চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর-আলীনগর রেলওয়ের পাশের রেলের জমিতে থাকা তিনটি নিম গাছ টেন্ডার ছাড়াই কাটার অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম মুহম্মদ মাসুমের বিরুদ্ধে। বুধবার (২৭ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার নেতৃত্বে এই গাছগুলো কাটা হয়।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার লোকজন ও গ্রাম পুলিশ দিয়ে মকরমপুর টেন্ডার এলাকার রেলওয়ের জমিতে থাকা তিনটি তাজা নিম গাছ কাটেন। গাছ কাটার খবর পেয়ে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর কাটা গাছগুলো আবার চেয়ারম্যানের জিম্মায়ই রেখে যান তারা। পরে চেয়ারম্যানের লোকজন ভ্যানযোগে গাছগুলো সরিয়ে স্থানীয় একটি করাতকলে নিয়ে রাখেন।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা ও আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহম্মদ মাসুম জানান, রেলওয়ের তিনটি নিম গাছ কাটা হয়েছে, এটা সত্য। তবে তার দাবি, গাছগুলো রহনপুর রেলওয়ে সেতুর পাটাতনের কাজে ব্যবহারের জন্য কাটা হয়েছে। তিনি স্বীকার করেন যে, রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তার লোকজন গাছগুলো কেটেছে। এর আগেও তিনি একই অজুহাতে সরকারি গাছ কাটার কথা স্বীকার করে বলেন, "ঈদের আগেও সরকারি গাছ কেটেছি। সেগুলোও রেলওয়ের সেতুর কাজে লাগানো হয়েছে। গাছগুলো জনস্বার্থে কাটা হয়েছে। বলতে পারেন অনিয়ম হয়েছে, কিন্তু দুর্নীতি হয়নি।"
রহনপুর রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্য সাইফুল ইসলাম জানান, ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী বাবুল আকতারের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার খবর যাচাই করা হয়। এরপর চেয়ারম্যানের সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলিয়ে গাছগুলো তার জিম্মায় রেখে আসা হয়। তবে গাছগুলো কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
অন্যদিকে, আমনুরা রেলওয়ে পুলিশের ইনচার্জ এসআই (তদন্তকারী কর্মকর্তা) মো. আইনুল হক জানান, রেলওয়ে থানায় অভিযোগের ভিত্তিতে তদন্ত করে তিনটি গাছ কাটার সত্যতা পাওয়া গেছে। জনপ্রতিনিধি হিসেবে গাছগুলো চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. বাবুল আকতার বলেন, "গাছ কাটার খবর পেয়ে আমরা রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠিয়ে গাছ কাটা বন্ধ করেছি।" তবে কাটা গাছগুলো বর্তমানে কোথায় আছে, এই প্রশ্নের কোনো সদুত্তর না দিয়ে তিনি ফোন কেটে দেন।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর-আলীনগর রেলওয়ের পাশের রেলের জমিতে থাকা তিনটি নিম গাছ টেন্ডার ছাড়াই কাটার অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম মুহম্মদ মাসুমের বিরুদ্ধে। বুধবার (২৭ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার নেতৃত্বে এই গাছগুলো কাটা হয়।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার লোকজন ও গ্রাম পুলিশ দিয়ে মকরমপুর টেন্ডার এলাকার রেলওয়ের জমিতে থাকা তিনটি তাজা নিম গাছ কাটেন। গাছ কাটার খবর পেয়ে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর কাটা গাছগুলো আবার চেয়ারম্যানের জিম্মায়ই রেখে যান তারা। পরে চেয়ারম্যানের লোকজন ভ্যানযোগে গাছগুলো সরিয়ে স্থানীয় একটি করাতকলে নিয়ে রাখেন।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা ও আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহম্মদ মাসুম জানান, রেলওয়ের তিনটি নিম গাছ কাটা হয়েছে, এটা সত্য। তবে তার দাবি, গাছগুলো রহনপুর রেলওয়ে সেতুর পাটাতনের কাজে ব্যবহারের জন্য কাটা হয়েছে। তিনি স্বীকার করেন যে, রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তার লোকজন গাছগুলো কেটেছে। এর আগেও তিনি একই অজুহাতে সরকারি গাছ কাটার কথা স্বীকার করে বলেন, "ঈদের আগেও সরকারি গাছ কেটেছি। সেগুলোও রেলওয়ের সেতুর কাজে লাগানো হয়েছে। গাছগুলো জনস্বার্থে কাটা হয়েছে। বলতে পারেন অনিয়ম হয়েছে, কিন্তু দুর্নীতি হয়নি।"
রহনপুর রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্য সাইফুল ইসলাম জানান, ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী বাবুল আকতারের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার খবর যাচাই করা হয়। এরপর চেয়ারম্যানের সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলিয়ে গাছগুলো তার জিম্মায় রেখে আসা হয়। তবে গাছগুলো কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
অন্যদিকে, আমনুরা রেলওয়ে পুলিশের ইনচার্জ এসআই (তদন্তকারী কর্মকর্তা) মো. আইনুল হক জানান, রেলওয়ে থানায় অভিযোগের ভিত্তিতে তদন্ত করে তিনটি গাছ কাটার সত্যতা পাওয়া গেছে। জনপ্রতিনিধি হিসেবে গাছগুলো চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. বাবুল আকতার বলেন, "গাছ কাটার খবর পেয়ে আমরা রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠিয়ে গাছ কাটা বন্ধ করেছি।" তবে কাটা গাছগুলো বর্তমানে কোথায় আছে, এই প্রশ্নের কোনো সদুত্তর না দিয়ে তিনি ফোন কেটে দেন।

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে দ্রুততম সময়ে ১৬ দশমিক ১ কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেছেন সাইফুল ইসলাম রাসেল। ৪ ঘণ্টা ১৫ মিনিট সময় নিয়ে তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে পৌঁছে প্রতিযোগিতা শেষ করেন।
১৩ মিনিট আগে
রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে চলে যাওয়ার সময় পেট্রলপাম্পের কর্মী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন চালক কামাল হোসেন।
১ ঘণ্টা আগে
পাবনায় অনুকূল চন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা পাণ্ডে হত্যা ও মুন্তাজ চেয়ারম্যানের হাত কাটা মামলার অন্যতম আসামি জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় অস্ত্র, গুলিসহ অস্ত্র তৈরির সরঞ্জাম।
১ ঘণ্টা আগে
আলম হোসেন বলেন, উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালককে সভাপতি, সহকারী পরিচালককে সদস্যসচিব এবং উত্তরা জোনের উপসহকারী পরিচালক, উত্তরার জ্যেষ্ঠ স্টেশন...
১ ঘণ্টা আগে