পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী সদর উপজেলার এক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক নারী কর্মচারীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষককে অপসারণ ও শাস্তির দাবিতে আজ শুক্রবার সকাল ১০টার দিকে মানববন্ধন করেছে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।
মানবন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুস সালাম বিদ্যালয়ের এক আয়াকে যৌন হয়রানির চেষ্টা করেন। এ ছাড়া বিভিন্ন সময়ে ওই আয়ার সঙ্গে অসদাচরণ করেন তিনি। এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের কাছে অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওই শিক্ষক বিদ্যালয়ে যত দিন থাকবেন, তত দিন বিদ্যালয়ের নারী কর্মী ও ছাত্রীরা নিরাপদ নন। তাই নারী কর্মী ও ছাত্রীদের নিরাপত্তার জন্য এই শিক্ষককে বিদ্যালয় থেকে অপসারণ করতে হবে। সেই সঙ্গে এমন আচরণের জন্য তাঁকে শাস্তির আওতায় আনতে হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৮ অক্টোবর ভুক্তভোগী ওই নারী ওই শিক্ষকের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক আবদুস সালাম বলেন, ‘স্কুলের প্রধান শিক্ষক আমার বিরুদ্ধে লিড দিয়ে এ কাজগুলো করছেন। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’
এ বিষয়ে ওই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘আমি লিখিত অভিযোগ পাওয়ার পরেই সভাপতির সঙ্গে কথা বলেছি। তিনি এখন ঢাকায় রয়েছেন। তিনি এলে এ নিয়ে তদন্ত করা হবে।’
এ নিয়ে জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা মো. মুজিবুর রহমান বলেন, ‘অভিযোগের সত্যতা মিললে সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

পটুয়াখালী সদর উপজেলার এক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক নারী কর্মচারীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষককে অপসারণ ও শাস্তির দাবিতে আজ শুক্রবার সকাল ১০টার দিকে মানববন্ধন করেছে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।
মানবন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুস সালাম বিদ্যালয়ের এক আয়াকে যৌন হয়রানির চেষ্টা করেন। এ ছাড়া বিভিন্ন সময়ে ওই আয়ার সঙ্গে অসদাচরণ করেন তিনি। এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের কাছে অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওই শিক্ষক বিদ্যালয়ে যত দিন থাকবেন, তত দিন বিদ্যালয়ের নারী কর্মী ও ছাত্রীরা নিরাপদ নন। তাই নারী কর্মী ও ছাত্রীদের নিরাপত্তার জন্য এই শিক্ষককে বিদ্যালয় থেকে অপসারণ করতে হবে। সেই সঙ্গে এমন আচরণের জন্য তাঁকে শাস্তির আওতায় আনতে হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৮ অক্টোবর ভুক্তভোগী ওই নারী ওই শিক্ষকের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক আবদুস সালাম বলেন, ‘স্কুলের প্রধান শিক্ষক আমার বিরুদ্ধে লিড দিয়ে এ কাজগুলো করছেন। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’
এ বিষয়ে ওই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘আমি লিখিত অভিযোগ পাওয়ার পরেই সভাপতির সঙ্গে কথা বলেছি। তিনি এখন ঢাকায় রয়েছেন। তিনি এলে এ নিয়ে তদন্ত করা হবে।’
এ নিয়ে জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা মো. মুজিবুর রহমান বলেন, ‘অভিযোগের সত্যতা মিললে সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

ভুক্তভোগী নারীর মেয়ে বলেন, ‘জন্মের পর থেকে বাবাকে মাদক সেবন করতে দেখেছি। এ নিয়ে সংসারে সব সময় কলহ লেগে থাকত। আমাদের তিন ভাইবোনের কথা চিন্তা করে মা একসময় প্রবাসে যান। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। বাধ্য হয়ে গত বছরের ২৫ মে মা বাবাকে তালাক দেন।’
১৫ মিনিট আগে
দ্বৈত নাগরিকত্ব জটিলতায় এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল করেন। পরে নির্বাচন কমিশনে আপিল করলে ওই রায় এখনো অপেক্ষমাণ রয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুলশান কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে সাদিয়া রহমান মীম (২৭) নামের এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাদিয়া একটি পারলারে ও বারে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
১ ঘণ্টা আগে