প্রতিনিধি

বগুড়া: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে স্থান পাওয়া ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ প্রতিকৃতির সেই ১০০ বিঘা জমির ধান কাটা হচ্ছে। আজ সোমবার এই ধানকাটা উৎসব শুরু হয়।
‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ গিনেস বুকে স্থান করে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয় গত ১৬ মার্চ। চীনের রেকর্ড ভেঙে নতুন এ রেকর্ড গড়েছে বাংলাদেশ।
বালেন্দা গ্রামের ১২০ বিঘা জমি ইজারা নিয়ে শুরু হয় শস্যচিত্র তৈরির কাজ। এর মধ্যে ১০০ বিঘা জমিতে চীন থেকে আমদানি করা গারো বেগুনী ধান ও দেশি সবুজ হাইব্রিড ধানের শীষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবয়ব ফুটিয়ে তোলা হয়।
সরেজমিনে দেখা যায়, বালেন্দা গ্রামে শষ্যচিত্রে বঙ্গবন্ধু খেতের একশ বিঘা জমির ধান শীষের ভারে নুয়ে পড়েছে। সপ্তাহখানেক আগেই ধানগুলো কাটার উপযোগী হয়েছে।
আজ ধানকাটা উৎসবের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম।
উৎসবে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, বঙ্গবন্ধু জাতীয় পরিষদের সদস্য সচিব কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান সিআইপি।
এই শস্যচিত্রের উদ্যোক্তা প্রতিষ্ঠান ন্যাশনাল এগ্রিকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমান জানান, ধান কাটার পর এই ধান বগুড়ার কাহালু ন্যাশনাল এগ্রিকেয়ার প্রসেসিং সেন্টারে নিয়ে যাওয়া হবে। সেখানে ধানগুলো প্রসেসিং করা হবে। এই ধান পরবর্তীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় পরিষদের উদ্যোগে এবং বেসরকারি কোম্পানি ন্যাশনাল এগ্রিকেয়ারের সহযোগিতায় এই ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ নামে বিশাল আয়তনের প্রতিকৃতি তৈরি করা হয়। এই চিত্রকর্ম বিশ্বের সবচেয়ে বড় ‘শস্যচিত্র’ হিসেবে গত ১৬ মার্চ গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে অর্ন্তভুক্ত হয়। গত ৯ মার্চ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বাংলাদেশ প্রতিনিধিরা শস্যচিত্র সরেজমিনে পরিদর্শন করেন।
এর আগে গত ২৯ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ও উচ্চ ফলনশীল দুই ধরনের ধানের চারা রোপণের মাধ্যমে এই কর্মযজ্ঞের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

বগুড়া: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে স্থান পাওয়া ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ প্রতিকৃতির সেই ১০০ বিঘা জমির ধান কাটা হচ্ছে। আজ সোমবার এই ধানকাটা উৎসব শুরু হয়।
‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ গিনেস বুকে স্থান করে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয় গত ১৬ মার্চ। চীনের রেকর্ড ভেঙে নতুন এ রেকর্ড গড়েছে বাংলাদেশ।
বালেন্দা গ্রামের ১২০ বিঘা জমি ইজারা নিয়ে শুরু হয় শস্যচিত্র তৈরির কাজ। এর মধ্যে ১০০ বিঘা জমিতে চীন থেকে আমদানি করা গারো বেগুনী ধান ও দেশি সবুজ হাইব্রিড ধানের শীষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবয়ব ফুটিয়ে তোলা হয়।
সরেজমিনে দেখা যায়, বালেন্দা গ্রামে শষ্যচিত্রে বঙ্গবন্ধু খেতের একশ বিঘা জমির ধান শীষের ভারে নুয়ে পড়েছে। সপ্তাহখানেক আগেই ধানগুলো কাটার উপযোগী হয়েছে।
আজ ধানকাটা উৎসবের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম।
উৎসবে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, বঙ্গবন্ধু জাতীয় পরিষদের সদস্য সচিব কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান সিআইপি।
এই শস্যচিত্রের উদ্যোক্তা প্রতিষ্ঠান ন্যাশনাল এগ্রিকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমান জানান, ধান কাটার পর এই ধান বগুড়ার কাহালু ন্যাশনাল এগ্রিকেয়ার প্রসেসিং সেন্টারে নিয়ে যাওয়া হবে। সেখানে ধানগুলো প্রসেসিং করা হবে। এই ধান পরবর্তীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় পরিষদের উদ্যোগে এবং বেসরকারি কোম্পানি ন্যাশনাল এগ্রিকেয়ারের সহযোগিতায় এই ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ নামে বিশাল আয়তনের প্রতিকৃতি তৈরি করা হয়। এই চিত্রকর্ম বিশ্বের সবচেয়ে বড় ‘শস্যচিত্র’ হিসেবে গত ১৬ মার্চ গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে অর্ন্তভুক্ত হয়। গত ৯ মার্চ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বাংলাদেশ প্রতিনিধিরা শস্যচিত্র সরেজমিনে পরিদর্শন করেন।
এর আগে গত ২৯ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ও উচ্চ ফলনশীল দুই ধরনের ধানের চারা রোপণের মাধ্যমে এই কর্মযজ্ঞের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২ ঘণ্টা আগে