Ajker Patrika

বেতন চাওয়ায় শিক্ষকের ওপর হামলার অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২২, ২০: ৩৩
বেতন চাওয়ায় শিক্ষকের ওপর হামলার অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় স্কুলের বেতন চাওয়ায় জুলহাস চৌকিদার (২৬) নামের এক শিক্ষককে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামে মর্নিংসান ক্যাডেট স্কুলে এ ঘটনা ঘটে। আহতাবস্থায় ওই শিক্ষককে রাতেই স্বজনেরা কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছেন।  

জুলহাস জানান, তিনি ধানখালী মর্নিংসান ক্যাডেট স্কুলের জমিদাতা এবং প্রতিষ্ঠানের অংশীদার। এ ছাড়াও ওই স্কুলে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে আসছিলেন। কিন্তু তাঁকে স্কুলের শেয়ারের টাকার হিসাব এবং পাঁচ মাসের বকেয়া বেতন দেওয়ার কথা বলে অনেক দিন ধরে কালক্ষেপণ করছিল অন্য অংশীদারেরা। গতকাল সন্ধ্যায় স্কুলে গিয়ে প্রধান শিক্ষক জুয়েলের কাছে টাকা চাইলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির সৃষ্টি হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক জুয়েল হোসাইনের নেতৃত্বে পরিচালক সাইমুন ইসলাম সুমন ও স্বজল তাঁকে লাঠি দিয়ে পেটাতে থাকেন। নির্যাতনের একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে সেখান থেকে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে।  

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েল বলেন, ‘মারামারির ঘটনায় আমি জড়িত নই। বড় ভাই বাদশা ছোট ভাই জুলহাসকে মারধর করেছে।’  

বিদ্যালয়ের পরিচালক সুমন বলেন, জুলহাস বই বাবদ ১০ হাজার টাকা পাবেন কিন্তু বেতনের টাকা পাবেন না। কারণ, করোনাকালীন প্রতিষ্ঠান বন্ধ ছিল। 

কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত