ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

পানিতে ভাসছে ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্পনগরী। আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেন মহাসড়ক নির্মাণের জন্য ভরাট করে ফেলা হয়েছে বিসিক শিল্পনগরী সংলগ্ন একাধিক ছোট খাল। ফলে গত কয়েক দিনের বৃষ্টিপাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে শিল্পনগরীতে। কারখানার ভেতরে পানি ঢুকে বন্ধ হয়ে গেছে অন্তত ৩০ / ৩৫টি কারখানার উৎপাদন। কারখানাগুলোর ভেতরে পানি ঢোকার ফলে উৎপাদন বন্ধ হওয়ায় শ্রমিকেরা যেমন কর্মহীন হয়ে পড়েছেন, তেমনি মালিকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
ব্যবসায়ীদের দাবি প্রতিদিন ব্যবসায়ীদের অন্তত প্রায় এক কোটি টাকার ক্ষতি হচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা গেলে শিল্পনগরীর সকল কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন তাঁরা।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) অধীনে ১৯৯৭-৯৮ অর্থবছরে ব্রাহ্মণবাড়িয়া সদরের নন্দনপুর এলাকায় গড়ে ওঠে শিল্পনগরী। প্রায় ২২ একর আয়তনের শিল্পনগরীটিতে বর্তমানে ৬০টি কারখানা চালু রয়েছে। এর মধ্যে ১টি ওষুধ কারখানা, ১৭টি মেটাল কারখানা, ৮টি ফ্লাওয়ার মিল, ৩টি সাবান, ৩টি সোডিয়াম সিলিকেট, ৫টি বেকারি ও ১টি তারকাঁটাসহ বিভিন্ন পণ্যের কারখানা আছে। এসব কারখানায় কাজ করছেন প্রায় ৩ হাজার শ্রমিক।
ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্পনগরীর ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন বলেন, ‘পানি না সরার কারণে জলাবদ্ধতা তৈরি হয়ে অধিকাংশ কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা গেলে শিল্পনগরীর কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাবে। প্রতিদিন বিসিকের ব্যবসায়ীদের অন্তত প্রায় এক কোটি টাকার ক্ষতি হচ্ছে।’
ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্পনগরীর সহকারী মহাব্যবস্থাপক রোহন উদ্দিন ভূইয়া বলেন, ‘আশুগঞ্জ-আখাউড়া স্থলবন্দর চার লেন প্রকল্পের পরিচালককে চিঠি দিয়ে জানানো হয়েছিল—যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখে খালগুলো ভরাট করা হয়। কিন্তু সেটি না করে খালগুলো পুরোপুরি ভরাট করে ফেলা হয়েছে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।’
ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ ভৌমিক বলেন, ‘ভরাটকৃত জায়গা (খাল) সড়ক ও জনপথের। চার লেনের কারণে এখন জায়গাটি প্রয়োজন হচ্ছে বরং বিসিক শিল্পনগরী এত দিন সড়ক ও জনপথের জায়গায় বর্জ্য ফেলে আসছিল।’

পানিতে ভাসছে ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্পনগরী। আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেন মহাসড়ক নির্মাণের জন্য ভরাট করে ফেলা হয়েছে বিসিক শিল্পনগরী সংলগ্ন একাধিক ছোট খাল। ফলে গত কয়েক দিনের বৃষ্টিপাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে শিল্পনগরীতে। কারখানার ভেতরে পানি ঢুকে বন্ধ হয়ে গেছে অন্তত ৩০ / ৩৫টি কারখানার উৎপাদন। কারখানাগুলোর ভেতরে পানি ঢোকার ফলে উৎপাদন বন্ধ হওয়ায় শ্রমিকেরা যেমন কর্মহীন হয়ে পড়েছেন, তেমনি মালিকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
ব্যবসায়ীদের দাবি প্রতিদিন ব্যবসায়ীদের অন্তত প্রায় এক কোটি টাকার ক্ষতি হচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা গেলে শিল্পনগরীর সকল কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন তাঁরা।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) অধীনে ১৯৯৭-৯৮ অর্থবছরে ব্রাহ্মণবাড়িয়া সদরের নন্দনপুর এলাকায় গড়ে ওঠে শিল্পনগরী। প্রায় ২২ একর আয়তনের শিল্পনগরীটিতে বর্তমানে ৬০টি কারখানা চালু রয়েছে। এর মধ্যে ১টি ওষুধ কারখানা, ১৭টি মেটাল কারখানা, ৮টি ফ্লাওয়ার মিল, ৩টি সাবান, ৩টি সোডিয়াম সিলিকেট, ৫টি বেকারি ও ১টি তারকাঁটাসহ বিভিন্ন পণ্যের কারখানা আছে। এসব কারখানায় কাজ করছেন প্রায় ৩ হাজার শ্রমিক।
ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্পনগরীর ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন বলেন, ‘পানি না সরার কারণে জলাবদ্ধতা তৈরি হয়ে অধিকাংশ কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা গেলে শিল্পনগরীর কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাবে। প্রতিদিন বিসিকের ব্যবসায়ীদের অন্তত প্রায় এক কোটি টাকার ক্ষতি হচ্ছে।’
ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্পনগরীর সহকারী মহাব্যবস্থাপক রোহন উদ্দিন ভূইয়া বলেন, ‘আশুগঞ্জ-আখাউড়া স্থলবন্দর চার লেন প্রকল্পের পরিচালককে চিঠি দিয়ে জানানো হয়েছিল—যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখে খালগুলো ভরাট করা হয়। কিন্তু সেটি না করে খালগুলো পুরোপুরি ভরাট করে ফেলা হয়েছে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।’
ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ ভৌমিক বলেন, ‘ভরাটকৃত জায়গা (খাল) সড়ক ও জনপথের। চার লেনের কারণে এখন জায়গাটি প্রয়োজন হচ্ছে বরং বিসিক শিল্পনগরী এত দিন সড়ক ও জনপথের জায়গায় বর্জ্য ফেলে আসছিল।’

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২ ঘণ্টা আগে