মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। আজ রোববার সকালে উপজেলার মিরুখালী ইউনিয়নের সোবহান শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই মানববন্ধন হয়।
সোবহান শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র মিত্রের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ডিএস দাখিল মাদ্রাসার সুপার আফজাল হোসেন, বাদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহ আল-মামুন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আবু হানিফ টুকু, দশম শ্রেণির শিক্ষার্থী তাসনিম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘এই বিদ্যালয়ের মাঠটি মিরুখালী ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় হওয়ায় এখানে অনেক সময় আন্তইউনিয়ন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেটা আমাদের জন্য গর্বের। এটি শুধু এই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ নয়, বরং এই ইউনিয়নের শতাধিক প্রতিষ্ঠান ও এলাকার একটি মিলনমেলা। বিদ্যালয় ছুটির পর আশপাশের একাধিক গ্রামের শিশু-কিশোর, শিক্ষার্থীসহ তরুণ-যুবকেরা খেলাধুলা করতে এখানে আসে।’
খেলাধুলা ছাড়াও এই মাঠে বিভিন্ন জাতীয় দিবস, ধর্মীয় অনুষ্ঠানসহ রাজনৈতিক দলের সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্প্রতি মাঠটির দক্ষিণ পাশে স্থানীয় বশির ফরাজী চারটি দোকানঘর নির্মাণের পাঁয়তারা করছেন। ইতিমধ্যে দোকান নির্মাণের সব সরঞ্জাম এনে মাঠে ফেলে রাখা হয়েছে। মাঠটি তাঁর হাত থেকে রক্ষা করতে না পারলে এবং খেলাধুলার ব্যবস্থা না থাকলে শিশুদের মানসিক ও শারীরিক মেধা বিকাশে বাধাগ্রস্ত হবে। এ ব্যাপারে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
তবে এ ব্যাপারে বশির ফরাজী দাবি করেন, ‘আমরা মাঠের জমিতে দোকান তুলছি না। ওই জমি আমাদের পৈতৃক সম্পত্তি।’
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঊর্মি ভৌমিক বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে দেখছি।’

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। আজ রোববার সকালে উপজেলার মিরুখালী ইউনিয়নের সোবহান শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই মানববন্ধন হয়।
সোবহান শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র মিত্রের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ডিএস দাখিল মাদ্রাসার সুপার আফজাল হোসেন, বাদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহ আল-মামুন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আবু হানিফ টুকু, দশম শ্রেণির শিক্ষার্থী তাসনিম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘এই বিদ্যালয়ের মাঠটি মিরুখালী ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় হওয়ায় এখানে অনেক সময় আন্তইউনিয়ন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেটা আমাদের জন্য গর্বের। এটি শুধু এই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ নয়, বরং এই ইউনিয়নের শতাধিক প্রতিষ্ঠান ও এলাকার একটি মিলনমেলা। বিদ্যালয় ছুটির পর আশপাশের একাধিক গ্রামের শিশু-কিশোর, শিক্ষার্থীসহ তরুণ-যুবকেরা খেলাধুলা করতে এখানে আসে।’
খেলাধুলা ছাড়াও এই মাঠে বিভিন্ন জাতীয় দিবস, ধর্মীয় অনুষ্ঠানসহ রাজনৈতিক দলের সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্প্রতি মাঠটির দক্ষিণ পাশে স্থানীয় বশির ফরাজী চারটি দোকানঘর নির্মাণের পাঁয়তারা করছেন। ইতিমধ্যে দোকান নির্মাণের সব সরঞ্জাম এনে মাঠে ফেলে রাখা হয়েছে। মাঠটি তাঁর হাত থেকে রক্ষা করতে না পারলে এবং খেলাধুলার ব্যবস্থা না থাকলে শিশুদের মানসিক ও শারীরিক মেধা বিকাশে বাধাগ্রস্ত হবে। এ ব্যাপারে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
তবে এ ব্যাপারে বশির ফরাজী দাবি করেন, ‘আমরা মাঠের জমিতে দোকান তুলছি না। ওই জমি আমাদের পৈতৃক সম্পত্তি।’
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঊর্মি ভৌমিক বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে দেখছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে