চাঁদপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
আজ শুক্রবার দুপুরে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলকে সু-সংগঠিত করার লক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সুজিত রায় নন্দী বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। আমাদের প্রথম কাজ শৃঙ্খলা ও ঐক্য। এ দুটো না থাকলে সাফল্য অর্জন করা সম্ভব নয়। তাই আমরা আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত মাঠে থাকব এবং অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা আমাকে পাঁচ বার দলের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি চেষ্টা করেছি সংগঠনের স্বার্থে কাজ করার জন্যে। বঙ্গবন্ধুর আদর্শের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে, শেখ হাসিনার প্রশ্নে কোনো আপস করি নাই, করব না। আমি সংগঠনের কাজের জন্য যেখানে গিয়েছি, সেখানেই সংগঠনের নেতারা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ এবং সহযোগিতা করেছেন। এ জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ।’
সুজিত রায় নন্দী আরও বলেন, ‘জেলা আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে চাঁদপুর জেলার সকল পর্যায়ের নেতারা আজ ঐক্যবদ্ধ। এই অবস্থান আরও শক্তিশালী করতে হবে।’
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্ব বক্তব্য রাখেন—জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম, আহসান উল্যাহ আখন্দ, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু পাটওয়ারীসহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
আজ শুক্রবার দুপুরে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলকে সু-সংগঠিত করার লক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সুজিত রায় নন্দী বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। আমাদের প্রথম কাজ শৃঙ্খলা ও ঐক্য। এ দুটো না থাকলে সাফল্য অর্জন করা সম্ভব নয়। তাই আমরা আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত মাঠে থাকব এবং অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা আমাকে পাঁচ বার দলের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি চেষ্টা করেছি সংগঠনের স্বার্থে কাজ করার জন্যে। বঙ্গবন্ধুর আদর্শের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে, শেখ হাসিনার প্রশ্নে কোনো আপস করি নাই, করব না। আমি সংগঠনের কাজের জন্য যেখানে গিয়েছি, সেখানেই সংগঠনের নেতারা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ এবং সহযোগিতা করেছেন। এ জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ।’
সুজিত রায় নন্দী আরও বলেন, ‘জেলা আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে চাঁদপুর জেলার সকল পর্যায়ের নেতারা আজ ঐক্যবদ্ধ। এই অবস্থান আরও শক্তিশালী করতে হবে।’
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্ব বক্তব্য রাখেন—জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম, আহসান উল্যাহ আখন্দ, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু পাটওয়ারীসহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনাগামী আন্তনগর ডাউন রূপসা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পাথর নিক্ষেপের ঘটনায় চার তরুণকে আটক করেছে জিআরপি পুলিশ। শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে পাথর নিক্ষেপের ঘটনায় কেউ আহত হয়নি।
৩৮ মিনিট আগে
পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি; বরং দলের কার্যক্রম চলমান থাকবে বলে জানাল দলটি। ইউপিডিএফের (গণতান্ত্রিক) বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করা হয়।
৪১ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে