চাঁদপুর প্রতিনিধি

অবশেষে চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ এসবি খাল পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ শনিবার সকালে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন এই কার্যক্রমের উদ্বোধন করেছেন। জাতীয় যুব দিবস উপলক্ষে প্রতি জেলায় একটি খাল পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগের অংশ হিসেবে এসবি খালটি বাছাই করা হয়।
আজ শনিবার সকালে খালটির শহরের মুন্সেফপাড়া এলাকা অংশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। তাতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, রেড ক্রিসেন্ট সোসাইটি, নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশন, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীসহ দেড় শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।
পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের সদস্যরা জানান, শিক্ষার্থীদের নিয়ে তাদের এই সংগঠন। তাদের কাজের একটি অংশই হচ্ছে শহর পরিচ্ছন্ন রাখার কাজে সহায়তা করা। এই কাজে তাদের সংগঠনের ৪৫ জন সদস্য অংশগ্রহণ করেছে।
রেডক্রিসেন্ট সোসাইটির যুব সদস্য নুর মোহাম্মদ বলেন, ‘খালটির সংযোগ এক অংশ ছিল মেঘনা নদীর সঙ্গে, আরেক অংশ ডাকাতিয়া নদীর সঙ্গে। মেঘনা নদীর অংশ ভরাট হয়ে গেছে। ডাকাতিয়া নদীর অংশ আমরা কাজ শুরু করেছি। কাজে এসে কেউ অসুস্থ হয়ে পড়লে আমরা প্রাথমিক চিকিৎসা সেবা দেব। আমাদের কাজের সার্বিক নির্দেশনা দিচ্ছে জেলা প্রশাসন।’

বিডি ক্লিন চাঁদপুরের সদস্য মিথিলা বলেন, শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল হচ্ছে এসবি খাল। শহরবাসীকে জলাবদ্ধতা থেকে পরিত্রাণ রাখার জন্য আমাদের সদস্যরা এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করেছে।
পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ‘এটি আমাদের জাতীয় যুব দিবসের একটি কর্মসূচি। সেই কর্মসূচির আলোকে সারা দেশে একটি করে খাল পরিষ্কার করা হচ্ছে। তারই অংশ হিসেবে আমরা চাঁদপুর শহরের এসবি খালটি বাছাই করেছি। ডাকাতিয়া ও মেঘনা নদীর সংযোগ পর্যন্ত পরিষ্কার করা হবে। ভবিষ্যতে এই খালের অবৈধ দখলও উদ্ধার করা হবে।’
ডিসি আরও বলেন, ‘আমরা এই কাজে পৌরবাসীর সহযোগিতা চাচ্ছি এবং পাশাপাশি তাদের সচেতন হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ছাত্র ও যুবসমাজ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে। কিন্তু এটিকে ধরে রাখার কাজ হচ্ছে পৌরবাসীর। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ ১৫ দিন চলমান থাকবে। এরপর এই কাজটির তত্ত্বাবধান করবে চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ।’

অবশেষে চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ এসবি খাল পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ শনিবার সকালে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন এই কার্যক্রমের উদ্বোধন করেছেন। জাতীয় যুব দিবস উপলক্ষে প্রতি জেলায় একটি খাল পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগের অংশ হিসেবে এসবি খালটি বাছাই করা হয়।
আজ শনিবার সকালে খালটির শহরের মুন্সেফপাড়া এলাকা অংশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। তাতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, রেড ক্রিসেন্ট সোসাইটি, নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশন, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীসহ দেড় শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।
পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের সদস্যরা জানান, শিক্ষার্থীদের নিয়ে তাদের এই সংগঠন। তাদের কাজের একটি অংশই হচ্ছে শহর পরিচ্ছন্ন রাখার কাজে সহায়তা করা। এই কাজে তাদের সংগঠনের ৪৫ জন সদস্য অংশগ্রহণ করেছে।
রেডক্রিসেন্ট সোসাইটির যুব সদস্য নুর মোহাম্মদ বলেন, ‘খালটির সংযোগ এক অংশ ছিল মেঘনা নদীর সঙ্গে, আরেক অংশ ডাকাতিয়া নদীর সঙ্গে। মেঘনা নদীর অংশ ভরাট হয়ে গেছে। ডাকাতিয়া নদীর অংশ আমরা কাজ শুরু করেছি। কাজে এসে কেউ অসুস্থ হয়ে পড়লে আমরা প্রাথমিক চিকিৎসা সেবা দেব। আমাদের কাজের সার্বিক নির্দেশনা দিচ্ছে জেলা প্রশাসন।’

বিডি ক্লিন চাঁদপুরের সদস্য মিথিলা বলেন, শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল হচ্ছে এসবি খাল। শহরবাসীকে জলাবদ্ধতা থেকে পরিত্রাণ রাখার জন্য আমাদের সদস্যরা এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করেছে।
পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ‘এটি আমাদের জাতীয় যুব দিবসের একটি কর্মসূচি। সেই কর্মসূচির আলোকে সারা দেশে একটি করে খাল পরিষ্কার করা হচ্ছে। তারই অংশ হিসেবে আমরা চাঁদপুর শহরের এসবি খালটি বাছাই করেছি। ডাকাতিয়া ও মেঘনা নদীর সংযোগ পর্যন্ত পরিষ্কার করা হবে। ভবিষ্যতে এই খালের অবৈধ দখলও উদ্ধার করা হবে।’
ডিসি আরও বলেন, ‘আমরা এই কাজে পৌরবাসীর সহযোগিতা চাচ্ছি এবং পাশাপাশি তাদের সচেতন হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ছাত্র ও যুবসমাজ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে। কিন্তু এটিকে ধরে রাখার কাজ হচ্ছে পৌরবাসীর। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ ১৫ দিন চলমান থাকবে। এরপর এই কাজটির তত্ত্বাবধান করবে চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ।’

নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন।
৭ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের...
১৩ মিনিট আগে
সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
২৪ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ, আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত, পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তাঁরা
৩০ মিনিট আগে