Ajker Patrika

ছাত্রলীগ নেতা বহিষ্কারের বিজ্ঞপ্তি দেওয়া ছাত্রদল নেতাকে অব্যাহতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৫: ২২
ছাত্রলীগ নেতা বহিষ্কারের বিজ্ঞপ্তি দেওয়া ছাত্রদল নেতাকে অব্যাহতি

ছাত্রলীগের এক নেতাকে ছাত্রদল থেকে বহিষ্কার করে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে তাঁকে সংগঠনের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী ফুজায়েল।

এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে সদস্যপদ পাওয়া আবির মোহাম্মদ সোহাগকে ছাত্রদল থেকে বহিষ্কার করে বুধবার নিজের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেন সাইফুল ইসলাম ভূঁইয়া। বিজ্ঞপ্তিতে সোহাগকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক উল্লেখ করে ছাত্রলীগের সদস্যপদ পাওয়ায় তাঁকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয় বলে উল্লেখ করেন তিনি। 

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী ফুজায়েল বলেন, ছাত্রদলের প্যাডে আবির মোহাম্মদ সোহাগ নামে একজনকে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত উল্লেখ করে বহিষ্কার করার নির্দেশ দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেন সাইফুল। সোহাগ আমাদের সংগঠনের কেউ না, তাকে কখনো ছাত্রদলের রাজনীতি করতে দেখিনি। সাইফুলের এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে তাঁকে সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ প্রার্থী, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত