প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা)

ফুল কাচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠকে নিজের আওতায় আনতে ব্লেড ও কাচ ভাঙা দিয়ে শিক্ষার্থী ও স্থানীয় শিশু-কিশোরদের খেলাধুলায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে গোলাম রহমান সোহেল হাওলার নামে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাট বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।
আজ সরেজমিনে গিয়ে জানা যায়, স্কুলের ছাত্র ও এলাকার শিশু-কিশোররা স্কুল মাঠে খেলাধুলা করায় স্থানীয় আওয়ামী লীগের নেতার ভাই, সাবেক চেয়ারম্যান এবং বিদ্যালয়ের সভাপতি নুরে আলম নীরবের ভাতিজা গোলাম রহমান সোহেল হাওলাদার গত ২৮ জুলাই স্কুলমাঠে ব্লেড এবং কাচ ভাঙা দিয়ে শিশু-কিশোরদের খেলাধুলায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।
স্থানীয় লোকজন ও স্কুলের ছাত্ররা মিলে মাঠে বিছানো সেই ব্লেড ও কাচ ভাঙা তুলে ফেলে। কিন্তু প্রভাবশালী সোহেল হাওলাদার মাঠের কাচ ভাঙা ওঠানো দেখে পরদিন ২৯ জুলাই সকালে তিনি ফের বাজার থেকে ব্লেড এনে সম্পূর্ণ মাঠে ছিটিয়ে দেন।
এলাকাবাসীরা জানান, এই লকডাউনে এলাকার ছোট ছোট ছেলেরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। এই পথ থেকে একমাত্র খেলাধুলার মাধ্যমে তাদের ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু এই খেলাধুলাকে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আবদুর রব কাজী, ইউপি সদস্য ও স্কুলের সভাপতিকে জানানো হলে তারা বিষয়টি আমলে না নেওয়ায় তাঁরা বাধ্য হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। ইউএনও পুলিশ নিয়ে গত ২ আগস্ট ও ৩ আগস্ট সেই স্কুল মাঠে গিয়ে ঘটনা সরেজমিনে পরিদর্শনে যান। স্কুল মাঠে ব্লেড ও কাচ ভাঙা দেখতে পেয়ে সেগুলো অপসারণের ব্যবস্থা করেন।
ফুল কাচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত জনাব কামাল হোসেন বলেন বিষয়টি দুঃখজনক আমি গতকাল খবর পেয়েছি এবং খুব দ্রুতই একটি মিটিং এ বসব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আসলে এলাকার প্রভাবশালী মহলের কাছে আমরা জিম্মি।
অভিযুক্ত গোলাম রহমান সোহেল এর কাছে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, বহিরাগত কিছু লোক এইখানে খেলাধুলা করে বিদায় বাধা দিয়েছি। কিন্তু স্কুলে কাচ বা ব্লেড ভাঙা ফেলে রাখেনি। কিছু লোক ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।
এ ব্যাপারে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, স্থানীয় গোলাম রহমান সোহেল হাওলাদার নামে এক ব্যক্তি ফুল কাচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলমাঠে ব্লেড ও কাচ ভাঙা ফেলে রেখেছে এমন খবর পেয়ে আমি দুই দিন ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পেয়েছি।

ফুল কাচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠকে নিজের আওতায় আনতে ব্লেড ও কাচ ভাঙা দিয়ে শিক্ষার্থী ও স্থানীয় শিশু-কিশোরদের খেলাধুলায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে গোলাম রহমান সোহেল হাওলার নামে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাট বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।
আজ সরেজমিনে গিয়ে জানা যায়, স্কুলের ছাত্র ও এলাকার শিশু-কিশোররা স্কুল মাঠে খেলাধুলা করায় স্থানীয় আওয়ামী লীগের নেতার ভাই, সাবেক চেয়ারম্যান এবং বিদ্যালয়ের সভাপতি নুরে আলম নীরবের ভাতিজা গোলাম রহমান সোহেল হাওলাদার গত ২৮ জুলাই স্কুলমাঠে ব্লেড এবং কাচ ভাঙা দিয়ে শিশু-কিশোরদের খেলাধুলায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।
স্থানীয় লোকজন ও স্কুলের ছাত্ররা মিলে মাঠে বিছানো সেই ব্লেড ও কাচ ভাঙা তুলে ফেলে। কিন্তু প্রভাবশালী সোহেল হাওলাদার মাঠের কাচ ভাঙা ওঠানো দেখে পরদিন ২৯ জুলাই সকালে তিনি ফের বাজার থেকে ব্লেড এনে সম্পূর্ণ মাঠে ছিটিয়ে দেন।
এলাকাবাসীরা জানান, এই লকডাউনে এলাকার ছোট ছোট ছেলেরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। এই পথ থেকে একমাত্র খেলাধুলার মাধ্যমে তাদের ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু এই খেলাধুলাকে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আবদুর রব কাজী, ইউপি সদস্য ও স্কুলের সভাপতিকে জানানো হলে তারা বিষয়টি আমলে না নেওয়ায় তাঁরা বাধ্য হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। ইউএনও পুলিশ নিয়ে গত ২ আগস্ট ও ৩ আগস্ট সেই স্কুল মাঠে গিয়ে ঘটনা সরেজমিনে পরিদর্শনে যান। স্কুল মাঠে ব্লেড ও কাচ ভাঙা দেখতে পেয়ে সেগুলো অপসারণের ব্যবস্থা করেন।
ফুল কাচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত জনাব কামাল হোসেন বলেন বিষয়টি দুঃখজনক আমি গতকাল খবর পেয়েছি এবং খুব দ্রুতই একটি মিটিং এ বসব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আসলে এলাকার প্রভাবশালী মহলের কাছে আমরা জিম্মি।
অভিযুক্ত গোলাম রহমান সোহেল এর কাছে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, বহিরাগত কিছু লোক এইখানে খেলাধুলা করে বিদায় বাধা দিয়েছি। কিন্তু স্কুলে কাচ বা ব্লেড ভাঙা ফেলে রাখেনি। কিছু লোক ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।
এ ব্যাপারে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, স্থানীয় গোলাম রহমান সোহেল হাওলাদার নামে এক ব্যক্তি ফুল কাচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলমাঠে ব্লেড ও কাচ ভাঙা ফেলে রেখেছে এমন খবর পেয়ে আমি দুই দিন ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পেয়েছি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আটতলা নতুন ভবনের ষষ্ঠ তলায় শিশু ওয়ার্ডে আগুনে প্রাণহানির ঘটনা না ঘটলেও আতঙ্কে রোগী ও স্বজনদের হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে লাগা আগুনে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...
২৩ মিনিট আগে
বাংলা চ্যানেল পাড়ি দিয়ে দ্রুততম সময়ে ১৬ দশমিক ১ কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেছেন সাইফুল ইসলাম রাসেল। ৪ ঘণ্টা ১৫ মিনিট সময় নিয়ে তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে পৌঁছে প্রতিযোগিতা শেষ করেন।
৩৮ মিনিট আগে
রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে চলে যাওয়ার সময় পেট্রলপাম্পের কর্মী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন চালক কামাল হোসেন।
১ ঘণ্টা আগে
পাবনায় অনুকূল চন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা পাণ্ডে হত্যা ও মুন্তাজ চেয়ারম্যানের হাত কাটা মামলার অন্যতম আসামি জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় অস্ত্র, গুলিসহ অস্ত্র তৈরির সরঞ্জাম।
১ ঘণ্টা আগে