পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী সদর উপজেলার এক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক নারী কর্মচারীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষককে অপসারণ ও শাস্তির দাবিতে আজ শুক্রবার সকাল ১০টার দিকে মানববন্ধন করেছে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।
মানবন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুস সালাম বিদ্যালয়ের এক আয়াকে যৌন হয়রানির চেষ্টা করেন। এ ছাড়া বিভিন্ন সময়ে ওই আয়ার সঙ্গে অসদাচরণ করেন তিনি। এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের কাছে অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওই শিক্ষক বিদ্যালয়ে যত দিন থাকবেন, তত দিন বিদ্যালয়ের নারী কর্মী ও ছাত্রীরা নিরাপদ নন। তাই নারী কর্মী ও ছাত্রীদের নিরাপত্তার জন্য এই শিক্ষককে বিদ্যালয় থেকে অপসারণ করতে হবে। সেই সঙ্গে এমন আচরণের জন্য তাঁকে শাস্তির আওতায় আনতে হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৮ অক্টোবর ভুক্তভোগী ওই নারী ওই শিক্ষকের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক আবদুস সালাম বলেন, ‘স্কুলের প্রধান শিক্ষক আমার বিরুদ্ধে লিড দিয়ে এ কাজগুলো করছেন। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’
এ বিষয়ে ওই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘আমি লিখিত অভিযোগ পাওয়ার পরেই সভাপতির সঙ্গে কথা বলেছি। তিনি এখন ঢাকায় রয়েছেন। তিনি এলে এ নিয়ে তদন্ত করা হবে।’
এ নিয়ে জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা মো. মুজিবুর রহমান বলেন, ‘অভিযোগের সত্যতা মিললে সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

পটুয়াখালী সদর উপজেলার এক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক নারী কর্মচারীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষককে অপসারণ ও শাস্তির দাবিতে আজ শুক্রবার সকাল ১০টার দিকে মানববন্ধন করেছে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।
মানবন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুস সালাম বিদ্যালয়ের এক আয়াকে যৌন হয়রানির চেষ্টা করেন। এ ছাড়া বিভিন্ন সময়ে ওই আয়ার সঙ্গে অসদাচরণ করেন তিনি। এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের কাছে অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওই শিক্ষক বিদ্যালয়ে যত দিন থাকবেন, তত দিন বিদ্যালয়ের নারী কর্মী ও ছাত্রীরা নিরাপদ নন। তাই নারী কর্মী ও ছাত্রীদের নিরাপত্তার জন্য এই শিক্ষককে বিদ্যালয় থেকে অপসারণ করতে হবে। সেই সঙ্গে এমন আচরণের জন্য তাঁকে শাস্তির আওতায় আনতে হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৮ অক্টোবর ভুক্তভোগী ওই নারী ওই শিক্ষকের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক আবদুস সালাম বলেন, ‘স্কুলের প্রধান শিক্ষক আমার বিরুদ্ধে লিড দিয়ে এ কাজগুলো করছেন। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’
এ বিষয়ে ওই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘আমি লিখিত অভিযোগ পাওয়ার পরেই সভাপতির সঙ্গে কথা বলেছি। তিনি এখন ঢাকায় রয়েছেন। তিনি এলে এ নিয়ে তদন্ত করা হবে।’
এ নিয়ে জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা মো. মুজিবুর রহমান বলেন, ‘অভিযোগের সত্যতা মিললে সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১৯ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২৩ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪৩ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১ ঘণ্টা আগে