চাঁদপুর প্রতিনিধি

অবশেষে চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ এসবি খাল পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ শনিবার সকালে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন এই কার্যক্রমের উদ্বোধন করেছেন। জাতীয় যুব দিবস উপলক্ষে প্রতি জেলায় একটি খাল পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগের অংশ হিসেবে এসবি খালটি বাছাই করা হয়।
আজ শনিবার সকালে খালটির শহরের মুন্সেফপাড়া এলাকা অংশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। তাতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, রেড ক্রিসেন্ট সোসাইটি, নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশন, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীসহ দেড় শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।
পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের সদস্যরা জানান, শিক্ষার্থীদের নিয়ে তাদের এই সংগঠন। তাদের কাজের একটি অংশই হচ্ছে শহর পরিচ্ছন্ন রাখার কাজে সহায়তা করা। এই কাজে তাদের সংগঠনের ৪৫ জন সদস্য অংশগ্রহণ করেছে।
রেডক্রিসেন্ট সোসাইটির যুব সদস্য নুর মোহাম্মদ বলেন, ‘খালটির সংযোগ এক অংশ ছিল মেঘনা নদীর সঙ্গে, আরেক অংশ ডাকাতিয়া নদীর সঙ্গে। মেঘনা নদীর অংশ ভরাট হয়ে গেছে। ডাকাতিয়া নদীর অংশ আমরা কাজ শুরু করেছি। কাজে এসে কেউ অসুস্থ হয়ে পড়লে আমরা প্রাথমিক চিকিৎসা সেবা দেব। আমাদের কাজের সার্বিক নির্দেশনা দিচ্ছে জেলা প্রশাসন।’

বিডি ক্লিন চাঁদপুরের সদস্য মিথিলা বলেন, শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল হচ্ছে এসবি খাল। শহরবাসীকে জলাবদ্ধতা থেকে পরিত্রাণ রাখার জন্য আমাদের সদস্যরা এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করেছে।
পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ‘এটি আমাদের জাতীয় যুব দিবসের একটি কর্মসূচি। সেই কর্মসূচির আলোকে সারা দেশে একটি করে খাল পরিষ্কার করা হচ্ছে। তারই অংশ হিসেবে আমরা চাঁদপুর শহরের এসবি খালটি বাছাই করেছি। ডাকাতিয়া ও মেঘনা নদীর সংযোগ পর্যন্ত পরিষ্কার করা হবে। ভবিষ্যতে এই খালের অবৈধ দখলও উদ্ধার করা হবে।’
ডিসি আরও বলেন, ‘আমরা এই কাজে পৌরবাসীর সহযোগিতা চাচ্ছি এবং পাশাপাশি তাদের সচেতন হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ছাত্র ও যুবসমাজ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে। কিন্তু এটিকে ধরে রাখার কাজ হচ্ছে পৌরবাসীর। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ ১৫ দিন চলমান থাকবে। এরপর এই কাজটির তত্ত্বাবধান করবে চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ।’

অবশেষে চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ এসবি খাল পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ শনিবার সকালে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন এই কার্যক্রমের উদ্বোধন করেছেন। জাতীয় যুব দিবস উপলক্ষে প্রতি জেলায় একটি খাল পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগের অংশ হিসেবে এসবি খালটি বাছাই করা হয়।
আজ শনিবার সকালে খালটির শহরের মুন্সেফপাড়া এলাকা অংশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। তাতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, রেড ক্রিসেন্ট সোসাইটি, নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশন, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীসহ দেড় শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।
পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের সদস্যরা জানান, শিক্ষার্থীদের নিয়ে তাদের এই সংগঠন। তাদের কাজের একটি অংশই হচ্ছে শহর পরিচ্ছন্ন রাখার কাজে সহায়তা করা। এই কাজে তাদের সংগঠনের ৪৫ জন সদস্য অংশগ্রহণ করেছে।
রেডক্রিসেন্ট সোসাইটির যুব সদস্য নুর মোহাম্মদ বলেন, ‘খালটির সংযোগ এক অংশ ছিল মেঘনা নদীর সঙ্গে, আরেক অংশ ডাকাতিয়া নদীর সঙ্গে। মেঘনা নদীর অংশ ভরাট হয়ে গেছে। ডাকাতিয়া নদীর অংশ আমরা কাজ শুরু করেছি। কাজে এসে কেউ অসুস্থ হয়ে পড়লে আমরা প্রাথমিক চিকিৎসা সেবা দেব। আমাদের কাজের সার্বিক নির্দেশনা দিচ্ছে জেলা প্রশাসন।’

বিডি ক্লিন চাঁদপুরের সদস্য মিথিলা বলেন, শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল হচ্ছে এসবি খাল। শহরবাসীকে জলাবদ্ধতা থেকে পরিত্রাণ রাখার জন্য আমাদের সদস্যরা এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করেছে।
পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ‘এটি আমাদের জাতীয় যুব দিবসের একটি কর্মসূচি। সেই কর্মসূচির আলোকে সারা দেশে একটি করে খাল পরিষ্কার করা হচ্ছে। তারই অংশ হিসেবে আমরা চাঁদপুর শহরের এসবি খালটি বাছাই করেছি। ডাকাতিয়া ও মেঘনা নদীর সংযোগ পর্যন্ত পরিষ্কার করা হবে। ভবিষ্যতে এই খালের অবৈধ দখলও উদ্ধার করা হবে।’
ডিসি আরও বলেন, ‘আমরা এই কাজে পৌরবাসীর সহযোগিতা চাচ্ছি এবং পাশাপাশি তাদের সচেতন হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ছাত্র ও যুবসমাজ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে। কিন্তু এটিকে ধরে রাখার কাজ হচ্ছে পৌরবাসীর। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ ১৫ দিন চলমান থাকবে। এরপর এই কাজটির তত্ত্বাবধান করবে চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ।’

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি–সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১৮ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
২১ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
২৮ মিনিট আগে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এই শোকজের নোটিশ দেন।
৩০ মিনিট আগে