চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের ছোড়া গুলিতে মো. শরিফুল ইসলাম ভোদু (২৪) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে শিংনগর সীমান্তের ৭২ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। এ সময় আরও দুজন আহত হয়েছেন।
নিহত শরিফুল ইসলাম মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মো. তাজ উদ্দিনের ছেলে।
আহতরা হলেন তৌহিদুল ইসলাম ও মো. বাবু। তাঁরা আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
মনাকষা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য মো. সেরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল দিবাগত রাত পৌনে ৩টার দিকে শিংনগর সীমান্ত দিয়ে ১২-১৩ জনের একটি চোরাচালানকারী দল গরু আনতে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। গরু নিয়ে ফেরার সময় ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শরিফুল ইসলাম মারা যান। এ সময় আরও দুজন আহত হন।
সেরাজুল ইসলাম আরও বলেন, ‘আহতরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা কিছু জানাতে পারেননি।’
এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ জানান, সীমান্তে হতাহতের ব্যাপারে তাঁর কাছে কোনো তথ্য নেই। তার পরেও খোঁজ নিচ্ছেন তিনি।
উল্লেখ্য, এর আগে ২১ ডিসেম্বর দিবাগত রাত ২টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৭০ শশ্মানী ক্যাম্পের সদস্যদের গুলিতে উপজেলার আজমতপুর গ্রামের ইব্রাহীম আলী (২৮) নামে এক যুবক নিহত হন। তাঁর মরদেহ এখনো ফেরত দেওয়া হয়নি।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের ছোড়া গুলিতে মো. শরিফুল ইসলাম ভোদু (২৪) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে শিংনগর সীমান্তের ৭২ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। এ সময় আরও দুজন আহত হয়েছেন।
নিহত শরিফুল ইসলাম মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মো. তাজ উদ্দিনের ছেলে।
আহতরা হলেন তৌহিদুল ইসলাম ও মো. বাবু। তাঁরা আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
মনাকষা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য মো. সেরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল দিবাগত রাত পৌনে ৩টার দিকে শিংনগর সীমান্ত দিয়ে ১২-১৩ জনের একটি চোরাচালানকারী দল গরু আনতে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। গরু নিয়ে ফেরার সময় ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শরিফুল ইসলাম মারা যান। এ সময় আরও দুজন আহত হন।
সেরাজুল ইসলাম আরও বলেন, ‘আহতরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা কিছু জানাতে পারেননি।’
এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ জানান, সীমান্তে হতাহতের ব্যাপারে তাঁর কাছে কোনো তথ্য নেই। তার পরেও খোঁজ নিচ্ছেন তিনি।
উল্লেখ্য, এর আগে ২১ ডিসেম্বর দিবাগত রাত ২টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৭০ শশ্মানী ক্যাম্পের সদস্যদের গুলিতে উপজেলার আজমতপুর গ্রামের ইব্রাহীম আলী (২৮) নামে এক যুবক নিহত হন। তাঁর মরদেহ এখনো ফেরত দেওয়া হয়নি।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৪ ঘণ্টা আগে