নাজমুল হাসান সাগর, বরিশাল থেকে

সকাল থেকে তীব্র রোদ আর ভাপসা গরমে নগরীর জনসাধারণের প্রাণ ওষ্ঠাগত। এদিকে আবার ভোটের উত্তাপ। দুপুরের পরে হাতপাখার প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে নগরীর কয়েকটি মোড়ে অবস্থান নিয়েছে চরমোনাইয়ের সমর্থকেরা ৷ বৃষ্টি আর চরমোনাই সমর্থকদের অবস্থানের ভয়ে ভোটার সংখ্যা কমতে শুরু করেছে ভোটকেন্দ্রগুলোতে। সব মিলিয়ে সুষ্ঠু ভোট ও নির্বাচনের ফলাফল নিয়ে সাধারণ ভোটার ও নগরবাসীর মনে দেখা দিয়েছে নানা শঙ্কা।
বেলা ২টার পর থেকে ঝুম বৃষ্টি শুরু হয়েছে নগরীতে ৷ তারও আগে থেকেই হাতপাখার প্রার্থী মুফতি মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলার অভিযোগে নগরীর তিনটি স্থানে অবস্থান নিয়েছে কর্মী ও সমর্থকেরা। এতে ভীতসন্ত্রস্ত বোধ করছেন নগরবাসী ও সাধারণ ভোটাররা। ভোটার উপস্থিতি কমতে শুরু করেছে কেন্দ্রগুলোতে। কোনো কোনো কেন্দ্রের বুথ তলিয়ে গেছে বৃষ্টির পানিতে।
বৃষ্টি আর হাতপাখার সমর্থকদের অবস্থান সব মিলিয়ে নির্বাচনী পরিস্থিতি নিয়ে ভয় ও শঙ্কার কথা জানালেন নগরীর লঞ্চঘাট এলাকার বাসিন্দা আবুল আজাদ মিয়া। তিনি বলেন, ‘একদিকে চরমোনাই সমর্থকদের অবস্থান, অন্যদিকে বৃষ্টি। এই অবস্থায় যেকোনো খারাপ পরিস্থিতি হতে পারে আজ। তাই আমরা সতর্কতা অবলম্বন করছি। দুই কারণেই দুপুরের পরে যারা ভোট দিতে বের হতে চেয়েছিলেন তারা কেউ আর বের হবেন না। এই সময় যেকোনো কিছুই হতে পারে।’
কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কমে গেছে। কোনো কোনো কেন্দ্রে পুরোনো ভোটাররাই আটকা আছেন। নগরীর ৬৬ নম্বর মতিনপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে দুটো ভোট কক্ষ পানিতে ডুবে গেছে ৷ বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এম এম জিয়াউর রহমান। তিনি বলেন, ‘আমাদের এখানে বৃষ্টিতে অনেক সমস্যা হচ্ছে। ভোটার তুলনামূলক কম। বৃষ্টির পানিতে বাইরের দুটি বুথ তলিয়ে গেছে ৷ কোনো রকমে ইভিএম মেশিনগুলো রক্ষা করতে পেরেছি।’
বিএম কলেজেও পুরান ভোটাররা আটকা এবং নতুন ভোটার খুব আর আসছেন না বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা সুব্রত সিকদার ৷ তিনি বলেন, ‘আমাদের এখানে পুরোনো (বৃষ্টির আগে আসা) ভোটার আটকা আছেন। তবে নতুন করে আর কেউ আসছেন না।’
আদর্শ পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বলেন, ‘আমাদের খুব একটা সমস্যা হচ্ছে না বৃষ্টিতে। তবে ভোটারের চাপ কম।’
নগরীতে ১২৬টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এইসব কেন্দ্রের মধ্যে ১০৬টি কেন্দ্রকেই অতিগুরুত্বপূর্ণ বলে ঘোষণা দেওয়া হয়েছিল আগে থেকেই। অতিগুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর কয়েকটিতে হাতাহাতি ও বিশৃঙ্খল পরিবেশ দেখা গেছে। এদিকে চরমোনাই সমর্থিত প্রার্থীর ওপর হামলার ঘটনায়ও নগরীর পরিবেশ ঝুম বৃষ্টির মধ্যেও বেশ উত্তপ্ত।

সকাল থেকে তীব্র রোদ আর ভাপসা গরমে নগরীর জনসাধারণের প্রাণ ওষ্ঠাগত। এদিকে আবার ভোটের উত্তাপ। দুপুরের পরে হাতপাখার প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে নগরীর কয়েকটি মোড়ে অবস্থান নিয়েছে চরমোনাইয়ের সমর্থকেরা ৷ বৃষ্টি আর চরমোনাই সমর্থকদের অবস্থানের ভয়ে ভোটার সংখ্যা কমতে শুরু করেছে ভোটকেন্দ্রগুলোতে। সব মিলিয়ে সুষ্ঠু ভোট ও নির্বাচনের ফলাফল নিয়ে সাধারণ ভোটার ও নগরবাসীর মনে দেখা দিয়েছে নানা শঙ্কা।
বেলা ২টার পর থেকে ঝুম বৃষ্টি শুরু হয়েছে নগরীতে ৷ তারও আগে থেকেই হাতপাখার প্রার্থী মুফতি মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলার অভিযোগে নগরীর তিনটি স্থানে অবস্থান নিয়েছে কর্মী ও সমর্থকেরা। এতে ভীতসন্ত্রস্ত বোধ করছেন নগরবাসী ও সাধারণ ভোটাররা। ভোটার উপস্থিতি কমতে শুরু করেছে কেন্দ্রগুলোতে। কোনো কোনো কেন্দ্রের বুথ তলিয়ে গেছে বৃষ্টির পানিতে।
বৃষ্টি আর হাতপাখার সমর্থকদের অবস্থান সব মিলিয়ে নির্বাচনী পরিস্থিতি নিয়ে ভয় ও শঙ্কার কথা জানালেন নগরীর লঞ্চঘাট এলাকার বাসিন্দা আবুল আজাদ মিয়া। তিনি বলেন, ‘একদিকে চরমোনাই সমর্থকদের অবস্থান, অন্যদিকে বৃষ্টি। এই অবস্থায় যেকোনো খারাপ পরিস্থিতি হতে পারে আজ। তাই আমরা সতর্কতা অবলম্বন করছি। দুই কারণেই দুপুরের পরে যারা ভোট দিতে বের হতে চেয়েছিলেন তারা কেউ আর বের হবেন না। এই সময় যেকোনো কিছুই হতে পারে।’
কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কমে গেছে। কোনো কোনো কেন্দ্রে পুরোনো ভোটাররাই আটকা আছেন। নগরীর ৬৬ নম্বর মতিনপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে দুটো ভোট কক্ষ পানিতে ডুবে গেছে ৷ বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এম এম জিয়াউর রহমান। তিনি বলেন, ‘আমাদের এখানে বৃষ্টিতে অনেক সমস্যা হচ্ছে। ভোটার তুলনামূলক কম। বৃষ্টির পানিতে বাইরের দুটি বুথ তলিয়ে গেছে ৷ কোনো রকমে ইভিএম মেশিনগুলো রক্ষা করতে পেরেছি।’
বিএম কলেজেও পুরান ভোটাররা আটকা এবং নতুন ভোটার খুব আর আসছেন না বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা সুব্রত সিকদার ৷ তিনি বলেন, ‘আমাদের এখানে পুরোনো (বৃষ্টির আগে আসা) ভোটার আটকা আছেন। তবে নতুন করে আর কেউ আসছেন না।’
আদর্শ পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বলেন, ‘আমাদের খুব একটা সমস্যা হচ্ছে না বৃষ্টিতে। তবে ভোটারের চাপ কম।’
নগরীতে ১২৬টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এইসব কেন্দ্রের মধ্যে ১০৬টি কেন্দ্রকেই অতিগুরুত্বপূর্ণ বলে ঘোষণা দেওয়া হয়েছিল আগে থেকেই। অতিগুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর কয়েকটিতে হাতাহাতি ও বিশৃঙ্খল পরিবেশ দেখা গেছে। এদিকে চরমোনাই সমর্থিত প্রার্থীর ওপর হামলার ঘটনায়ও নগরীর পরিবেশ ঝুম বৃষ্টির মধ্যেও বেশ উত্তপ্ত।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে