নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে একটি সমবায় সমিতিতে জমানো টাকা ফেরত না পেয়ে সমিতির সহসভাপতিকে তুলে নিয়ে গেছেন গ্রাহকেরা। গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদের সামনে একটি ফটোকপির দোকানে আড়াই ঘণ্টা অবরুদ্ধ রাখার পর ‘বিনিময় ক্ষুদ্র সমবায় সমিতির’ সহসভাপতি মো. অলি আহমেদকে তুলে নিয়ে যাওয়া হয়।
নেছারাবাদ উপজেলা থেকে পিডি ৪৫ নামে লাইসেন্স নিয়ে জগন্নাথকাঠি বাজারে কাঠের পোলসংলগ্ন এলাকায় কার্যালয় খুলে ‘বিনিময় ক্ষুদ্র সমবায় সমিতি’ শুরু করেন অলি আহমেদ। সমিতির পরিচালক হিসেবে স্ত্রীর নাম দিয়ে নিজেকে সহসভাপতি হিসেবে পরিচয় দেন তিনি।
মাসের পর মাস ওই সমিতিতে টাকা জমিয়েছিলেন বেশ কয়েকজন দিনমজুর নারী। সোমবার টাকা নিতে এসে না পেয়ে হতাশ হয়ে সড়কে লুটিয়ে পড়েন তাঁরা। জহুরা নামে এক দিনমজুর কাঁদতে কাঁদতে জানান, তিনি ওই সমিতিতে ১ লাখ ১০ হাজার টাকা পাবেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অন্য গ্রাহকেরা। শতাধিক গ্রাহক অভিযোগ করেন, সমিতির কাছে তাদের ৮০ লাখ টাকার মতো পাওনা। গ্রাহকেরা ক্ষুব্ধ হয়ে অলি আহমেদকে সমিতির কার্যালয়ে নিয়ে যাওয়ার কথা বলে তুলে নিয়ে যান।
শাজাহান নামে সমিতির এক গ্রাহক বলেন, ‘আমি খেয়ে না-খেয়ে টাকা জমিয়েছি। সমিতির থেকে ১২ লাখ ২০ হাজার টাকা পাব। আজ দেব কাল দেব বলে ঘুরাচ্ছে। আমাকে একটা ব্যাংকের চেক দিয়েছে, কিন্তু ব্যাংকে টাকা নাই।’
রুহুল আমিন নামে এক সদস্য বলেন, তিনি ওই সমিতির কাছ থেকে ১ লাখ ৪২ হাজার টাকা পাবেন।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাসান রকি বলেন, ‘নেছারাবাদে সমবায় সমিতিগুলোর অবস্থা বর্তমানে খারাপ অবস্থায় আছে। এ উপজেলার পূর্বের সমবায় কর্মকর্তা যাকে-তাকে লাইসেন্স দিয়ে এ অবস্থা করেছেন।’

পিরোজপুরের নেছারাবাদে একটি সমবায় সমিতিতে জমানো টাকা ফেরত না পেয়ে সমিতির সহসভাপতিকে তুলে নিয়ে গেছেন গ্রাহকেরা। গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদের সামনে একটি ফটোকপির দোকানে আড়াই ঘণ্টা অবরুদ্ধ রাখার পর ‘বিনিময় ক্ষুদ্র সমবায় সমিতির’ সহসভাপতি মো. অলি আহমেদকে তুলে নিয়ে যাওয়া হয়।
নেছারাবাদ উপজেলা থেকে পিডি ৪৫ নামে লাইসেন্স নিয়ে জগন্নাথকাঠি বাজারে কাঠের পোলসংলগ্ন এলাকায় কার্যালয় খুলে ‘বিনিময় ক্ষুদ্র সমবায় সমিতি’ শুরু করেন অলি আহমেদ। সমিতির পরিচালক হিসেবে স্ত্রীর নাম দিয়ে নিজেকে সহসভাপতি হিসেবে পরিচয় দেন তিনি।
মাসের পর মাস ওই সমিতিতে টাকা জমিয়েছিলেন বেশ কয়েকজন দিনমজুর নারী। সোমবার টাকা নিতে এসে না পেয়ে হতাশ হয়ে সড়কে লুটিয়ে পড়েন তাঁরা। জহুরা নামে এক দিনমজুর কাঁদতে কাঁদতে জানান, তিনি ওই সমিতিতে ১ লাখ ১০ হাজার টাকা পাবেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অন্য গ্রাহকেরা। শতাধিক গ্রাহক অভিযোগ করেন, সমিতির কাছে তাদের ৮০ লাখ টাকার মতো পাওনা। গ্রাহকেরা ক্ষুব্ধ হয়ে অলি আহমেদকে সমিতির কার্যালয়ে নিয়ে যাওয়ার কথা বলে তুলে নিয়ে যান।
শাজাহান নামে সমিতির এক গ্রাহক বলেন, ‘আমি খেয়ে না-খেয়ে টাকা জমিয়েছি। সমিতির থেকে ১২ লাখ ২০ হাজার টাকা পাব। আজ দেব কাল দেব বলে ঘুরাচ্ছে। আমাকে একটা ব্যাংকের চেক দিয়েছে, কিন্তু ব্যাংকে টাকা নাই।’
রুহুল আমিন নামে এক সদস্য বলেন, তিনি ওই সমিতির কাছ থেকে ১ লাখ ৪২ হাজার টাকা পাবেন।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাসান রকি বলেন, ‘নেছারাবাদে সমবায় সমিতিগুলোর অবস্থা বর্তমানে খারাপ অবস্থায় আছে। এ উপজেলার পূর্বের সমবায় কর্মকর্তা যাকে-তাকে লাইসেন্স দিয়ে এ অবস্থা করেছেন।’

দীপু-মালেক জুটির পতনের মূল কারণ আস্থার সংকট ও আর্থিক অসংগতি। দীর্ঘদিন নিজেদের হাতে ব্যবসা পরিচালনার পর দায়িত্ব দিয়েছেন কর্মকর্তাদের হাতে। কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে লেনদেন পরিচালনার সময় অনিয়ম ও অননুমোদিত লেনদেনের অভিযোগ ওঠে, যা পারস্পরিক সন্দেহের জন্ম দেয়।
১ মিনিট আগে
গোপালগঞ্জের মুকসুদপুর সদরে একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ হাজার ৬০০ মণ পাট পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি। শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সরকারি টিঅ্যান্ডটি অফিসের সামনে সুনীল সাহার পাটের গুদামে আগুন লাগে।
৩৫ মিনিট আগে
বরগুনায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার হলে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অভিযোগে এক যুবলীগ নেতার স্ত্রীসহ দুই চাকরিপ্রার্থীকে আটক করেছে পুলিশ।
৪৩ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে শিয়ালের কামড়ে জাহেরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কামারখন্দ হাটখোলা এলাকায় এই ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আমজাদ আলীর স্ত্রী।
২ ঘণ্টা আগে