নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘দেশ থেকে এক ডাকাতকে সরিয়ে আরেক ডাকাতকে ক্ষমতায় বসাতে চাই না। গুন্ডাপান্ডা শাসক হলে আমরা পারব না কেন?’
আজ বৃহস্পতিবার সকালে বরিশালে ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করীম এ কথা বলেছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা আরও বলেন, ‘জনগণ অতীতের প্রতিহিংসার রাজনীতিতে ফিরে যেতে চায় না। যারা দেশকে লুটেপুটে খেয়েছে, সেই রাজনীতির পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। জনগণ সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারির অবসান চায়। প্রতিহিংসার রাজনীতি ফিরে এলে ছাত্র-জনতা আবার জেগে উঠবে।’
আজ নগরীর অশ্বিনীকুমার টাউন হলে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, বরিশাল জেলা শাখার আয়োজনে এ সম্মেলন হয়। শাখা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হালিম এতে সভাপতিত্ব করেন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী প্রমুখ।
আলোচনা শেষে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বরিশাল জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা দেওয়া হয়। সভাপতি হয়েছেন হাফেজ মাওলানা আব্দুল হালিম, সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা নেসার উদ্দিন কাসেমী।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘দেশ থেকে এক ডাকাতকে সরিয়ে আরেক ডাকাতকে ক্ষমতায় বসাতে চাই না। গুন্ডাপান্ডা শাসক হলে আমরা পারব না কেন?’
আজ বৃহস্পতিবার সকালে বরিশালে ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করীম এ কথা বলেছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা আরও বলেন, ‘জনগণ অতীতের প্রতিহিংসার রাজনীতিতে ফিরে যেতে চায় না। যারা দেশকে লুটেপুটে খেয়েছে, সেই রাজনীতির পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। জনগণ সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারির অবসান চায়। প্রতিহিংসার রাজনীতি ফিরে এলে ছাত্র-জনতা আবার জেগে উঠবে।’
আজ নগরীর অশ্বিনীকুমার টাউন হলে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, বরিশাল জেলা শাখার আয়োজনে এ সম্মেলন হয়। শাখা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হালিম এতে সভাপতিত্ব করেন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী প্রমুখ।
আলোচনা শেষে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বরিশাল জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা দেওয়া হয়। সভাপতি হয়েছেন হাফেজ মাওলানা আব্দুল হালিম, সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা নেসার উদ্দিন কাসেমী।

গাইবান্ধার সাঘাটায় ট্রেনে কাটা পড়ে মহাসিন আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার বোনারপাড়া স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক নজরুল ইসলামকে (৪৫) ছুরিকাঘাতে খুনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
১৭ মিনিট আগে
আনন্দের মিলনমেলা মুহূর্তেই পরিণত হলো শোকের পরিবেশে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠানে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের ইসলামী ব্যাংক গাংনী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ইসতিয়াক হাসান। ব্যাংকে কাজ করলেও কৃষির প্রতি তাঁর ভালোবাসা রয়েছে। তাই তিনি চাকরির পাশাপাশি শুরু করেছেন কৃষিকাজ। এক বন্ধুকে দেখে অনুপ্রাণিত হয়ে উপজেলার দেবীপুর গ্রামে দেড় বিঘা জমিতে তিনি লাভজনক ফসল একাঙ্গী চাষ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগে