Ajker Patrika

টেকনাফে নৌবাহিনীর অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ‘শীর্ষ সন্ত্রাসী’ গুলিবিদ্ধ

কক্সবাজার প্রতিনিধি
টেকনাফে নৌবাহিনীর অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ‘শীর্ষ সন্ত্রাসী’ গুলিবিদ্ধ
হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ মো. রফিক। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের টেকনাফে অভিযানের সময় নৌবাহিনীর এক সদস্যের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মো. রফিক (২৭) ওই ইউনিয়নের কম্বনিয়া পাড়ার বাসিন্দা। তিনি শীর্ষ সন্ত্রাসী ও অপহরণ চক্রের হোতা বলে দাবি করছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যার সময় নৌবাহিনীর একটি দল পশ্চিম মহেশখালীয়া পাড়ায় বিশেষ অভিযানে যায়। নৌবাহিনীর সদস্যরা শীর্ষ অপহরণকারী ও সন্ত্রাসী রফিককে গ্রেপ্তারের জন্য তাঁর বাড়িতে অভিযান শুরু করেন। এ সময় রফিক নৌবাহিনীর এক সদস্যের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন। তখন ধস্তাধস্তির মধ্যে অস্ত্র থেকে গুলি বের হয়ে রফিকের কোমরের ওপরে পেটের বাঁ পাশে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ রফিককে নৌবাহিনী কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছে।

ওসি গিয়াস বলেন, রফিকের বিরুদ্ধে অপহরণ, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত