Ajker Patrika

সন্তান জন্ম দিয়েই প্রাণ হারালেন করোনাক্রান্ত মা

বগুড়া প্রতিনিধি
সন্তান জন্ম দিয়েই প্রাণ হারালেন করোনাক্রান্ত মা

সন্তান জন্ম দিয়েই পৃথিবীকে বিদায় জানালেন করোনা আক্রান্ত মা সানজিদা (২৩)। পরিবারে নতুন সদস্য আসার আনন্দ এক নিমেষেই বিষাদে পরিণত হয়েছে। রোববার সকাল পৌনে ৯টার দিকে বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে মারা যান সানজিদা। মা মারা গেলেও সন্তান সুস্থ আছে। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দিবাগত রাত ২টার দিকে সানজিদাকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। পরে রোববার ভোর ৪টার দিকে ছেলে সন্তানের জন্ম দেন সানজিদা। 

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় জানান, অন্তঃসত্ত্বা ওই নারী করোনা আক্রান্ত ছিলেন। এ ছাড়া তিনি এক্লাম্পসিয়ায় (গর্ভবতী নারীদের খিঁচুনি) আক্রান্তও ছিলেন। অচেতন অবস্থায় শনিবার রাত ২টার দিকে হাসপাতালে তাকে ভর্তি করান তাঁর স্বজনরা। সন্তান জন্ম দেওয়ার পর রোববার সকালে পৌনে ৯টার দিকে মারা যান সানজিদা। তবে তাঁর সন্তান সুস্থ আছে। 

তিনি আরও জানান, সানজিদাকে হাসপাতালে ভর্তি করানো পর করোনা ইউনিটেই তাকে চিকিৎসা দেওয়া হয়। 

সানজিদা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের আটগ্রামের বাসিন্দা ছিলেন। তার স্বামীর নাম রিমন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত