চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ছেলে পড়ালেখা করছে দশম শ্রেণিতে। কিন্তু নিজে অংশগ্রহণ করেছেন এসএসসি পরীক্ষায়। ৫৪ বছর বয়সে এসএসসি পাস করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন আব্দুল হান্নান। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামে। এমন ঘটনায় স্থানীয়রাও বেশ উচ্ছ্বসিত।
জানা গেছে, মৃত মোহাম্মদ মঞ্জুরের ছেলে মোহাম্মদ আব্দুল হান্নান এ বছর তেলকুপি জামিলা স্বরণি ভকেশনাল ইনস্টিটিউট থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তিনি জিপিএ ৪ দশমিক ১১ পেয়ে সবাইকে অবাক করে দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে ফলাফল প্রকাশের পর তাঁকে শুভেচ্ছা জানান স্বজন ও এলাকাবাসী।
মোহাম্মদ আব্দুল হান্নানের ছেলে মো. জাহিদ হাসান জনি স্থানীয় বিনোদপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
আব্দুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি চাঁপাইনবাবগঞ্জ কোর্টে দলিল লেখার কাজ শিখছি। এ পেশায় যোগদান করে পরিচয়পত্র পেতে হলে ন্যূনতম এসএসসি পাসের সার্টিফিকেট লাগবে। তাই আমি গত ২০১৮ সালে তেলকুপি জামিলা স্বরণি ভকেশনাল ইনস্টিটিউট স্কুলে ভর্তি হই। কিন্তু ২০২০ সালে আমার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা থাকলেও করোনার করণে তা দেওয়া হয়নি। এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৪ দশমিক ১১ পেয়ে উত্তীর্ণ হয়েছি।’
হান্নান আরও বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা গ্রহণ করতে কোনো বয়স বাধা হতে পারে না। আমার পরীক্ষার ফলাফলে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। শিক্ষা ছাড়া দেশ ও জাতি অন্ধকারে নিমজ্জিত থাকবে।’
হান্নানের ছেলে মো. জাহিদ হাসান জনি বলেন, ‘আমার আব্বা এবার পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৪ দশমিক ১১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। আমি সামনের বছর এসএসসি পরীক্ষা দিয়ে আব্বার থেকে ভালো রেজাল্ট করব।’

ছেলে পড়ালেখা করছে দশম শ্রেণিতে। কিন্তু নিজে অংশগ্রহণ করেছেন এসএসসি পরীক্ষায়। ৫৪ বছর বয়সে এসএসসি পাস করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন আব্দুল হান্নান। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামে। এমন ঘটনায় স্থানীয়রাও বেশ উচ্ছ্বসিত।
জানা গেছে, মৃত মোহাম্মদ মঞ্জুরের ছেলে মোহাম্মদ আব্দুল হান্নান এ বছর তেলকুপি জামিলা স্বরণি ভকেশনাল ইনস্টিটিউট থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তিনি জিপিএ ৪ দশমিক ১১ পেয়ে সবাইকে অবাক করে দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে ফলাফল প্রকাশের পর তাঁকে শুভেচ্ছা জানান স্বজন ও এলাকাবাসী।
মোহাম্মদ আব্দুল হান্নানের ছেলে মো. জাহিদ হাসান জনি স্থানীয় বিনোদপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
আব্দুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি চাঁপাইনবাবগঞ্জ কোর্টে দলিল লেখার কাজ শিখছি। এ পেশায় যোগদান করে পরিচয়পত্র পেতে হলে ন্যূনতম এসএসসি পাসের সার্টিফিকেট লাগবে। তাই আমি গত ২০১৮ সালে তেলকুপি জামিলা স্বরণি ভকেশনাল ইনস্টিটিউট স্কুলে ভর্তি হই। কিন্তু ২০২০ সালে আমার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা থাকলেও করোনার করণে তা দেওয়া হয়নি। এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৪ দশমিক ১১ পেয়ে উত্তীর্ণ হয়েছি।’
হান্নান আরও বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা গ্রহণ করতে কোনো বয়স বাধা হতে পারে না। আমার পরীক্ষার ফলাফলে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। শিক্ষা ছাড়া দেশ ও জাতি অন্ধকারে নিমজ্জিত থাকবে।’
হান্নানের ছেলে মো. জাহিদ হাসান জনি বলেন, ‘আমার আব্বা এবার পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৪ দশমিক ১১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। আমি সামনের বছর এসএসসি পরীক্ষা দিয়ে আব্বার থেকে ভালো রেজাল্ট করব।’

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৫ ঘণ্টা আগে