ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জুলাই-আগস্ট বিপ্লবের চেতনাকে বুকে ধারণ করে তরুণ প্রজন্মকে আগামী দিনে দেশ গড়ার যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা-বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক দিদারুল আলম বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবের সাহসী বীর তরুণেরা আমাদের এই শ্বাসরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে এনেছে। জাতিকে মুক্ত করতে ২ হাজার তরুণ শাহাদাতবরণ করেছে। আহত হয়ে পঙ্গু হয়েছে অসংখ্য তরুণ। এ ইতিহাস ভুলে গেলে চলবে না। জুলাই-আগস্ট বিপ্লবের চেতনাকে বুকে ধারণ করে তরুণ প্রজন্মকে আগামী দিনে দেশ গড়ার যোগ্য করে গড়ে তুলতে হবে।’
একসময় ফেসবুকে স্ট্যাটাস দিলেও চাকরি হারানোর ভয় ছিল বলে মন্তব্য করে জেলা প্রশাসক বলেন, ‘আমি নিজে রোহিঙ্গা ইস্যুতে বিবেকের তাড়নায় ফেসবুকে স্ট্যাটাস দিতে গিয়ে বিব্রত অবস্থায় পড়েছিলাম।’
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ, জামায়াতে ইসলামীর উপজেলা আমির শাহজাহান ভূঁইয়া, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, শহর শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা, মসজিদের ইমাম, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি তারুণ্যের উৎসব উপলক্ষে ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম আশুগঞ্জ উপজেলা চত্বরে আয়োজিত তিন দিনব্যাপী তারুণ্যের উৎসবের শুভ উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

জুলাই-আগস্ট বিপ্লবের চেতনাকে বুকে ধারণ করে তরুণ প্রজন্মকে আগামী দিনে দেশ গড়ার যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা-বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক দিদারুল আলম বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবের সাহসী বীর তরুণেরা আমাদের এই শ্বাসরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে এনেছে। জাতিকে মুক্ত করতে ২ হাজার তরুণ শাহাদাতবরণ করেছে। আহত হয়ে পঙ্গু হয়েছে অসংখ্য তরুণ। এ ইতিহাস ভুলে গেলে চলবে না। জুলাই-আগস্ট বিপ্লবের চেতনাকে বুকে ধারণ করে তরুণ প্রজন্মকে আগামী দিনে দেশ গড়ার যোগ্য করে গড়ে তুলতে হবে।’
একসময় ফেসবুকে স্ট্যাটাস দিলেও চাকরি হারানোর ভয় ছিল বলে মন্তব্য করে জেলা প্রশাসক বলেন, ‘আমি নিজে রোহিঙ্গা ইস্যুতে বিবেকের তাড়নায় ফেসবুকে স্ট্যাটাস দিতে গিয়ে বিব্রত অবস্থায় পড়েছিলাম।’
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ, জামায়াতে ইসলামীর উপজেলা আমির শাহজাহান ভূঁইয়া, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, শহর শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা, মসজিদের ইমাম, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি তারুণ্যের উৎসব উপলক্ষে ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম আশুগঞ্জ উপজেলা চত্বরে আয়োজিত তিন দিনব্যাপী তারুণ্যের উৎসবের শুভ উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন।
৮ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের...
১৪ মিনিট আগে
সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
২৫ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ, আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত, পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তাঁরা
৩২ মিনিট আগে