মার্চ দিবাগত রাতে ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ মুক্ত হয়। এরপরই জাহাজটি আল হামরিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। ৯ দিনের মাথায় বন্দরে পৌঁছায় জাহাজটি। ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে জাহাজটি দস্যুদের কবলে পড়েছিল বলে জানান মালিকপক্ষের মুখপাত্র মো. মিজানুল ইসলাম।

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ করেছে সশস্ত্র বনদস্যু বাহিনী। গতকাল শুক্রবার বিকেলে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার কেনুর খাল থেকে তাঁদের অপহরণ করা হয়। শনিবার (৩ জানুয়ারি) রাতে বিষয়টি জানাজানি হয়।
৪ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
৩৪ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুই হাত ঝলসানো ও গলাকাটা অবস্থায় মো. রিপন মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজারের পেছনের জমিতে থাকা একটি বিদ্যুতের খুঁটির নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৪৩ মিনিট আগে
বিক্ষোভ কর্মসূচিতে ভেনেজুয়েলায় অবিলম্বে হামলা বন্ধ, প্রেসিডেন্ট মাদুরোকে সুস্থ অবস্থায় দেশে ফেরত পাঠানো এবং আগ্রাসনের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে যুক্তরাষ্ট্রকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানানো হয়।
১ ঘণ্টা আগে