শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছে। আজ সোমবার বেলা সোয়া ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর জামতলা এলাকায় এ চাপা দেওয়া হয়।
নিহত দুজন হলো শরিফুল ইসলাম (৩২) ও তাঁর তিন বছর বয়সী মেয়ে সেজদা। প্রত্যক্ষদর্শীরা জানান, শরিফুল তাঁর মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি বাস তাঁদের চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় বাবা-মেয়েকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
যুবকের প্রাণহানি: শেরপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক নিহত ও আরও দুজন আহত হয়েছেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে বিশালপুর ইউনিয়নের ঝুপুনিয়া সেতুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম অলোক সরকার (২০)। তিনি উপজেলার হিন্দু পানিসাড়া গ্রামের বাসিন্দা। আহত হয়েছেন একই গ্রামের জয়ন্ত সরকার (২০) ও শুভ সরকার (১৯)। জয়ন্তকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুভ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, তিন বন্ধু মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ে বেড়াতে যাচ্ছিলেন। পথে তাঁরা দুর্ঘটনার শিকার হন। পরে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অলোককে মৃত ঘোষণা করেন।
২ যুবক আহত: দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুরের মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে মহাসড়কে বাসের সঙ্গে সংঘর্ষে একটি প্রাইভেট কার দুমড়েমুচড়ে গেছে। এতে মো. লিখন (২৮) ও মো. জীবন (৩০) নামের দুই যুবক আহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।
শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক ও শেরপুর থানার এসআই রবিউল ইসলাম দুর্ঘটনা তিনটির সত্যতা নিশ্চিত করে জানান, এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বগুড়ার শেরপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছে। আজ সোমবার বেলা সোয়া ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর জামতলা এলাকায় এ চাপা দেওয়া হয়।
নিহত দুজন হলো শরিফুল ইসলাম (৩২) ও তাঁর তিন বছর বয়সী মেয়ে সেজদা। প্রত্যক্ষদর্শীরা জানান, শরিফুল তাঁর মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি বাস তাঁদের চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় বাবা-মেয়েকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
যুবকের প্রাণহানি: শেরপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক নিহত ও আরও দুজন আহত হয়েছেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে বিশালপুর ইউনিয়নের ঝুপুনিয়া সেতুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম অলোক সরকার (২০)। তিনি উপজেলার হিন্দু পানিসাড়া গ্রামের বাসিন্দা। আহত হয়েছেন একই গ্রামের জয়ন্ত সরকার (২০) ও শুভ সরকার (১৯)। জয়ন্তকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুভ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, তিন বন্ধু মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ে বেড়াতে যাচ্ছিলেন। পথে তাঁরা দুর্ঘটনার শিকার হন। পরে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অলোককে মৃত ঘোষণা করেন।
২ যুবক আহত: দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুরের মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে মহাসড়কে বাসের সঙ্গে সংঘর্ষে একটি প্রাইভেট কার দুমড়েমুচড়ে গেছে। এতে মো. লিখন (২৮) ও মো. জীবন (৩০) নামের দুই যুবক আহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।
শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক ও শেরপুর থানার এসআই রবিউল ইসলাম দুর্ঘটনা তিনটির সত্যতা নিশ্চিত করে জানান, এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনাগামী আন্তনগর ডাউন রূপসা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পাথর নিক্ষেপের ঘটনায় চার তরুণকে আটক করেছে জিআরপি পুলিশ। শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে পাথর নিক্ষেপের ঘটনায় কেউ আহত হয়নি।
৩৫ মিনিট আগে
পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি; বরং দলের কার্যক্রম চলমান থাকবে বলে জানাল দলটি। ইউপিডিএফের (গণতান্ত্রিক) বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করা হয়।
৩৯ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে