মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় ককটেল বিস্ফোরণের অভিযোগে পৌর বিএনপির সাবেক সভাপতিসহ ১০২ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম মোল্লা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এর আগে গত শনিবার দিবাগত রাতে ব্যাংকপাড়ার আওয়ামী লীগের অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
জানা গেছে, পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম হুমায়ূন কবির ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুলসহ সহযোগী সংগঠনের ১০২ নেতা-কর্মীকে এজাহারনামীয় এবং ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় বলা হয়েছে, গত শনিবার দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে আসামিরা লোহার রড, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রসহ পৌরশহরের ব্যাংকপাড়ার আওয়ামী লীগ অফিসের সামনে এসে নেতা-কর্মীদের ধাওয়া করেন। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করেন তাঁরা। এতে আ. লীগ অফিসের টিনের বেড়া ও জানালার গ্লাস ভেঙে যায়। পরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যার উদ্দেশ্যে অফিসে ককটেল বোমা নিক্ষেপ করেন আসামিরা।
মামলার বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব রুহুল আমিন দুলাল বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের নামে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছে। এ মামলা দিয়ে মঠবাড়িয়া বিএনপিকে দুর্বল করা যাবে না। বরং আরও বেশি শক্তিশালী হবে।’
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ওই দিন রাতেই টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। একই সঙ্গে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

পিরোজপুরের মঠবাড়িয়ায় ককটেল বিস্ফোরণের অভিযোগে পৌর বিএনপির সাবেক সভাপতিসহ ১০২ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম মোল্লা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এর আগে গত শনিবার দিবাগত রাতে ব্যাংকপাড়ার আওয়ামী লীগের অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
জানা গেছে, পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম হুমায়ূন কবির ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুলসহ সহযোগী সংগঠনের ১০২ নেতা-কর্মীকে এজাহারনামীয় এবং ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় বলা হয়েছে, গত শনিবার দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে আসামিরা লোহার রড, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রসহ পৌরশহরের ব্যাংকপাড়ার আওয়ামী লীগ অফিসের সামনে এসে নেতা-কর্মীদের ধাওয়া করেন। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করেন তাঁরা। এতে আ. লীগ অফিসের টিনের বেড়া ও জানালার গ্লাস ভেঙে যায়। পরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যার উদ্দেশ্যে অফিসে ককটেল বোমা নিক্ষেপ করেন আসামিরা।
মামলার বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব রুহুল আমিন দুলাল বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের নামে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছে। এ মামলা দিয়ে মঠবাড়িয়া বিএনপিকে দুর্বল করা যাবে না। বরং আরও বেশি শক্তিশালী হবে।’
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ওই দিন রাতেই টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। একই সঙ্গে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
১৩ মিনিট আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
২৫ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
১ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
২ ঘণ্টা আগে