বগুড়া প্রতিনিধি

বগুড়া শহরে আজ শনিবার সন্ধ্যার পর থেকে ভোটকেন্দ্রের আশপাশে ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কমপক্ষে ১০ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ (প্রশাসন) স্নিগ্ধ আখতার বলেন, ‘বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রের আশপাশে ককটেল ও বিকট শব্দের পটকা ফোটানো হচ্ছে বলে শোনা যাচ্ছে। ভোটকেন্দ্রের আশপাশে পুলিশের টহল জোরদার করা হয়েছে।’
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া রেলস্টেশনের প্রবেশমুখে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রাত ৮টার দিকে শহরের সাতমাথার অদূরে বিআরটিসি বাস ডিপোর সামনে একটি ককটেলের বিস্ফোরিত হয়। একই সময়ে বড়গোলা টিনপট্টি এলাকায় একটি পানবোঝাই ট্রাকে পেট্রল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ট্রাকের ত্রিপলে আগুন ধরে যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলে।
বগুড়া শহরের ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, ‘আজ রাত সাড়ে ৮টার দিকে ভোটকেন্দ্রের সীমানাপ্রাচীরের বাইরে বিকট শব্দে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।’ একই কথা জানান বগুড়া ভান্ডারি স্কুলের প্রিসাইডিং কর্মকর্তা গোলাম মুর্শেদ।
এ ছাড়া আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে, সরকারি আজিজুল হক কলেজ পুরোনো ভবন ভোটকেন্দ্র, করনেশন ইনস্টিটিউশন ভোটকেন্দ্র, এরুলিয়া উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের যোগাযোগ করা হলে তাঁরা জানান, ভোটকেন্দ্রের বাইরে তাঁরা বিকট শব্দ শুনেছেন।

বগুড়া শহরে আজ শনিবার সন্ধ্যার পর থেকে ভোটকেন্দ্রের আশপাশে ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কমপক্ষে ১০ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ (প্রশাসন) স্নিগ্ধ আখতার বলেন, ‘বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রের আশপাশে ককটেল ও বিকট শব্দের পটকা ফোটানো হচ্ছে বলে শোনা যাচ্ছে। ভোটকেন্দ্রের আশপাশে পুলিশের টহল জোরদার করা হয়েছে।’
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া রেলস্টেশনের প্রবেশমুখে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রাত ৮টার দিকে শহরের সাতমাথার অদূরে বিআরটিসি বাস ডিপোর সামনে একটি ককটেলের বিস্ফোরিত হয়। একই সময়ে বড়গোলা টিনপট্টি এলাকায় একটি পানবোঝাই ট্রাকে পেট্রল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ট্রাকের ত্রিপলে আগুন ধরে যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলে।
বগুড়া শহরের ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, ‘আজ রাত সাড়ে ৮টার দিকে ভোটকেন্দ্রের সীমানাপ্রাচীরের বাইরে বিকট শব্দে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।’ একই কথা জানান বগুড়া ভান্ডারি স্কুলের প্রিসাইডিং কর্মকর্তা গোলাম মুর্শেদ।
এ ছাড়া আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে, সরকারি আজিজুল হক কলেজ পুরোনো ভবন ভোটকেন্দ্র, করনেশন ইনস্টিটিউশন ভোটকেন্দ্র, এরুলিয়া উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের যোগাযোগ করা হলে তাঁরা জানান, ভোটকেন্দ্রের বাইরে তাঁরা বিকট শব্দ শুনেছেন।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
১৭ মিনিট আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২৩ মিনিট আগে
সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
২৮ মিনিট আগে
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল হুমাইরা আক্তার মিম (১৫)। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বড় কিছু হওয়ার। কিন্তু গত শুক্রবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
৩২ মিনিট আগে