চাঁদপুর প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীরা শক্ত অবস্থানে আছেন। কেউ যদি রাতে ভোট দেওয়ার নিয়ম করেন, তাহলে বলতে চাই আমরা প্রস্তুত রয়েছি। দেশের জনগণ আর দিনের ভোট রাতে দেখতে চায় না।’
রেজাউল করীম আরও বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন আসছে। সরকার যদি সুষ্ঠু নির্বাচন না দেয়, তাহলে নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত আমরা নিতে পারি। মানুষের ভোটের, ভাতের ও শ্রমের অধিকার প্রতিষ্ঠার কথা বলে জনগণকে জিম্মি করে ভোটের অধিকার, নাগরিক ও মৌলিক অধিকার হরণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার স্লোগানধারীরাই প্রকৃত শোষক হিসেবে চিহ্নিত হয়েছে। এসব স্লোগানধারীদের প্রতিহত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে।’
আজ বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর এসব কথা বলেন।
রেজাউল করীম বলেন, ‘মালিক-শ্রমিকদের সম্পর্ক হবে ভাই ভাই। সে সম্পর্ক কি আমাদের সমাজে আছে? স্বাধীনতার ৫২ বছরে যারা ক্ষমতায় এসেছেন, তাঁরাই দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করে সুইচ ব্যাংকে রেখেছেন। যারা ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছেন, আপনাদের সেই সুযোগ আর নেই।’
যারা দুর্নীতি আর বিদেশে অর্থ পাচার করে জনগণকে ঠকিয়ে আসছেন, তাদের কারণে শ্রমজীবী ও পেশাজীবী মানুষ দিশেহারা বলে উল্লেখ করে রেজাউল করীম বলেন, ‘লাগামহীন দ্রব্যমূল্যের ফলে দুবেলা ভাতের জন্য, সুশিক্ষার জন্য, নাগরিক ও মৌলিক অধিকারের জন্য হাহাকার করছে মানুষ।’
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. আবুল বাশার তালুকদারের সভাপতিত্বে এইচ এম নিজাম ও আবু নাঈম তানভীরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সংখ্যালঘু-বিষয়ক সম্পাদক মকবুল হোসাইন, শ্রমিক আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি মোস্তফা কামাল, ইসলামী আন্দোলন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন, শ্রমিক আন্দোলন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মো. জয়নাল আবদিন ও সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদ সানী প্রমুখ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীরা শক্ত অবস্থানে আছেন। কেউ যদি রাতে ভোট দেওয়ার নিয়ম করেন, তাহলে বলতে চাই আমরা প্রস্তুত রয়েছি। দেশের জনগণ আর দিনের ভোট রাতে দেখতে চায় না।’
রেজাউল করীম আরও বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন আসছে। সরকার যদি সুষ্ঠু নির্বাচন না দেয়, তাহলে নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত আমরা নিতে পারি। মানুষের ভোটের, ভাতের ও শ্রমের অধিকার প্রতিষ্ঠার কথা বলে জনগণকে জিম্মি করে ভোটের অধিকার, নাগরিক ও মৌলিক অধিকার হরণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার স্লোগানধারীরাই প্রকৃত শোষক হিসেবে চিহ্নিত হয়েছে। এসব স্লোগানধারীদের প্রতিহত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে।’
আজ বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর এসব কথা বলেন।
রেজাউল করীম বলেন, ‘মালিক-শ্রমিকদের সম্পর্ক হবে ভাই ভাই। সে সম্পর্ক কি আমাদের সমাজে আছে? স্বাধীনতার ৫২ বছরে যারা ক্ষমতায় এসেছেন, তাঁরাই দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করে সুইচ ব্যাংকে রেখেছেন। যারা ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছেন, আপনাদের সেই সুযোগ আর নেই।’
যারা দুর্নীতি আর বিদেশে অর্থ পাচার করে জনগণকে ঠকিয়ে আসছেন, তাদের কারণে শ্রমজীবী ও পেশাজীবী মানুষ দিশেহারা বলে উল্লেখ করে রেজাউল করীম বলেন, ‘লাগামহীন দ্রব্যমূল্যের ফলে দুবেলা ভাতের জন্য, সুশিক্ষার জন্য, নাগরিক ও মৌলিক অধিকারের জন্য হাহাকার করছে মানুষ।’
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. আবুল বাশার তালুকদারের সভাপতিত্বে এইচ এম নিজাম ও আবু নাঈম তানভীরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সংখ্যালঘু-বিষয়ক সম্পাদক মকবুল হোসাইন, শ্রমিক আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি মোস্তফা কামাল, ইসলামী আন্দোলন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন, শ্রমিক আন্দোলন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মো. জয়নাল আবদিন ও সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদ সানী প্রমুখ।

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
১ ঘণ্টা আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
২ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
২ ঘণ্টা আগে