চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে নোংরা পরিবেশে মেয়াদ ছাড়া খাদ্যসামগ্রী তৈরির অপরাধে দুটি কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার সদর উপজেলার মৈশাদী বাজার ও শিলন্দিয়া এলাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান চালানো হয়।
অভিযানের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। তিনি বলেন, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিশেষ টাস্কফোর্স সদরের মৈশাদী বাজার ও শিলন্দিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।
আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযানের সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া এবং নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে কাজী বেকারিকে ৫ হাজার ও একই অপরাধে হারুন বেকারিকে ১০ হাজারসহ মোট দুটি প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আব্দুল্লাহ আল ইমরান আরও বলেন, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ আবার এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এ ছাড়া নিয়মিত তদারকির অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা-অধিকারবিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য লিফলেট বিতরণ করা হয়।
অভিযান পরিচালনাকালে সব ব্যবসায়ীকে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্যতালিকা টাঙানো, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য-ওষুধ বিক্রি থেকে বিরত থাকা এবং অবৈধ মজুত করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা দেয়। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা-অধিকার সংরক্ষণ আব্দুল্লাহ আল ইমরান।

চাঁদপুরে নোংরা পরিবেশে মেয়াদ ছাড়া খাদ্যসামগ্রী তৈরির অপরাধে দুটি কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার সদর উপজেলার মৈশাদী বাজার ও শিলন্দিয়া এলাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান চালানো হয়।
অভিযানের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। তিনি বলেন, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিশেষ টাস্কফোর্স সদরের মৈশাদী বাজার ও শিলন্দিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।
আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযানের সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া এবং নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে কাজী বেকারিকে ৫ হাজার ও একই অপরাধে হারুন বেকারিকে ১০ হাজারসহ মোট দুটি প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আব্দুল্লাহ আল ইমরান আরও বলেন, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ আবার এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এ ছাড়া নিয়মিত তদারকির অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা-অধিকারবিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য লিফলেট বিতরণ করা হয়।
অভিযান পরিচালনাকালে সব ব্যবসায়ীকে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্যতালিকা টাঙানো, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য-ওষুধ বিক্রি থেকে বিরত থাকা এবং অবৈধ মজুত করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা দেয়। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা-অধিকার সংরক্ষণ আব্দুল্লাহ আল ইমরান।

নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন।
২ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের...
৮ মিনিট আগে
সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
১৯ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ, আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত, পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তাঁরা
২৫ মিনিট আগে